পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*、*、; R*ー*○ ; >レI] আমাকে কহিলেন, প্রস্থান কর, কেননা আমি তোমাকে দূরে পরজাতিগণের কাছে প্রেরণ করিব। যিছুদীরা যিব্ধশালেযে পেলিকে বধ করিতে চেষ্টা করে । লোকেরা এই পৰ্য্যন্ত তাহার কথা শুনিল, পরে উচ্চৈঃস্বরে কহিল, উহাকে পৃথিবী হইতে দূর করিয়া দেও, উহার বাচিয়া থাকা ত উচিত হয় নাই । ২৩ পরে তাহার চেচাইয়া বস্ত্র ফেলিয়া দিয়া আকাশে ২৪ ধূলি উড়াইতে লাগিল ; তাহাতে সহস্ৰপতি পোলকে দুর্গের ভিতরে লইয়া যাইবার আজ্ঞা দিলেন, এবং বলিলেন, কোড়া প্রহার দ্বারা ইহার পরীক্ষা করিতে হইবে, যেন তিনি জানিতে পারেন, লোকে কি দোষ ২৫ দিয়া তাহার বিরুদ্ধে এরূপ চেচাইতেছে। পরে যখন তাহারা কশা দিয়া তাহাকে বাধিল, তখন, যে শতপতি নিকটে দাড়াইয়াছিলেন, পোল তাহাকে কহিলেন, যে ব্যক্তি রোমীয়, এবং বিচারে দোধীকৃত হয় নাই, তাহাকে ২৬ কোড়া প্রহার করা কি আপনাদের পক্ষে বিধেয় ? ইহ শুনিয়| সেই শতপতি সহস্রপতির নিকটে গিয়া তাহাকে কহিলেন, আপনি কি করিতে উদ্যত ২৭ হইয়াছেন ? এ ব্যক্তি যে রোমীয়। তাহাতে সহস্রপতি নিকটে গিয়া তাহাকে কহিলেন, বল দেখি, তুমি কি ২৮ রোমীয় ? তিনি কহিলেন, ই । সহস্ৰপতি উত্তর করিলেন, এই পৌরাধিকার আমি বহু অর্থ দিয়া ক্রয় করিয়াছি। পৌল কহিলেন, কিন্তু আমি ২৯ জন্মের দ্বারাই রোমীয়। অতএব যাহারা তাহার পরীক্ষা করিতে উদ্যত ছিল, তাহারা তখনই তাহার নিকট হইতে চলিয়া গেল ; আর তিনি যে রোমীয়, তাহা জানিয়া, ও তাঁহাকে বাধিয়াছিলেন বলিয়া, সহস্রপতিও ভীত হইলেন । ৩• কিন্তু পরদিন, যিহুদীরা তাহার উপর কি জন্য দোষরোপ করিতেছে, তাহ নিশ্চয় করিবার মানসে সহস্ৰপতি তাহাকে মুক্ত করিলেন, ও প্রধান যাজকগণ ও সমস্ত মহাসভাকে একত্র হইতে আজ্ঞা দিলেন, এবং পেলিকে নামাইয় তাহদের নিকটে উপস্থিত করিলেন। । ১৩ আর পৌল মহাসভার দিকে একবৃন্থে চাহিয়৷ SM কহিলেন, হে ভ্রাতৃগণ, অদ্য পর্যান্ত আঁমি সৰ্ব্ববিষয়ে সৎসংবেদে ঈশ্বরের প্রজারূপে আচরণ করিয়৷ ২ আসিতেছি । তখন অননিয় মহাযাজক, যাহার নিকটে দাড়াইয়াছিল, তাহাদিগকে আজ্ঞা দিলেন, ৩ যেন তাহার মুখে আঘাত করে। তখন পৌল তাহাকে কহিলেন, হে শুক্লীকৃত ভিত্তি, ঈশ্বর তোমাকে আঘাত করিবেন ; তুমি ব্যবস্থা অনুসারে আমার বিচার করিতে বসিয়াছ, আর ব্যবস্থার বিপরীতে ৪ আমাকে আঘাত করিতে আজ্ঞা দিতেছ ? তাহতে যাহারা নিকটে দাড়াইয়াছিল, তাহারা কহিল, তুমি কি ঈশ্বরের মহাযাজককে কচুবাক্য কহিতেছ ? ২২ প্রেরিত । S 8 o' ৫ পৌল কহিলেন, হে ভ্রাতৃগণ, আমি জানিতাম না যে, উনি মহাযাজক ; কেননা লিখিত আছে, “তুমি স্বজাতীয় লোকদের অধ্যক্ষকে দুৰ্ব্বাক্য বলিও না।” • ৬ কিন্তু পৌল যখন বুঝিতে পারিলেন যে, তাহদের একাংশ সদকী ও একাংশ ফরাশী, তখন মহাসভার মধ্যে উচ্চৈঃস্বরে কহিলেন, হে ভ্রাতৃগণ, আমি ফরাশী এবং ফরাশীদের সন্তান ; মৃতদের প্রত্যাশা ও পুনরুত্থান ৭ সম্বন্ধে আমার বিচার হইতেছে । তিনি এই কথা বলিতে না বলিতে ফরাশী ও সদকীদের মধ্যে বিরোধ উৎপন্ন হইল, সভার মধ্যে দুই দল হইয়া উঠিল। ৮ কারণ সদৃকীরা বলে, পুনরুত্থান নাই, স্বর্গদূত বা আত্ম৷ ৯ নাই ; কিন্তু ফরাশীরা উভয়ই স্বীকার করে। তখন মহাকোলাহল হইল, এবং ফরাশী পক্ষীয় অধ্যাপকদের মধ্যে কএক জন লোক উঠিয় দাড়াইয়া বাগযুদ্ধ করিয়া বলিতে লাগিল, আমরা এই ব্যক্তির কোন দোষ দেখিতে পাই না ; কোন আত্মা কিম্বা কোন দূত যদি ইহার সহিত কথা কহিয়াই থাকেন, তবে কি ? ১• এইরূপে ভারী বিরোধ হইলে, পাছে তাহার পৌলকে খণ্ড খণ্ড করিয়া ছিড়িয়া ফেলে, এই ভয়ে সহস্রপতি আজ্ঞা দিলেন, সৈন্যদল নামিয়া গিয়া তাহদের মধ্য ১১ হইতে পৌলকে কাড়িয়া দুর্গে লইয়া যাউক । পর রাত্রিতে প্ৰভু পৌলের নিকটে দাড়াইয়া কহিলেন, সাহস কর, কেননা আমার বিষয়ে যেমন ফিরশালেমে সাক্ষ্য দিয়াছ, তদ্রুপ রোমেও দিতে হইবে। ১২ দিন হইলে যিহুদীরা যড়যন্ত্র করিয়া আপনাদিগকে এক অভিশাপে আবদ্ধ করিল, বলিল, আমরা যে পৰ্য্যন্ত পৌলকে বধ না করিব, সে পর্যান্ত ভোজন কি ১৩ পান করিব না । চল্লিশ জনের অধিক লোক একসঙ্গে শপথ করিয়া এই প্রকারে চক্রান্ত করিল। ১৪ তাহারা প্রধান যাজকদের ও প্রাচীনবর্গের নিকটে গিয়া কহিল, আমরা এক মহা অভিশাপে আপনাদিগকে আবদ্ধ করিয়াছি, যে পৰ্য্যন্ত পোলকে বধ না করিব, সে পৰ্য্যন্ত কিছুরই স্বাদ গ্রহণ করিব না। ১৫ অতএব আপনারা এখন মহাসভার সহিত সহস্রপতির কাছে এই আবেদন করুন, যেন তিনি আপনাদের কাছে তাহাকে নামাইয়া আনিয়া দেন, বলুন যে, আপনার আরও সূক্ষ্মরূপে তাহার বিষয়ে বিচার করিতে উদ্যত হইয়াছেন ; আর সে নিকটে উপস্থিত হইবার পূৰ্ব্বেই ১৬ আমরা তাহাকে বধ করিতে প্রস্তুত রহিলাম। কিন্তু পোলের ভাগিনেয় তাহদের এই ঘাটি বসাইবার কথা শুনিতে পাইয়৷ চলিয়া গিয়া দুর্গমধ্যে প্রবেশ করিয়৷ ১৭ পৌলকে জানাইল । তাহাতে পৌল এক জন শতপতিকে কাছে ডাকিয় কহিলেন, সহস্রপতির নিকটে এই যুবাকে লইয়া যাডন ; কারণ তাহার কাছে ইহার ১৮ কিছু বলিবার আছে। তাহাতে তিনি তাহাকে সঙ্গে লইয়া সহস্রপতির নিকটে গিয়া কহিলেন, বন্দি পৌল আমাকে কাছে ডাকিয়া আপনার নিকটে এই 奪 যাত্রণপুস্তক ২ ২ Rb I 141