পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७७ ; २१ - ७१ ; २४ । ] ২৭ অন্ত অন্ত তক্তার নীচেও দুই দুই চুঙ্গি হইল। আর পশ্চিমদিকে আবাসের পশ্চাৎ পাশ্বের নিমিত্তে ছয় ২৮ খান তক্ত করিলেন। আর আবাসের সেই পশ্চাৎ ২৯ ভাগে দুই কোণে দুই খানি তক্তা রাখিলেন। সেই দুই তক্তার নীচে দোহারা ছিল, এবং সেইরূপে মাথাতেও প্রথম কড়ার নিকটে অখণ্ড ছিল ; এইরূপে তিনি দুই ৩০ কোণের তক্ত বদ্ধ করিলেন। তাহাতে আটগানি তক্ত, এবং সে গুলির রৌপ্যের ষোলটা চুঙ্গি হইল, এক এক তক্তার নীচে দুই দুই চুঙ্গি হইল । ৩১ পরে তিনি শিটাম কাষ্ঠ দ্বারা অর্গল প্রস্তুত করিলেন : ৩২ আবাসের এক পাশ্বের তক্তার জন্য পাচ অর্গল, আবাসের অন্ত পাশ্বের তক্তার জন্ত পাচ অর্গল, এবং পশ্চিমদিকে আবাসের পশ্চাৎ পাশ্বের তক্তার জন্ত পাচ অর্গল । ৩৩ আর মধ্যবৰ্ত্তী অর্গলটকে তক্তাগুলির মধ্যস্থান দিয়া এক প্রান্ত অবধি অন্ত্য প্রান্ত পর্যান্ত বিস্তার করিলেন। ৩৪ পরে তিন তক্তাগুলি স্বর্ণে মুড়িলেন, এবং অর্গলের ঘর হইবার জন্ত স্বর্ণের কড়া গড়িয়া অর্গলও স্বর্ণে মুড়িলেন। আর তিনি নীল, বেগুনে, লাল ও পাকান সাদ মসীনা স্বত্র দিয়া তিরস্করিণী প্রস্তুত করিলেন, তাহাতে ৩৬ করূবাকৃতি করিলেন, তাহ শিল্পকারের কৰ্ম্ম । আর তাহার নিমিত্ত শিটাম কাঠের চারি স্তন্ত নিৰ্ম্মাণ করিয়া স্বর্ণে মুড়িলেন, এবং তাহদের আঁকড়াও স্বর্ণের করিলেন, এবং তাহার জন্ত রৌপ্যের চারি চুঙ্গি ঢালিলেন । পরে তিনি তাম্বুর দ্বারের নিমিত্তে নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীন। স্বত্র দ্বারা স্থচি-ক্রিয়াবিশিষ্ট ৩৮ এক পর্দা নিৰ্ম্মাণ করিলেন । আর তাহার পাচ স্তম্ভ ও সেগুলির আঁকড়া করিলেন, এবং ঐ সকলের মাথল ও শলাক স্বর্ণ মুড়িলন, কিন্তু সেগুলির পাচ চুঙ্গি পিত্তল দিয়া গড়িলেন । ©ፃ আর বৎসলেল শটাম কাঠ দ্বার সিন্দুক নিৰ্ম্মাণ করিলেন : তাহা আড়াই হস্ত দীর্ঘ, দেড় হস্ত প্রস্থ ২ ও দেড় হস্ত উচ্চ করা হইল ; আর ভিতর ও বাহির নিৰ্ম্মল স্বর্ণে মুড়িলেন, এবং তাহার চারিদিকে স্বর্ণের ৩ নিকাল গড়িয়া দিলেন। আর তাহার চারি পায়ার জন্ত স্বর্ণের চারি কড়া ঢালিলেন : তাহার এক পার্শ্বে দুই কড়া ৪ ও অন্ত পাশ্বে দুই কড়া দিলন। আর তিনি শিটাম ৫ কাস্তুের দুইটী বহন-দণ্ড করিয়া স্বর্ণে মুড়িলেন, এবং সিন্দুক বইনার্থে ঐ বহন-দণ্ড সিন্দুকের দুই পার্শ্বস্থ কড়াতে প্রবেশ করাইলেন। ৬ পরে তিনি নিৰ্ম্মল স্বর্ণ দ্বারা পাপাবরণ প্রস্তুত করিলেন ; তাহ আড়াই হস্ত দীর্ঘ ও দেড় হস্ত প্রস্থ করা ৭ হইল। আর পিটান স্বর্ণ দ্বারা দুই করব নিৰ্ম্মাণ করিয়া ৮ পাপাবর পর দুই মুড়াতে দিলেন। তাহার এক মুড়াতে এক করব ও অন্ত মুড়াতে অন্ত কন্ধব, পাপাবরণের দুই মুড়াতে তৎসহিত অখণ্ড দুই করূব দিলেন । ৯ তাহাত সেই দুই করব উদ্ধে পক্ষ বিস্তার করিয়া ঐ 6]

  • ○○

©ጫ O. T. যাত্রাপুস্তক । レ> পক্ষ দ্বারা পাপাবরণ আচ্ছাদন করিল, এবং তাহদের মুখ পরস্পরের দিকে রহিল ; করুবদের দৃষ্টি পাপবরণের দিকে রহিল । পরে তিনি শিটীম কাষ্ঠ দ্বারা মেজ নিৰ্ম্মাণ করিলেন ; তাহা দুই হস্ত দীর্ঘ এক হস্ত প্রস্থ ও দেড় হস্ত উচ্চ করা ১১ হইল। আর তাহ নিৰ্ম্মল স্বর্ণে মুড়িলেন,ও তাহার চারি ১২ দিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিলেন। আর তিনি তাহার নিমিত্তে চারিদিকে চারি অঙ্গুলি পরিমিত এক পার্শ্বকাঞ্জ করিলেন, ও পার্শ্বকাঠের চারিদিকে স্বর্ণের ১৩ নিকাল গড়িয়া দিলেন। আর তাহার জন্ত স্বর্ণের চারি কড়া ঢালিয়। তাহার চারি পায়ার চারি কোণে ১৪ রাখিলেন। সেই কড়। পাশ্বকাষ্ঠের নিকটে ছিল, এবং ১৫ মেজ বহনাৰ্থ বহন-দণ্ডের ঘর হইল। পরে তিনি মেজ বহনাৰ্থ শিটাম কান্ত দ্বারা দুই বহন-দণ্ড করিয়া স্বর্ণে ১৬ মুড়িলেন। আর মেজের উপরিস্থিত পাত্র সকল নিৰ্ম্মাণ করিলেন, অর্থাৎ তাহার থাল, চমস, ঢালিবার জন্ত সেকপাত্র ও শ্রুব সকল নিৰ্ম্মল স্বর্ণ দিয়া নিৰ্ম্মাণ করিলেন । পরে তিনি নিৰ্ম্মল পিটান স্বর্ণ দ্বারা দীপবৃক্ষ নিৰ্ম্মাণ করিলেন : তাহার কাণ্ড, শাখা, গোলাধার, কলিকা ১৮ ও পুষ্প তৎসহিত অখণ্ড ছিল । সেই দীপবৃক্ষের এক পাশ্ব হইতে তিন শাখা, ও দীপবৃক্ষের অন্ত পার্শ্ব হইতে তিন শাখা, এই ছয় শাখা তাহার পাশ্ব হইতে ১৯ নির্গত হইল। এক শাখায় বাদাম পুষ্পের দ্যায় তিন গোলাধার, এক কলিকা ও এক পুষ্প, এবং অন্ত শাখায় বাদাম পুষ্পের স্থায় তিন গোলাধার, এক কলিকা ও এক পুষ্প, দীপবৃক্ষ হইতে নির্গত ছয় ২০ শাখায় এইরূপ হইল। আর দীপবৃক্ষের বাদাম পুষ্পের হ্যায় চারি গোলাধার ও তাহদের কলিকা ও পুষ্প ২১ ছিল । আর দীপবৃক্ষের যে ছয়টা শাখা নির্গত হইল, সেগুলির এক শাখাদ্বয়ের নীচে তৎসহ অখণ্ড এক কলিক, অন্ত শাখাদ্বয়ের নীচে তৎসহ অখণ্ড এক কলিকা, ও অপর শাখাদ্বয়ের নীচে তৎসহ অখণ্ড এক ২২ কলিকা ছিল । এই কলিকা ও শাখা তৎস হত অখণ্ড ছিল, এবং সমস্তই পিটন নিৰ্ম্মল কুবর্ণের একই বস্তু ২৩ ছিল । আর তিনি তাহার সাতটা প্ৰদীপ এবং তাহার চিমটা ও শীষধানী নিৰ্ম্মল স্বর্ণ দিয়া নিৰ্ম্মাণ করিলেন । ২৪ তিনি এই দীপবৃক্ষ এবং ঐ সমস্ত সামগ্রী এক তলন্ত পরিমিত নিৰ্ম্মল স্বর্ণ দ্বারা নিৰ্ম্মাণ করিলেন । পরে তিনি শিটীম কাষ্ঠ দ্বারা ধূপবেদি নিৰ্ম্মাণ করিলেন : তাহ এক হস্ত দীর্ঘ, এক হস্ত প্রস্থ ও দুই হস্ত উচ্চ চতুস্কাণ তাহার শৃঙ্গ সকল তাহার সহিত অখণ্ড ২৬ ছিল। পরে সেই বেদি, তাহীর পৃষ্ঠ, তাহার চারি পার্শ্ব ও তাহার শৃঙ্গ সকল নিৰ্ম্মল স্বর্ণে মুড়িলেন, এবং তাহার ২৭ চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিলেন। আর তাহা বহিবার জন্ত বহন দণ্ডের ঘর করিয়া দিতে তাহার নিকালের নীচে দুই পাশ্বের দুই কোপের নিকটে ২৮ স্বর্ণের দুই দুই কড়া গড়িয়া দিলেন। আর শিটীম У о S on ૨ ? 81