পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

め○8 এবং বন্দিগণ র্তাহীদের গান কাণ পাতিয়া শুনিতেছিল । ২৬ তখন হঠাৎ মহাভূমিকম্প হইল, এমন কি, কারাগারের ভিত্তিমূল কাপিয়া উঠিল ; আর অমনি সমস্ত দ্বার ২৭ খুলিয়া গেল, ও সকলের বন্ধন মুক্ত হইল। তাহাতে কারারক্ষক নিদ্রা হইতে জাগিয়া উঠিয়া, ও কারাগারের দ্বার সকল খুলিয়া গিয়াছে দেখিয়া, খড়গ নিষ্কোষ করিয়া আপনার প্রাণ নষ্ট করিতে উদ্যত হইল, মনে ২৮ করিল, বন্দিগণ পলায়ন করিয়াছে। কিন্তু পৌল উচ্চ রবে ডাকিয়া কহিলেন, ওহে, আপনার হিংসা করিও না, কেননা আমরা সকলেই এ স্থানে আছি । ২৯ তখন সে আলো আনিতে বলিয়া ভিতরে দৌড়িয়া গেল, এবং ত্ৰাসে কাপিতে কাপিতে পোলের ও সীলের সম্মুখে ৩০ পড়িল ; আর তাহাদিগকে বাহিরে আনিয়া বলিল, মহাশয়েরা, পরিত্রাণ পাইবার জন্ত আমাকে কি করিতে ৩১ হইবে ? তাহারা কহিলেন, প্রভু যীশুতে বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে, তুমি ও তোমার পরিবার। ৩২ পরে তাহারা তাহাকে এবং তাহার বাটীতে উপস্থিত ৩৩ সকল লোককে ঈশ্বরের বাক্য বলিলেন । আর রাত্রির সেই দণ্ডেই সে র্তাহাদিগকে লইয়া তাহদের প্রহারের ক্ষত সকল ধৌত করিল ; এবং সে আপনি ও তাহার সকল লোক অবিলম্বে বাপ্তাইজিত হইল। পরে সে তাহাদিগকে উপরে গৃহমধ্যে লইয়া গিয়া তাহদের সম্মুখে আহারীয় দ্রব্য রাখিল ; এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরে বিশ্বাস করাতে আতিশয় আহিলাদিত হইল । ৩৫ দিবস হইলে শাসনকৰ্ত্তারা বেত্রধরদের দ্বারা বলিয়া ৩৬ পাঠাইলেন, সেই লোকদিগকে ছাড়িয়া দেও। তাহতে কারারক্ষক পৌলকে এই সংবাদ দিল যে, শাসনকৰ্ত্তারা আপনাদিগকে ছাড়িয়া দিতে বলিয়া পাঠাইয়াছেন, অতএব আপনারা এখন বাহির হইয়া শান্তিতে প্রস্থান করুন। কিন্তু পোল তাহাদিগকে কহিলেন, তাহারা আমাদিগকে বিচারে দোষ না করিয়া সৰ্ব্বসাধারণের সাক্ষাতে প্রহার করাইয়া কারাগারে নিক্ষেপ করিয়াছেন, আমরা ত রোমীয় লোক, এক্ষণে কি গোপনে আমাদিগকে বাহির করিয়া দিতেছেন ? তাহা হইবে না ; তাহারা নিজে আসিয়া আমাদিগকে বাহিরে ৩৮ লইয়া যাউন । তখন বেত্রধরেরা শাসনকৰ্ত্তাদিগকে এই কথার সংবাদ দিল । তাহাতে উহারা যে রোমীয়, এ কথা শুনিয়া শাসনকৰ্ত্তারা ভীত হইলেন, এবং আসিয়া তাহাদিগকে বিনতি করিলেন, আর বাহিরে লইয়া গিয়া নগর হইতে প্রস্থান করিতে অনুরোধ ৪০ করিলেন । তখন তাহার কারাগার হইতে বাহির 38 ు \నిని হইয়া লুদিয়ার বাটীতে প্রবেশ করিলেন ; আর | ভ্রাতৃগণের সঙ্গে দেথা হইলে তাহাদিগকে আশ্বাস দিলেন ; পরে প্রস্থান করিলেন । থিষলনীকীতে সুসমাচার-প্রচার । Sፃ পরে তাহারা অাম্ফিপ’লি ও আপল্লোনিয়া দিয়৷ গমন করিয়া থিষলনীকীতে আসিলেন । সেই ২ স্থানে যিহুদীদের এক সমাজ-গৃহ ছিল ; আর পেীল । প্রেরিত । || ۹ د او و لا تس- وه چ و ن لا ] আপন রীতি অনুসারে তাহদের কাছে গেলেন, এবং তিন বিশ্রামবারে তাহদের সহিত শাস্ত্রের কথা লইয়া ৩ প্রসঙ্গ করিলেন, অর্থ খুলিয়া দিলেন, দেখাইলেন যে, খ্রষ্টের মৃত্যুভোগ ও মৃতগণের মধ্য হইতে পুনরুত্থান করা আবশ্যক ছিল, এবং এই যে যীশুকে আমি তোমাদের কাছে প্রচার করিতেছি, তিনিই সেই খ্ৰীষ্ট । ৪ তাহাতে তাহদের মধ্যে কএক জন প্রত্যয় করিল, এবং পৌলের ও সালের সহিত যোগ দিল ; আর ভক্ত গ্রীকদিগের মধ্যে বিস্তর লোক ও অনেকগুলি প্রধান ৫ মহিলা তাহদের সহিত যোগ দিলেন । কিন্তু যিহুদীরা ঈৰ্ষাপরবশ হইয়া, বাজারের কএক জন দুষ্ট লোককে সঙ্গে লইয়া, জনতা করিয়া নগরে গোলযোগ বাধাইয়া দিল, এবং যাসোনের বাটী আক্রমণ করিয়া লোকদের ৬ কাছে আনিবার জন্য র্তাহীদের অন্বেষণ করিল। কিন্তু তাহাদিগকে না পাওয়াতে তাহারা যাসোন এবং ক এক ভ্রাতাকে নগরাধ্যক্ষদের সম্মুখে টানিয়া লইয়া গেল, চেচাইয়া বলিতে লাগিল, এই যে লোকের জগৎসংসারকে লণ্ডভণ্ড করিয়া ফেলিয়াছে, ইহার এ স্থানেও উপস্থিত হইল : যাসোন ইহাদের আতিথা করিয়াছে ; আর ইহারা সকলে কৈসরের বিধিকলাপের বিরুদ্ধাচরণ করে, বলে, যীশু নামে আর এক জন রাজা আছেন। ৮ এই সকল কথা শুনাচয় তাহারা জনতাকে ও নগরাধ্যক্ষদিগকে উদ্বিগ্ন করিয়া তুলিল। তখন তাহার যাসোনের ও আর সকলের জামিন লইয়া তাহাদিগকে ছাড়িয়া দিলেন । ১• পরে ভ্রাতৃগণ অবিলম্বে পৌলকে ও সীলকে রাত্রিযোগে বিরয়াতে পাঠাইয়া দিলেন । তথায় উপস্থিত হইয় তাহারা যিহুদীদের সমাজ-গৃহে গমন করিলেন। ১১ থিষলনীকীর যিহুদীদের অপেক্ষ ইহারা ভদ্র ছিল ; কেননা ইহারা সম্পূর্ণ আগ্রহপূর্বক বাক্য গ্রহণ করিল, প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করিতে লাগিল, এ সকল ১২ বাস্তবিকই এইরূপ কি না । অতএব তাহদের মধ্যে অনেকে, এবং গ্রীকদিগের মধ্যেও অনেক সস্ত্রান্ত মহিলা ১৩ ও পুরুষ, বিশ্বাস করিলেন। কিন্তু থিষলনীকার যিহুদীরা যখন জানিতে পাইল যে, বিরয়াতেও পেীলকর্তৃক ঈশ্বরের বাক্য প্রচারিত হইয়াছে, তখন তাহারা সেখানেও আসিয়া লোকসমূহকে অস্থির ও উদ্বিগ্ন ১৪ করিয়া তুলিতে লাগিল। তখন ভ্রাতৃগণ অবিলম্বে পৌলকে সমুদ্র পর্য্যন্ত যাইবার জন্ত প্রেরণ করিলেন : ১৫ আর সীল ও তীমথিয় সেখানে রহিলেন । আর যাহারা পোলকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিল, তাহারা তাহাকে আর্থীনী পয্যন্ত লইয়া গেল ; পরে, তোমরা সীলকে ও তীমথিয়কে অতি সত্বর আমার কাছে আসিতে বলিবে, এই আজ্ঞা পাইয় প্রস্থান করিল। অণগীনীতে সুসমাচার-প্রচণর । পৌল যখন তাহদের অপেক্ষায় আর্থীনীতে ছিলেন, তখন সেই নগর প্রতিমাতে পরিপূর্ণ দেখিয় তাহার ১৭ অন্তরে তাহার আত্ম । উত্তপ্ত হইয়া উঠিল। অতএব তিনি ఫి SU 134