পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* О о সকল জাতির দেশ তাহাদিগকে দিলেন । এইরূপে ২• কমবেশ চারি শত পঞ্চাশ বৎসর অতীত হইল। তাহার পরে তিনি শমুয়েল ভাববাদীর সময় পৰ্য্যন্ত বিচারকত্ত্বগণ ২১ দিলেন। তৎপরে তাহারা এক জন রাজা চাহিল, তাহাতে ঈশ্বর তাহাদিগকে বিন্যামীন বংশজাত কীশের ২২ পুত্র শৌলকে দিলেন—চল্লিশ বৎসরের জন্য। পরে তিনি তাহাকে সরাইয়া দিয় তাহদের রাজা হইবার জন্য দায়ুদকে উৎপন্ন করিলেন, যাহার পক্ষে তিনি সাক্ষ্য দিয়া বলিলেন, “আমি যিশয়ের পুত্র দায়ুদকে পাইয়াছি, সে আমার মনের মত লোক, সে আমার ২৩ সমস্ত ইচ্ছা পালন করিবে ।’ * তাহারই বংশ হইতে ঈশ্বর প্রতিজ্ঞানুসারে ইস্রায়েলের নিমিত্ত এক ত্রাণ২৪ কৰ্ত্তাকে, যীশুকে, উপস্থিত করিলেন ; তাহার আগমনের অগ্ৰে যোহন সমস্ত ইস্রায়েল-জাতির কাছে ২৫ মনঃপরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করিয়াছিলেন। আর যোহন আপন নিরূপিত পথের শেষ পর্য্যন্ত দৌড়িতে দৌড়িতে এই কথা কহিতেন, তোমরা আমাকে কোন ব্যক্তি বলিয়া মনে কর । আমি তিনি নহি ; কিন্তু দেখ, আমার পশ্চাৎ এমন এক ব্যক্তি আসিতেছেন, যাহার পদের পাদুকার বন্ধন খুলিতেও আমি যোগ্য নহি । + হে ভ্রাতৃগণ, অব্রাহাম-বংশের সন্তানগণ, ও তোমরা যত লোক ঈশ্বরকে ভয় কর, আমাদেরই নিকট এই ২৭ পরিত্রাণের বাক্য প্রেরিত হইয়াছে। কেননা যিরশালেমনিবাসীরা এবং তাহদের অধ্যক্ষেরা তাহাকে না জানাতে, এবং ভাববাদিগণের যে সকল বাণী প্রতি বিশ্রামবারে পঠিত হয়, সে সকলও না জানাতে, তাহার ২৮ দণ্ডাজ্ঞা করিয়া সে সকল পূর্ণ করিল। আর প্রাণদণ্ডের যোগ্য কোনই দোষ না পাইলেও তাহারা পীলাতের নিকটে যাঙ্কা করিল, যেন তাহাকে বধ করা হয়। ২৯ আর তাহার বিষয়ে যে সকল কথা লিখিত ছিল, তাহা সিদ্ধ করিলে পর তাহাকে গাছ হইতে নামাইয়া কবরে ৩০ সমাহিত করিল। কিন্তু ঈশ্বর মৃতগণের মধ্য হইতে ৩১ তাহাকে উঠাইলেন । আর যাহারা তাহার সহিত গলীল হইতে যিরশালেমে আসিয়াছিলেন, তাহাদিগকে তিনি অনেক দিন পয্যন্ত দেখা দিলেন ; তাহারাই এক্ষণে প্রজালোকদের কাছে তাহার সাক্ষী । ৩২ আর পিতৃগণের কাছে কৃত প্রতিজ্ঞার বিষয়ে আমরা ৩৩ তোমাদিগকে এই স্বসমাচার জানাইতেছি যে, ঈশ্বর যীশুকে উঠাইয়া আমাদের সন্তানগণের পক্ষে সেই প্রতিজ্ঞা পূর্ণ করিয়াছেন, যেমন দ্বিতীয় গীতেও লেখা আছে, “ তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে ৩৪ জন্ম দিয়াছি।” আর তিনি যে তাহাকে মুতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, এবং তাহাকে যে আর ক্ষয়ে ফিরিয়া যাইতে হইবে না, এ বিষয়ে ঈশ্বর এইরূপ বলিয়াছেন, “আমি তোমাদিগকে দায়ুদের পবিত্র ৩৫ অটল অঙ্গীকার সকল প্রদান করিব।” f কেননা তিনি _ * ১ শমু ১৩ : ১৪ । গীত ৮৯ ; ২০ । + cयोश्म $ ; २०-२१ ।। + first او و ه به ২৬ প্রেরিত । [ ४ ७ ; २०-d ० ।। অন্য গীতেও বলেন, “ তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে ৩৬ দিবে না।” * বস্তুতঃ দায়ুদ আপন সমকালীন লোকদের মধ্যে ঈশ্বরের মন্ত্রণ অনুযায়ী কাৰ্য্য করিবার পর নিদ্রাগত হইলেন, এবং নিজ পিতৃলোকদের নিকটে ৩৭ সংগৃহীত হইলেন, ও ক্ষয় দেখিলেন। কিন্তু ঈশ্বর ৩৮ যাহাকে উঠাইয়াছেন, তিনি ক্ষয় দেখেন নাই। অতএব, হে ভ্রাতৃগণ, তোমরা জানিও, এই ব্যক্তি দ্বারা পাপের ৩৯ মোচন তোমাদিগকে জ্ঞাত করা যাইতেছে ; আর মোশির ব্যবস্থাতে তোমরা যে সকল বিষয় সম্বন্ধে ধাৰ্ম্মিক গণিত সম্বন্ধে পারিতে না, যে কেহ বিশ্বাস করে, সে সেই সকল বিষয় সম্বন্ধে এই বাক্তিতেই ধাৰ্ম্মিক ৪০ গণিত হয়। অতএব দেখিও, ভাববাদিগণের গ্রন্থে যাহা বলা হইয়াছে, তাহ যেন আসিয়া না পড়ে, ৪১ “ হে অবজ্ঞাকারিগণ, দৃষ্টিপাত কর, আর চমকিয় উঠ এবং অন্তৰ্হিত হও ; যেহেতুক তোমাদের সময়ে আমি এক কৰ্ম্ম করিব, সেই কৰ্ম্মের কথা যদি কেহ তোমাদের কাছে বর্ণনা করে, তোমরা কোন মতে বিশ্বাস করিবে না ।" + তাহাদের বাহিরে যাইবার সময়ে লোকেরা বিনতি করিল, যেন পর বিশ্রামবারে সেই সকল কথা তাহদের ৪৩ কাছে বলা হয়। আর সমাজ ভঙ্গ হইলে অনেক যিহূদী ও যিহুদি-ধৰ্ম্মাবলম্বী ভক্ত লোক পৌল ও বাণবার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল ; তাহারা তাহদের সহিত কথা কহিলেন, ঈশ্বরের অনুগ্রহে স্থির থাকিতে তাহাদিগকে প্রবৃত্তি দিলেন। ৪৪ পরবত্তী বিশ্রামবারে নগরের প্রায় সমস্ত লোক ৪৫ ঈশ্বরের বাক্য শুনিতে সমাগত হইল। কিন্তু যিহুদীরা লোকসমারোহ দেখিয়া ঈর্ষাতে পরিপূর্ণ হইল, এবং নিন্দ করিতে করিতে পোলের কথার প্রতিবাদ ৪৬ করিতে লাগিল। আর পৌল ও বার্ণব সাহস পূৰ্ব্বক কথা কহিলেন, বলিলেন, প্রথমে তোমাদেরই নিকটে ঈশ্বরের বাক্য প্রচার করা যায়, ইহা আবশ্যক ছিল ; তোমরা যখন তাহা ঠেলিয়া ফেলিতেছ, এবং আপনাদিগকে অনন্ত জীবনের অযোগ্য বিবেচনা করিতেছ. তখন দেখ, আমরা পরজাতিগণের দিকে ফিরিতেছি । ৪৭ কেননা প্রভু আমাদিগকে এইরূপ আজ্ঞা দিয়াছেন, “ আমি তোমাকে জাতিগণের দীপ্তিস্বরূপ করিয়াছি, যেন তুমি পৃথিবীর সীমা পৰ্য্যন্ত পরিত্রাণস্বরূপ হও । E ৪৮ ইহা শুনিয়া পরজাতীয়ের আহ্নাদিত হইল, ও প্রভুর বাক্যের গৌরব করিতে লাগিল ; এবং যত লোক অনন্ত জীবনের জন্য নিরূপিত হইয়াছিল, তাহার ৪৯ বিশ্বাস করিল। আর প্রভুর বাক্য সেই দেশের সর্ববত্র ৫০ ব্যাপিয়া গেল। কিন্তু যিহুদীরা ভক্ত ভদ্র মহিলাদিগকে ও নগরের প্রধানবগকে উত্তেজিত করিয়া তুলিল, পৌলের ও বার্ণবার প্রতি তাড়না ঘটাইল, হবস্তৃক । + او د و بند fts: • ু যিশাইয় ৪৯ ; ৬ । 8 R 130