পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8 ; >२-४ G ; २० 1] “প্ৰভু কহিতেছেন, আমার জীবনের দিব্য, আমার কাছে প্রত্যেক জানু পাতিত হইবে, এবং প্রত্যেক জিহা ঈশ্বরের গৌরব স্বীকার করিবে I* * ১২ জুতরাং আমাদের প্রত্যেক জনকে ঈশ্বরের কাছে আপন আপন নিকাশ দিতে হইবে। অতএব, আইস, আমরা পরস্পর কেহ কাহারও বিচার আর না করি, বরং তোমরা এই বিচার কর যে, ভ্রাতার ব্যাঘাতজনক কি বিঘ্নজনক কিছু রাখা ১৪ অকৰ্ত্তব্য। আমি জানি, এবং প্রভূ যীশুতে নিশ্চয় বুঝিয়াছি, কোন বস্তুই স্বভাবতঃ অপবিত্র নয় ; কিন্তু যে যাহা অপবিত্র জ্ঞান করে, তাহারই পক্ষে তাহ ১৫ অপবিত্র । বস্তুতঃ তোমার ভ্রাত। যদি খাদ্য সামগ্ৰী প্রযুক্ত দুঃখিত হয়, তবে তুমি আর প্রেমের নিয়মে চলিতেছ না । তোমার খাদ্য সামগ্রী দ্বারা তাহাকে নষ্ট ১৬ করিও না, যাহার নিমিত্ত খ্রীষ্ট মরিলেন । অতএব তোমাদের যাহা ভাল, তাহ নিন্দার বিষয় না হউক । ১৭ কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, কিন্তু ধাৰ্ম্মিকতা, ১৮ শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ । কেননা যে এ বিষয়ে খ্রষ্টের দাসত্ব করে, সে ঈশ্বরের প্রীতিপাত্র, এবং মনুষ্যদের কাছেও পরীক্ষণসিদ্ধ । অতএব যে যে বিষয় শান্তিজনক, ও যে যে বিষয়ের দ্বারা পরস্পরকে গাথিয়৷ তুলিতে পারি, আমরা সেই ২• সকলের অনুধাবন করি । খাদ্যের নিমিত্ত ঈশ্বরের কৰ্ম্ম ভাঙ্গিয় ফেলিও না। সকল বস্তুই শুচি বটে, কিন্তু যে ব্যক্তির যাহা ভোজন করিলে ব্যাঘাত জন্মে, তাহার ২১ পক্ষে তাহ মন্দ । মাংস ভক্ষণ বা দ্রীক্ষারস পান, অথবা যে কিছুতে তোমার ভ্রাতা ব্যাঘাত কি বিঘ্ন পায়, ২২ কি দুৰ্ব্বল হয়, এমন কিছুই না কর ভাল। তোমার যে বিশ্বাস আছে, তাহা আপনার কাছেই ঈশ্বরের সম্মুখে রাখ। ধষ্ঠ সেই ব্যক্তি, যে, যাহা গ্রাহ করে, ২৩ তাহাতে আপনার বিচার না করে । কিন্তু যাহার সন্দেহ আছে, সে যদি ভোজন করে, তবে সে দোষী সাব্যস্ত হইল, কারণ তাহার ভোজন বিশ্বাসমূলক নয় ; আর যাহা কিছু বিশ্বাসমূলক নয়, তাহাই পাপ । S(Q কিন্তু বলবানু যে আমর, আমাদের উচিত, যেন দুৰ্ব্বল্যদগের দুৰ্ব্বলতা বহন করি, আর చి > à রোমীয় । ২ আপনাদিগকে তুষ্ট না করি। আমাদের প্রত্যেক জন যাহা উত্তম, তাহার জন্য, গাথিয়৷ তুলিবার নিমিত্ত, | ও প্রতিবাসীকে তুষ্ট করুক। কারণ খ্ৰীষ্টও আপনাকে তুষ্ট করিলেন না, বর: যেমন লিখিত আছে, “যাহারা তোমাকে তিরস্কার করে, তাহীদের তিরস্কার আমার ৪ উপরে পড়িল ।” + কারণ পূৰ্ব্বকালে যাহা যাহা লিখিত হইয়াছিল, সে সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছিল, যেন শাস্ত্রমূলক ধৈৰ্য্য ও ు ( ఎ ৬ যীশুর অনুরূপে পরস্পর একমন হও, যেন তোমরা একচিত্তে এক মুখে আমাদের প্রভু যীশু খ্রষ্টের ঈশ্বরের ও পিতার গৌরব কর । যিছুদী ও পর জাতীয়দের প্রতি যীশু খ্রীষ্টের প্ৰেম । ৭ অতএব তোমরা এক জন অন্তকে গ্রহণ কর, যেমন খ্ৰীষ্ট তোমাদিগকে গ্রহণ করিলেন, ঈশ্বরের গৌরবের ৮ জন্ত । কেননা আমি বলি যে, ঈশ্বরের সত্যের জন্তই খ্ৰীষ্ট ত্বকছেদ সম্বন্ধীয় পরিচারক হইয়াছেন, যেন তিনি ৯ পিতৃপুরুষদিগকে দত্ত প্রতিজ্ঞ সকল স্থির করেন, এবং পরজাতীয়েরা যেন ঈশ্বরের দয়ার জন্তাই তাহার গৌরব করে ; যেমন লিখিত আছে, “এই জন্ত আমি জাতিগণের মধ্যে তোমার গৌরব স্বীকার করিব, তোমার নামের উদ্দেশে স্তোত্র গান করিব।” * ১০ আবার তিনি বলেন, “ জাতিগণ তাহার প্রজাদের সহিত হর্ষনাদ কর।” + ১১ আবার, “ সমস্ত জাতি, প্রভুর প্রশংসা কর, সমস্ত লোকবৃন্দ তাহার প্রশংসা করুক।” { ১২ আবার যিশাইয় বলেন, “যিশয়ের মূল থাকিবে, আর জাতিগণের উপরে কর্তৃত্ব করিতে এক জন দাড়াইবেন, তাহারই উপরে জাতিগণ প্রত্যাশা ১ ও রাখিবে।” $ প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপচিয়া পড়। উপসংহার। আর, হে আমার ভ্রাতৃগণ, আমি আপনিও তোমাদের বিষয়ে নিশ্চয় বুঝিতেছি যে, তোমরা আপনার মঙ্গলভাবে পূর্ণ, সমুদয় জ্ঞানে পরিপূর্ণ, পরস্পরকে ১৫ চেতনাপ্রদানেও সমর্থ। তথাপি তোমাদিগকে স্মরণ করাইয়া দিতেছি বলিয়া কঞকটা বিষয় অপেক্ষাকৃত সাহসপূর্বক লিখিলাম, কারণ ঈশ্বরকত্ত্বক আমাকে ১৬ এই অনুগ্রহ দত্ত হইয়াছে, যেন আমি পরজাতীয়দের নিকটে খ্ৰীষ্ট যীশুর সেবক হইয়া, ঈশ্বরের সুসমাচারের যাজকত্ব করি, যেন পরজাতীয়ের পবিত্র আত্মাতে ১৭ পবিত্রীকৃত উপহাররূপে গ্রাহ হয় । অতএব খ্ৰীষ্ট যীশুতে ঈশ্বরসম্বন্ধীয় বিষয়ে আমার শ্লাঘা করিবার ১৮ অধিকার আছে । কেননা আমি সে বিষয়ে একটী কথাও বলিতে সাহস করিব না, যাহা পরজাতীয়দিগকে আজ্ঞাবহ করণার্থে খ্রীষ্ট আমা দ্বারা সাধন করেন ১৯ নাই ; তিনি বাক্যে ও কায্যে, নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণের পরাক্রমে, পবিত্র আত্মার পরাক্রমে এইরূপ সাধন করিয়াছেন যে, যিরশালেম হইতে ইলুরিক। পৰ্য্যন্ত চারিদিকে আমি খ্রাষ্টের মুসমাচার সম্পূর্ণরূপে S 8 ৫ সান্তনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই । ধৈয্যের ও ২• প্রচার করিয়াছি। আর আমার লক্ষ্য এই, খ্রষ্টের সান্তনার ঈশ্বর এমন বর দিউন, যাহাতে তোমরা খ্ৰীষ্ট | * যিশ ৪৫ ; ২৩ ৷ + গীত ৬৯ ; ৯ । |

  • গীত ১৮ ; ৪৯ ।

I د ; ۹ د د قt :fh

  • দ্বিঃ ৩২ ; ৪৩ ৷

S যিশ ১১ , ১০ । 159