পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& ) ; )-రిe | ] RS তাহাদের নিকট হইতে কষ্টে বিদায় লইয়া, জাহাজ খুলিয়া দিয়া, আমরা সোজা পথে কো দ্বীপে আসিলাম, পর দিন রোদঃ দ্বীপে, এবং তথা ২ হইতে পাতারায় উপস্থিত হইলাম। আর এমন একখানি জাহাজ পাইলাম, যাহা পার হইয়া ফৈনীকিয়ায় ৩ যাইবে, আমরা তাহাতে উঠিয়া যাত্রা করিলাম। পরে কুপ্র দ্বীপ দেখা দিলে তাহ বামদিকে ফেলিয়া আমরা স্বরিয়া দেশে গিয়া সোরে নামিলাম ; কেননা সেখানে ৪ জাহাজের মাল ফেলিতে হইল । আর তথাকার শিষ্যগণের সন্ধান করিয়া আমরা সাত দিন তথায় অবস্থিতি করিলাম ; ইহারা আত্মার দ্বারা পোলকে ৫ বলিলেন, যেন তিনি যিরশালেমে না যান। সেই ক এক দিন যাপন করিলে পর আমরা বাহির হইয়া যাত্র করিলাম, তখন তাহারা সকলে স্ত্রী পুত্ৰ লইয়া নগরের বাহির পর্য্যন্ত আমাদিগকে রাখিয়া যাইতে আসিলেন ; তথায় সমুদ্র তীরে হাটু পাতিয়া আমরা প্রার্থনাপূৰ্ব্বক ৬ পরস্পর বিদায় গ্রহণ করিলাম ; পরে আমরা জাহাজে উঠিলাম, ও তাহারা স্বস্থানে ফিরিয়া গেলেন । ৭ পরে সোর ছাড়িয়া আমরা জলযাত্র শেষ করিয়া তলিমায়িতে উপস্থিত হইলাম, এবং ভ্রাতৃগণকে মঙ্গল৮ বাদ করিয়া এক দিন তাহীদের সঙ্গে রহিলাম। পরদিন আমরা প্রস্থান করিয়া কৈসরিয়াতে আসিলাম, এবং সুসমাচার-প্রচারক ফিলিপ, যিনি সেই সাত জনের এক জন, তাহার বাটতে প্রবেশ করিয়া ৯ তাহার সঙ্গে অবস্থিতি করিলাম। সেই ব্যক্তির চরিটা কুমারী কস্তা ছিলেন, তাহারা ভাববাণী বলিতেন । ১০ সেই স্থানে আমরা অনেক দিন অবস্থিতি করিলে যিছুদিয়া হইতে আগাব নামে এক জন ভাববাদী ১১ উপস্থিত হইলেন । আর তিনি আমাদের নিকটে আসিয়া পোলের কটিবন্ধন লইয়া আপনার হাত পা বাধিয়া কহিলেন, পবিত্র আত্মা এই কথা কহিতেছেন, যে ব্যক্তির এই কটিবন্ধন, তাহাকে যিহুদীরা যিরশালেমে এইরূপে বাধিবে, এবং পরজাতীয়দের হস্তে সমর্পণ ১২ করিবে । ইহা শুনিয়া তথাকার ভ্রাতৃগণ ও আমরা পৌলকে বিনতি করিলাম, যেন তিনি যিরশালেমে না ১৩ যান। তখন পৌল উত্তর করিলেন, তোমরা এ কি করিতেছ ? ক্ৰন্দন করিয়া আমার হৃদয় চূর্ণ করিতেছ ? কারণ আমি প্রভু যীশুর নামের নিমিত্ত যিরশালেমে কেবল বদ্ধ হইতে, তাহা নয়, বরং মরিতেও প্রস্তুত ১৪ আছি। এইরূপে তিনি আমাদের কথা শুনিতে অসন্মত হইলে আমরা ক্ষান্ত হইলাম, বলিলাম, প্রভুরই ইচ্ছা সিদ্ধ হউক । যিরশালেমে পোল শৃঙ্খলে বদ্ধ হন । ১৫ এই সকল দিনের শেষে আমরা জিনিষপত্র গুছাইয়৷ ১৬ লইয়া যিরশালেমে যাত্রা করিলাম। আর কৈসরিয়া হইতে কএক জন শিষ্য আমাদের সঙ্গে চলিলেন, তাহার কুপ্র দ্বীপের মাসোন নামক এক জনকে সঙ্গে প্রেরিত । > ○> করিয়া আনিলেন, ইনি এক জন আদিম শিষ্য, ইহারই বাটীতে আমাদের অতিথি হইবার কথা । ১৭ যিরশালেমে উপস্থিত হইলে পর ভ্রাতৃগণ সানন্দে ১৮ আমাদিগকে গ্রহণ করিলেন। পরদিন পৌল আমাদের সহিত যাকোবের বাটতে প্রবেশ করিলেন ; তথায় ১৯ প্রাচীনবর্গ সকলে উপস্থিত হইলেন। পরে তিনি তাহাদিগকে মঙ্গলবাদ করিয়া, ঈশ্বর তাহার পরিচর্য্যা দ্বারা পরজাতিগণের মধ্যে যে সকল কাৰ্য্য সাধন করিয়াছিলেন, তাহার বৃত্তান্ত এক একটা করিয়া তাহাদিগকে জানাইলেন। আর তাহা শুনিয় তাহার ঈশ্বরের গৌরব করিলেন, এবং তাহাকে বলিলেন, ভ্রাতঃ, তুমি দেখিতেছ, যিহুদীদের মধ্যে কত সহস্ৰ লোক বিশ্বাসী হইয়াছে, আর তাহারা সকলে ব্যবস্থার পক্ষে উদযোগী। আর তোমার বিষয়ে তাহারা এই সংবাদ পাইয়াছে যে, তুমি পরজাতীয়দের মধ্যে প্রবাসী সমস্ত যিহুদীকে মোশির পথ পরিত্যাগ করিতে শিক্ষা দিয়া থাক, বলিয়া থাক, যেন তাহারা শিশুদের ২২ ত্বকছেদ না করে ও যথারীতি না চলে। অতএব এখন কি করা যায় ? তাহারা ত শুনিতে পাইবেই যে, তুমি ২৩ আসিয়াছ । অতএব আমরা তোমাকে যাহা বলি, তাহাই কর। আমাদের এমন চারি জন পুরুষ আছে, ২৪ যাহারা মানত করিয়াছে ; তুমি তাহাদিগকে লইয়৷ তাহাদের সহিত আপনাকেও শুচি কর, এবং তাহদের মস্তক মুণ্ডনের জন্য ব্যয় কর । * তাহা করিলে সকলে জানিবে, তোমার বিষয়ে যে সকল সংবাদ উহার পাইয়াছে, সে কিছু নয়, বরং তুমি নিজেও ব্যবস্থা২৫ পালন করিয়া যথানিয়মে চলিতেছ। কিন্তু যে পরজাতীয়েরা বিশ্বাসী হইয়াছে, তাহদের বিষয়ে আমরা বিচার করিয়া লিখিয়াছি যে, প্রতিমার প্রসাদ, রক্ত, গল। টিপিয়া মারা প্রাণীর মাংস এবং ব্যভিচার, এই সকল হইতে যেন তাহারা আপনাদিগকে রক্ষা করে। তখন পেীল সেই কএক জনকে লইয়া পরদিন তাহাদের সহিত শুচি হইয়া ধৰ্ম্মধামে প্রবেশ করিলেন, এবং তাহীদের প্রত্যেকের নিমিত্ত নৈবেদা উৎসর্গ করা পৰ্য্যন্ত শুচীকরণ কায্যে কত দিন লাগিবে, তাহ জানাইলেন । আর সেই সাত দিন প্রায় সমাপ্ত হইলে আশিয়া দেশের যিহুদীরা ধৰ্ম্মধামের মধ্যে র্তাহার দেখা পাইয়া সমস্ত জনতাকে উত্তেজিত করিয়া তুলিল, এবং তাহাকে ২৮ ধরিয়া চেচাইয়া বলিতে লাগিল, “ হে ইস্রায়েল-লোক সকল, সাহায্য কর ; এ সেই ব্যক্তি, যে সৰ্ববত্র সকলকে আমাদের জাতির ও ব্যবস্থার এবং এই স্থানের বিরুদ্ধে শিক্ষা দেয় ; আবার এ গ্রীকদিগকেও ধৰ্ম্মধামের মধ্যে আনিয়াছে, এই পবিত্র স্থান অপবিত্র করিয়াছে।’ ২৯ কারণ তাহারা পূবেব নগরের মধ্যে ইফিষীয় ত্রফিমকে পোলের সঙ্গে দেখিয়াছিল, মনে করিয়াছিল, পৌল ৩• তাহাকে ধৰ্ম্মধামের মধ্যে আনিয়া থাকিবেন। তখন 岑、 গণনাপুস্তক ৬ ১-২১ । ૨ ૦

  • >

ミや 있영 139