পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> *b〜 পতিত হইলেন, যেমন প্রথমে আমাদের উপরেও হইয়া১৬ ছিলেন। তাহাতে প্রভুর কথা আমার স্মরণ হইল, যেমন তিনি বলিয়াছিলেন, “ যোহন জলে বাপ্তাইজ করিতেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে । * ১৭ অতএব, তাহার প্রভূ যীশু খ্রষ্টে বিশ্বাসী হইলে পর, যেমন আমাদিগকে তেমনি যখন তাহাদিগকেও ঈশ্বর সমান বর দান করিলেন, তখন আমি কে যে ঈশ্বরকে ১৮ নিবারণ করিতে পারি ? এই সকল কথা শুনিয়া তাহারা চুপ করিয়া রহিলেন, এবং ঈশ্বরের গৌরব করিলেন, কহিলেন, তবে ত ঈশ্বর পরজাতীয় লোকদিগকেও জীবনাৰ্থক মনঃপরিবর্তন দান করিয়াছেন । ইতিমধ্যে স্তিফানের উপলক্ষে যে ক্লেশ ঘটিয়াছিল, তৎপ্রযুক্ত যাহার ছিন্নভিন্ন হইয়া গিয়াছিল, তাহার ফৈনীকিয়া, কুপ্র ও আন্তিয়খিয়া পর্যান্ত চারিদিকে ভ্রমণ করিয়া কেবল যিহুদীদেরই নিকটে বাক্য ২• প্রচার করিতে লাগিল । কিন্তু তাহদের মধ্যে কএক জন কুপ্রীয় ও কুরীণীয় লোক ছিল ; ইহারা আন্তিয়থিয়াতে আসিয়া গ্রীকদের নিকটেও কথা কহিল, ২১ প্রভূ যীশুর বিষয়ে হসমাচার প্রচার করিল। আর প্রভুর হস্ত তাহদের সহবন্ত ছিল, এবং বহুসংখ্যক ২২ লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল। পরে তাহাদের বিষয় যিরশালেমস্থ মণ্ডলীর কর্ণগোচর হইল ; তাহাতে ইহারা আন্তিয়খিয়া পৰ্য্যন্ত বার্ণবকে ২৩ প্রেরণ করিলেন । তিনি উপস্থিত হইয় ঈশ্বরের অনুগ্রহ দেখিয়া আনন্দ করিলেন ; এবং সকলকে আশ্বাস | দত্ত লাগিলেন, যেন তাহার হৃদয়ের একাগ্রতায় ২৪ প্রভুতে স্থির থাকে ; কারণ তিনি সংলোক এবং পবিত্র আত্মায় ও বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন । আর বিস্তর লোক প্রভুতে সংযুক্ত হইল । পরে তিনি শৌলের অন্বেষণ করিতে তার্ষে গমন করিলেন, এবং তাহাকে পাইয়া আন্তিয়খিয়াতে আনি১৬ লেন । আর তাহারা সম্পূর্ণ এক বৎসর কাল মণ্ডলীতে একত্র হহতেন, এবং অনেক লোককে উপদেশ দিতেন ; আর প্রথমে আন্তিয়খিয়াতেই শিষ্যের ‘ ফ্ৰ ষ্টয়ান’ নামে আখ্যাত হইল । ২৭ সেই সময়ে কএক জন ভাববাদী যিরশালেম হইতে ১৮ অন্তিয়খিয়াতে আসিলেন । তাহীদের মধ্যে আগাব নামে এক ব্যক্তি উঠিয়া আত্মার আবেশে জানাইলেন যে, সমুদয় পৃথিবীতে মহাদুৰ্ভিক্ষ হইবে ; তাহ ক্লোদিয়ের ১১ অধিকার সময়ে ঘটিল। তাহাতে শিষ্যেরা, প্ৰতিজন স্ব স্ব সঙ্গতি অনুসারে, যিছুদিয়া-নিবাসী ভ্রাতৃগণের পরিচয্যর জন্য তাহদের কাছে সাহায্য পাঠাইতে ৩• স্থির করিলেন ; এবং সেই মত কাৰ্য্যও করিলেন, বার্ণবার ও শৌলের হস্ত দ্বারা প্রাচীনবগের নিকটে অর্থ পাঠাইয় দিলেন।

  • প্রেরিত ১ - ৫ । ২ ; ১-৪ । + ( বা ) গ্রীক ভাষাবাদী যিছুদীদের । | 12

بنی ع > * > or প্রেরিত । [ > > 、>も一>* ; >8 l যাকোবের বধ ও পিতরের উদ্ধার । S & তৎকালে হেরোদ রাজা মণ্ডলীর কএক জনের প্রতি উপদ্রব করিবার জন্য হস্তক্ষেপ করিলেন । ই তিনি যোহনের ভ্রাতা যাকোবকে খড়গ দ্বারা বর্ধ ৩ করিলেন । ইহাতে যিহূদীর সন্তুষ্ট হইল দেখিয়া তিনি আবার পিতরকেও ধরিলেন। তখন তাড়াশূন্য কুটার ৪ পর্কেবর সময় ছিল । তিনি র্তাহাকে ধরিয়া কারাগারে রাখিলেন, এবং তাহকে পাহারা দিবার জন্য চারি জনে দল, এমন চারি দল সেনার নিকটে সমর্পণ করিলেন : মনে করিলেন, নিস্তারপর্বের্বর পরে তাহাকে লোকদের ৫ কাছে আনিয়া উপস্থিত করিবেন। এইরূপে পিতর কারাবদ্ধ থাকিলেন, কিন্তু মণ্ডলী কর্তৃক তাহার বিষয়ে ঈশ্বরের নিকটে একাগ্র ভাবে প্রার্থনা হইতেছিল। পরে হেরোদ যে দিন তাহাকে বাহিরে আনাইবেন, তাহার পূর্ববরাত্রিতে পিতর দুই জন সেনার মধ্যস্থানে দুই শৃঙ্খলে বন্ধ থাকিয়া নিদ্রাগত ছিলেন, এবং ৭ দ্বারদেশে প্রহরীরা কারাগার রক্ষা করিতেছিল। আর দেখ, প্রভুর এক দূত তাহার কাছে আসিয়া দাড়াইলেন, এবং কারাকক্ষে আলোক প্রকাশ পাইল । তিনি পিতরের কুক্ষিদেশে আঘাত করিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, শীঘ্ৰ উঠ । তখন তাহার দুই হস্ত হইতে ৮ শৃঙ্খল পড়িয়া গেল। পরে সেই দূত তাহাকে কহিলেন, কোমর বাধ, ও তোমার জুতা পর। তিনি তাহা করিলেন। পরে দূত তাহাকে কহিলেন, গায়ে ৯ কাপড় দিয়া আমার পশ্চাৎ পশ্চাৎ আইস । তাহাতে তিনি বাহির হইয় তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিলেন ; কিন্তু দূতের দ্বারা যাহ করা হইল, তাহ যে বাস্তবিক, ইহা তিনি বুঝিতে পারিলেন না, বরং ১০ মনে করিলেন, তিনি দশন দেখিতেছেন। পরে তাহারা প্রথম ও দ্বিতীয় প্রহরি-দল পশ্চাৎ ফেলিয়া, লৌহদ্বারের কাছে উপস্থিত হইলেন, যেখান দিয়া নগরে যাওয়া যায় ; সেই দ্বারের কবাট তাহদের সম্মুখে আপনি খুলিয় গেল ; তাহাতে তাহারা বাহির হইয়া একট। রাস্তার শেষ পয্যন্ত গমন করিলেন, আর আমনি ○ ১১ দূত তাহার নিকট হইতে প্রস্থান করিলেন। তখন পিতর সচেতন হইয়া কহিলেন, এখন আমি নিশ্চয় জানিলাম, প্ৰভু নিজ দূতকে প্রেরণ করিলেন, ও হেরোদের হস্ত হইতে এবং যিহূদী লোকদের সমস্ত ১২ আকাঙক্ষ হইতে আমাকে উদ্ধার করিলেন । এই বিষয় আলোচনা করিয়া তিনি মরিয়মের বাটীর দিকে চলিয়া গেলেন, ইনি সেই যোহনের মাতা, যাহাকে মার্ক বলে ; সেখানে অনেকে একত্র হইয়াছিল ও ১৩ প্রার্থনা করিতেছিল। পরে তিনি বাহিরের দুয়ারে আঘাত করিলে রোদ নাম্নী একটী দাসী শুনিতে ১৪ আসিল ; এবং পিতরের স্বর চিনিয়া আনন্দ বশতঃ দুয়ার খুলিল না, কিন্তু ভিতরে দৌড়িয়া গিয়া সংবাদ দিল, পিতর দুয়ারের সম্মুখে দাড়াইয়া আছেন। 8