পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У 8 o সমুদয় নগর উত্তেজিত হইয়া উঠিল, লোকের দৌড়িয়৷ আসিল, এবং পৌলকে ধরিয়া ধৰ্ম্মধামের বাহিরে টানিয়া লইয়া গেল, আর অমনি দ্বার সকল রুদ্ধ করা ৩১ হইল। এইরূপে তাহারা তাহাকে বধ করিতে চেষ্ট। করিলে সৈন্যদলের সহস্রপতির কাছে এই সংবাদ আসিল যে, সমুদয় যিরশালেমে গণ্ডগোল উপস্থিত। অমনি তিনি সেনাদিগকে ও শতপতিদিগকে সঙ্গে ৩২ লইয়া তাহদের নিকটে দৌড়িয়া আসিলেন ; তাহাতে লোকেরা সহস্ৰপতিকে ও সেনাদিগকে দেখিতে পাইয়া ৩৩ পোলকে প্রহার করিতে নিবৃত্ত হইল। তখন সহস্ৰপতি নিকটে আসিয়া তাহাকে ধরিলেন, ও দুই শৃঙ্খলে বাধিতে আজ্ঞা দিলেন, এবং জিজ্ঞাসা করিলেন, এ ৩৪ কে, আর, এ কি করিয়াছে ? তাহাতে জনতার মধ্যে | চেচাইয়া কেহ কেহ এক প্রকার, কেহ কেহ অন্য প্রকার কথা কহিল ; আর তিনি কোলাহল প্রযুক্ত কিছুই নিশ্চয় করিতে না পারাতে তাহাকে দুর্গে ৩৫ লইয়া যাইতে আজ্ঞা দিলেন। তখন সোপানের উপরে উপস্থিত হইলে জনতার চণ্ডত প্রযুক্ত সেনারা পোলকে ৩৬ বহন করিতে লাগিল ; কেননা লোকের ভিড় পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল, আর উচ্চৈঃস্বরে বলিতেছিল, উহাকে দূর কর । ৩৭ তাহার পৌলকে দুর্গের ভিতরে লইয়। যাইতে উদ্যত হইলে পোল সহস্ৰপতিকে কহিলেন, আপন৩৮ কার কাছে কি কিছু বলিতে পারি ? তিনি কহিলেন, তুমি কি গ্ৰীক জান ? তবে তুমি কি সেই মিশ্রীয় নহ, যে ইহার পূর্বে উপপ্লব করিয়াছিল, ও গুপ্তহন্তাদের মধ্যে চারি সহস্ৰ জনকে সঙ্গে করিয়া ৩৯ প্রান্তরে গিয়াছিল ? তখন পৌল কহিলেন, আমি বিহুদী, কিলিকিয়াস্থ তীর্ষের লোক, সামান্য নগরের পৌর নহি ; আপনাকে বিনতি করি, লোকদের নিকটে আমাকে কথা বলিতে অনুমতি দিউন । ৪• আর তিনি অনুমতি দিলে পোল সোপানের উপরে দ্বাড়াইয়া লোকদের দিকে হস্ত দ্বারা ইঙ্গিত করিলেন ; তখন সকলে নিস্তব্ধ হইলে তিনি তাহাদিগকে ইব্রীয় ভাষায় বলিতে লাগিলেন, পোলের বক্তৃত। & २ ভ্রাতারা ও পিতারা, আমি এক্ষণে আপনাদের কাছে আত্মপক্ষ সমর্থন করিতেছি, শ্রবন করুন । ২ তখন তিনি ইব্রীয় ভাষায় তাহদের কাছে কথা কহিতেছেন শুনিয়া তাহারা আরও শান্ত হইল । পরে তিনি কহিলেন, আমি যিহদী, কিলিকিয়ার তীর্ষ নগরে আমার জন্ম ; কিন্তু এই নগরে গমলীয়েলের চরণে মানুষ হইয়াছি, পৈতৃক ব্যবস্থার সূক্ষ্ম নিয়মানুসারে শিক্ষিত হইয়াছি ; আর আপনার সকলে অদ্যাপি যেমন আছেন, তেমনি আমিও ঈশ্বরের পক্ষে উদ্যোগী ৪ ছিলাম। আমি প্রাণনাশ পর্য্যন্ত এই পথের প্রতি উপদ্রব করিতাম, পুরুষ ও স্ত্রীলোকদিগকে বাধিয়া 140 প্রেরিত । [ ९ ४ ; ००- १ १ ; २० ।। ৫ কারাগারে সমর্পণ করিতাম। এ বিষয়ে মহাযাজক ও সমস্ত প্রাচীনবর্গও আমার সাক্ষী : তাহদের নিকট হইতে আমি ভ্রাতৃগণের সমীপে পত্র লইয়া, দন্মেশকে যাত্রা করিয়াছিলাম ; যাহারা তথায় ছিল, তাহাদিগকেও বাধিয়া যিরশালেমে আনিবার জন্য গিয়াছিলাম, ৬ যেন তাহদের দণ্ড হয়। আর যাইতে যাইতে দন্মেশকের নিকটে উপস্থিত হইলে বেলা দুই প্রহরের সময়ে হঠাৎ আকাশ হইতে মহা আলোক আমার ৭ চারিদিকে চমকিয় উঠিল । তাহাতে আমি ভূমিতে পড়িয়া গেলাম, ও শুনিলাম, এক বাণী আমাকে বলিতেছে, শোল, শোল, কেন আমাকে তাড়ন করিতেছ ? ৮ আমি উত্তর করিলাম, প্রভু, আপনি কে ? তিনি আমাকে কহিলেন, আমি নাসরতীয় যীশু, যাহাকে ন তুমি তাড়না করিতেছ। আর যাহারা আমার সঙ্গে ছিল, তাহারা সেই আলোক দেখিতে পাইল বটে, কিন্তু বিনি আমার সহিত কথা কহিতেছিলেন, ১০ তাহার বাণী শুনিতে পাইল না। পরে আমি বলিলাম, প্রভু, আমি কি করিব ? প্রভু আমাকে কহিলেন, উঠিয়া দম্মেশকে যাও, তোমাকে যাহা যাহা করিতে হইবে বলিয়া নিরূপিত আছে, সে সমস্ত সেখানেই ১১ তোমাকে বলা যাইবে । পরে আমি সেই আলোকের তেজে দৃষ্টিহীন হওয়াতে আমার সঙ্গীর হাত ধরিয়া আমাকে লইয়া চলিল, আর আমি দম্মেশকে উপস্থিত ১২ হইলাম। পরে অনfনয় নামে এক ব্যক্তি, যিনি ব্যবস্থা অনুসারে ভক্ত, এবং তত্রনিবাসী সমুদয় যিহুদীর ১৩ কাছে মুখ্যাতিপন্ন ছিলেন, তিনি আমার নিকটে আসিয়া পার্থে দাড়াইয়া কহিলেন, ভ্রাতঃ শেল, দৃষ্টিপ্রাপ্ত হও ; তাহাতে আমি সেই দণ্ডেই তাহার প্রতি ১৪ দৃষ্টিপাত করিলাম। পরে তিনি কহিলেন, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাকে নিযুক্ত করিয়াছেন, যেন তুমি তাহার ইচ্ছা জ্ঞাত হও, এবং সেই ধৰ্ম্মময়কে ১৫ দেখিতে ও তাহার মুখের বাণী শুনিতে পাও ; কারণ তুমি যাহা যাহা দেখিয়াছ ও শুনিয়াছ, সেই বিষয়ে ১৬ সকল মনুষ্যের নিকটে তাহার সাক্ষী হইবে। আর এখন কেন বিলম্ব করিতেছ ? উঠ, তাহার নামে ডাকিয়া বাপ্তাইজিত হও, ও তোমার পাপ ধুইয়৷ ১৭ ফেল । তাহার পরে আমি যিরশালেমে ফিরিয়া আসিয়া এক দিন ধৰ্ম্মধামে প্রার্থনা করিতেছিলাম, এমন সময়ে ১৮ অভিভূত হইয় তাহাকে দেখিলাম, তিনি আমাকে কহিলেন, ত্বর কর, শীঘ্ৰ যিরশালেম হইতে বাহির হও, কেননা এই লোকেরা আমার বিষয়ে তোমার ১৯ সাক্ষা গ্রাহ করিবে না। আমি কহিলাম, প্রভু, তাহারা ত জানে যে, যাহারা তোমাতে বিশ্বাস করিত, আমি প্রতি সমাজ-গৃহে তাহাদিগকে কারাবন্ধ করিতাম ও ২০ প্রহার করিতাম ; আর যখন তোমার সাক্ষী স্তিফানের রক্তপাত হয়, তখন আমি আপনি নিকটে দাড়াইয়। সন্মতি দিতেছিলাম, ও যাহারা তাহাকে বধ করিতে২১ ছিল, তাহদের বস্ত্র রক্ষা করিতেছিলাম। তিনি