পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ > ア লোক সকল অতিশয় চমৎকৃত হইয় তাহদের নিকটে শলোমনের নামে আখ্যাত বারাণ্ডায় দৌড়িয়া আসিল । ১২ তাহ দেখিয়া পিতর লোকসমূহকে কহিলেন, হে ইস্রায়েলীয় লোকেরা, এই ব্যক্তির বিষয়ে কেন আশ্চৰ্য্য জ্ঞান করিতেছ ? অথবা আমরাই যে নিজ শক্তি বা ভক্তিগুণে ইহাকে চলিবার শক্তি দিয়াছি, ইহা মনে করিয়া কেনই বা আমাদের প্রতি একদৃষ্টে চাহিয়া ১৩ রহিয়াছ ? আব্রাহামের, ইসহাকের ও যাকোবের ঈশ্বর, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, আপনার দাস সেই যীশুকে গৌরবান্বিত করিয়াছেন, যাহাকে তোমরা শক্রহস্তে সমর্পণ করিয়াছিলে, এবং পীলাত যখন তাহাকে ছাড়িয়া দিতে স্থির করিয়াছিলেন, তখন তাহার ১৪ সাক্ষাতে তোমরা অস্বীকার করিয়াছিলে । তোমরা সেই পবিত্র ও ধৰ্ম্মময় ব্যক্তিকে অস্বীকার করিয়াছিলে, এবং চাহিয়াছিলে যেন তোমাদের জন্য এক জন ১৫ নরঘাতককে দেওয়া হয়, কিন্তু তোমরা জীবনের আদিকৰ্ত্তাকে বধ করিয়াছিলে ; তাহাকে ঈশ্বর মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, আমরা ইহার সাক্ষী । ১৬ আর তাহার নামে বিশ্বাস হেতু, এই যে ব্যক্তিকে তোমরা দেখিতেছ ও জান, তাহারই নাম ইহাকে বলবান করিয়াছে ; তাহারই দত্ত বিশ্বাস তোমাদের সকলের সাক্ষাতে ইহাকে এই সম্পূর্ণ সুস্থতা দিয়াছে। ১৭ এখন, হে ভ্রাতৃগণ, আমি জানি, তোমরা অজ্ঞানত। বশতঃ সেই কাৰ্য্য করিয়াছ, যেমন তোমাদের ১৮ অধ্যক্ষেরাও করিয়াছিলেন। কিন্তু ঈশ্বর তাহার খ্রীষ্টের দুঃখভোগের বিষয়ে যে সকল কথা সমস্ত ভাববাদীর মুখ দ্বারা পূর্বে জ্ঞাত করিয়াছিলেন, সে ১৯ সকল এইরূপে পূর্ণ করিয়াছেন । অতএব তোমরা মন ফিরাও, ও ফির, যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা ২• হয়, যেন এইরূপে প্রভুর সম্মুখ হইতে তাপশান্তির সময় উপস্থিত হয়, এবং তোমাদের নিমিত্ত পূর্বনিরূপিত ২১ খ্ৰীষ্টকে, যীশুকে, তিনি যেন প্রেরণ করেণ, যাহাকে স্বৰ্গ নিশ্চয়ই গ্রহণ করিয়া রাখবে, যে পৰ্য্যন্ত ন৷ সমস্ত বিষয়ের পুনঃস্থাপনের কাল উপস্থিত হয়, যে কালের বিষয় ঈশ্বর নিজ পবিত্র ভাববাদিগণের মুখ দ্বারা বলিয়াছেন, যাহারা পুরাকাল হইতে হইয়৷ ২২ গিয়াছেন। মোশি ত বলিয়াছিলেন, “প্ৰভু ঈশ্বর তোমাদের জন্য তোমাদের ভ্রাতৃগণের মধ্য হইতে আমার সদৃশ এক ভাববাদীকে উৎপন্ন করিবেন, তিনি তোমাদিগকে যাহা যাহ। বলিবেন, সেই সমস্ত ২৩ বিষয়ে তোমরা তাহার কথা শুনিবে ; আর এইরূপ হইবে, যে কোন প্রাণী সেই ভাববাদীর কথা না শুনিবে, সে প্রজ লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন ২৪ হইবে।” এ আর শমুয়েল ও তাহার পরবর্তী যত ভাববাদী কথা বলিয়াছেন, তাহারাও সকলে এই ২৫ কালের কথা বলিয়াছেন । তোমরা ভাববাদিগণের সস্তান, আর সেই নিয়মেরও সন্তান, যাহা ঈশ্বর دة داد و هد و مواد آfs f* প্রেরিত । [○ ; >ミー8; >c l তোমাদের পিতৃপুরুষদের সহিত স্থাপন করিয়াছিলেন, তিনি ত অব্রাহীমকে বলিয়াছিলেন, “ আর তোমার বংশে ২৬ পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল আশীৰ্ব্বাদ পাইবে।” • ঈশ্বর আপন দাসকে উৎপন্ন করিয়া প্রথমে তোমাদেরই নিকটে তাহাকে প্রেরণ করিলেন, যেন তিনি তোমাদের অধৰ্ম্ম সকল হইতে তোমাদের প্রত্যেক জনকে ফিরাইয়৷ তদ্বারা তোমাদিগকে আশীৰ্ব্বাদ করেন। 8 তাহার লোকদের নিকটে কথা কহিতেছেন, এমন সময়ে যাজকের ও ধৰ্ম্মধামের সেনাপতি এবং সদৃকার হঠাৎ তাহদের নিকটে আসিয়া উপস্থিত ২ হইল, তাহার। অতিশয় বিরক্ত হইয়াছিল, কারণ তাহার লোকদিগকে উপদেশ দিতেন, এবং যীশুতেই মৃতগণের মধ্য হইতে পুনরুত্থান প্রচার করিতেন । ৩ আর তাহারা তাহাদিগকে ধরিয়া পর দিবস পর্য্যন্ত বদ্ধ ৪ করিয়া রাখিল, কেননা তখন সন্ধ্যা হইয়াছিল। তথাপি যে সকল লোক বাক্য শুনিয়াছিল, তাহাদের মধ্যে অনেকে বিশ্বাস করিল ; তাহাতে পুরুষদের সংখ্যা কমবেশ পাচ হাজার হইল । ৫ পরদিবসে লোকদের অধ্যক্ষের, প্রাচীনবর্গ ও ৬ অধ্যাপকগণ যিরশালেমে একত্র হইলেন, এবং হানন মহাযাজক, কায়াফ, যোহন আলেক্সান্দর, আর মহাযাজকের আত্মীয় স্বজন সকলে উপস্থিত ছিলেন। ৭ তাহার। উহাদিগকে মধ্যস্থানে দাড় করাইয়া জিজ্ঞাসা করিলেন, কি ক্ষমতায় অথবা কি নামে তোমরা ৮ এই কৰ্ম্ম করিয়াছ ? তখন পিতর পবিত্র আত্মায় ৯ পরিপূর্ণ হইয় তাহাদিগকে কহিলেন, হে লোকদের অধ্যক্ষণ ও প্রাচীন বর্গ, এক জন দুৰ্ব্বল মনুষ্যের উপকার সাধন বিষয়ে যদি অদ্য আমাদিগকে জিজ্ঞাসা ১• করা হয়, কি প্রকারে এ সুস্থ হইয়াছে, তবে আপনার সকলে ও সমস্ত ইস্রায়েল লোক ইহা জ্ঞাত হউন, নাসরতীয় যীশু খ্রষ্টের নামে, যাহাকে আপনারা ক্রুশে দিয়াছিলেন, যাহাকে ঈশ্বর মৃতগণের মধ্য হইতে উঠাইলেন, তাহারই গুণে এই ব্যক্তি আপনাদের ১১ সম্মুখে হস্থ শরীরে দাড়াইয়া আছে। তিনিই সেই প্রস্তর, যাহা গাথকেরা যে আপনারা, আপনাদের দ্বারা অবজ্ঞাত হইয়াছিল, যাহা কোণের প্রধান প্রস্তর ১২ হইয়৷ উঠিল + । আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই ; কেননা আকাশের নীচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে । ১৩ তখন পিতরের ও যোহনের সাহস দেখিয়া, এবং ইহার যে অশিক্ষিত সামান্য লোক, ইহা বুঝিয়, তাহার। আশচয্য জ্ঞান করিলেন, এবং চিনিতে ১৪ পারিলেন যে, ইহার যীশুর সঙ্গে ছিলেন । আর ঐ আরোগ্যপ্রাপ্ত ব্যক্তি উহাদের সঙ্গে দাড়াইয়া আছে ১৫ দেখিয় কিছুই বিরুদ্ধে বলিতে পারলেন না। পরে

  • यांभि ०२ ६ ७ ॥ २२ 5 s४ ।। + গীত ১১৮ - ২২ ৷

118