পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y S o নাম যে স্থানে কখনও উচ্চারিত হয় নাই, এমন স্থানে যেন মুসমাচার প্রচার করি, পরের স্থাপিত ভিত্তিমূলের ২১ উপরে যেন না গাথি ; কিন্তু যেমন লিখিত আছে, “ তাহার সংবাদ যাহাদিগকে দেওয়া যায় নাই, তাহারা দেখিতে পাইবে : এবং যাহারা শুনে নাই, তাহারা বুঝিবে ।” • ২২ এই কারণ বশতঃ আমি তোমাদের নিকটে যাইতে ২৩ অনেক বার নিবারিত হইয়া আসিয়াছি। কিন্তু এখন এই সকল অঞ্চলে আমার আর স্থান নাই, এবং অনেক বৎসর ধরিয়া আকাঙক্ষা করিয়া আসিতেছি যে, স্পেন দেশে যাইবার সময়ে তোমাদের ওখানে ২৪ যাইব ; কারণ আশা করি যে, যাইবার সময়ে তোমাদিগকে দেখিব, এবং প্রথমে তোমাদের সহবাসে কতক পরিমাণে তৃপ্ত হইলে তোমরা আমাকে সেখানে আগা২৫ ইয়া দিবে। কিন্তু এক্ষণে পবিত্রদিগের পরিচয্য করিতে ২৬ যিরশালেমে যাইতেছি। কারণ ফিরশালেমস্থ পবিত্রদিগের মধ্যে যাহার দীনহীন, তাহদের জন্ত মাকিদনিয়া ও আখীয়া দেশীয়ের প্রীত হইয়া সহভাগিতা২৭ সূচক কিছু চাদ সংগ্ৰহ করিয়াছে। বাস্তবিক তাহার প্রীত হইয়াই তাহা করিয়াছে, আর তাহারা উহাদের কাছে ঋণীও আছে ; কেনন। যখন পরজাতীয়ের আত্মিক বিষয়ে তাহীদের সহভাগী হইয়াছে তখন উহারাও সাংসারিক বিষয়ে তাহীদের সেবা করিবার ২৮ জন্ত ঋণী । অতএব সেই কৰ্ম্ম সম্পন্ন করিবার এবং মুদ্রাঙ্ক দিয়া সেই ফল তাহাদিগকে দিবার পর, আমি ২৯ তোমাদের নিকট দিয়া স্পেন দেশে গমন করিল। আর আমি জানি, যখন তোমাদের নিকটে আসিব, তখন খ্রষ্টের আশীৰ্ব্বাদের পূর্ণতায় আসিব । ভ্রাতৃগণ, আমাদের প্রভূ যীশু খ্রষ্ট্রের উপরোধে এবং আত্মার প্রেমের উপরোধে আমি তোমাদিগকে বিনতি করি, তোমরা ঈশ্বরের কাছে আমার নিমিত্ত প্রার্থনা ৩১ দ্বারা আমার সহিত প্রাণপণ কর, যেন আমি যিছুদিয়াস্থ অবাধ্য লোকদের হইতে রক্ষা পাই, এবং যিরশালেমের নিমিত্ত আমার যে পরিচর্য্য, তাহ যেন পবিত্রদিগের ৩২ নিকটে গ্রাহ হয় ; ঈশ্বরের ইচ্ছায় আমি যেন তোমাদের নিকটে আনন্দে উপস্থিত হইয়া তোমাদের ৩৩ সঙ্গে প্রাণ জুড়াইতে পারি। শান্তির ঈশ্বর তোমাদের সকলের সঙ্গে থাকুন। অ'মেন । S\b আমাদের ভগিনী, কিংক্রিয়াস্থ মণ্ডলীর পরিচারিক, ফৈবীর জষ্ঠ আমি তোমাদের কাছে ২ সুপারিষ করিতেছি, যেন তোমরা তাহাকে প্রভুতে, পবিত্ৰগণের যথাযোগ্য ভাবে, গ্রহণ কর, এবং কোন বিষয়ে তোমাদের হইতে যে উপকারে তাহার প্রয়োজন হইতে পারে, তাহ কর ; কেনন। তিনিও অনেকের, এবং আমার নিজেরও উপকারিণী হইয়াছেন । ভ্ৰাত ভগিনীদের প্রতি মঙ্গলবাদ । ৩ খ্রীষ্ট যীশুতে আমার সহকারী প্রিঙ্ক ও আকিলাকে

  • যিশ ৫২ : ১৫ ।

రిe রোমীয় । [ * G ; २४ – ४ ७ १ २२ ॥ ৪ মঙ্গলবাদ কর ; তাহারা আমার প্রাণের নিমিত্তে আপনাদের গ্রীবা পাতিয়া দিয়াছিলেন ; কেবল আমিই যে তাহাদের ধষ্ঠ্যবাদ করি, এমন নয়, কিন্তু ৫ পরজাতীয়দের সমুদয় মণ্ডলীও করে ; আর তাহীদের গৃহস্থিত মণ্ডলীকেও মঙ্গলবাদ কর । আমার প্রিয় ইপেনিত, যিনি খ্রীষ্ট্রের উদ্দেশে আশিয়া দেশের ৬ আফ্রিমাংশ, তাহাকে মঙ্গলবাদ কর । মরিয়ম, যিনি তোমাদের নিমিত্ত বহু পরিশ্রম করিয়াছেন, তাহাকে ৭ মঙ্গলবাদ কর । আমার স্বজাতীয় ও আমার সহ বন্দি আন্দ্রনীক ও যুনিয়কে মঙ্গলবাদ কর । তাহার প্রেরিতদের মধ্যে সুপরিচিত ও আমার পূর্বে খ্রষ্টের আশ্রিত ৮ হন । প্রভুতে আমার প্রিয় যে আমপ্লিয়াত, তাহাকে ৯ মঙ্গলবাদ কর । খ্রষ্টে আমাদের সহকারী উৰ্ব্বাণকে এবং আমার প্রিয় স্তাখুকে মঙ্গলবাদ কর । ১০ খ্রীষ্টে পরীক্ষণসিদ্ধ আপিল্লিকে মঙ্গলবাদ কর । ১১ আরিষ্টবুলের পরিজনগণকে মঙ্গলবাদ কর । আমার স্বজাতীয় হেরোদিয়োনকে মঙ্গলবাদ কর । নার্কিসের পরিজনবর্গের মধ্যে যাহারা প্রভুতে আছেন, তাহা১২ দিগকে মঙ্গলবাদ কর । ক্রফেণী ও ক্রফোষা, যাহার প্রভুতে পরিশ্রম করেন, তাহাদিগকে মঙ্গলবাদ কর । প্রিয় পর্যাঁ, যিনি প্রভুতে অত্যন্ত পরিশ্রম ১৩ করিয়াছেন, তাহাকে মঙ্গলবাদ কর । প্রভুতে মনোনীত রূফকে, আর তাহার মাতাকে –যিনি আমারও ১৪ মাতা—মঙ্গলবাদ কর। অম্বঙ্কিত, ফ্রিগোন, হৰ্ম্মি, পাত্রোবা, হৰ্ম্ম, এবং তাহীদের সঙ্গের ভ্রাতৃগণকে ১৫ মঙ্গলবাদ কর । ফিললগ ও যুলিয়া, নীfরয় ও তাহার ভগিনী এবং ওলুম্প, ও তাহাদের সঙ্গের সমস্ত পবিত্র ১৬ লোককে মঙ্গলবাদ কর । তোমরা পবিত্র চুম্বনে পরস্পর মঙ্গলবাদ কর । খ্রষ্টের সমস্ত মণ্ডলী তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছে । ভ্রাতৃগণ, আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে শিক্ষা পাইয়াছ, তাহার বিপরীতে যাহার দলাদলি ও বিঘ্ন জন্মায়, তাহাদিগকে চিনিয়া রাখ ১৮ ও তাহদের হইতে দূরে থাক। কেনন। এই প্রকার লোকের আমাদের প্রভু থ্রাষ্টের দাসত্ব করে না, কিন্তু আপন আপন উদরের দাসত্ব করে, এবং মধুর বাক্য ও স্তুতিবাদ দ্বারা সরল লোকদের মন ১৯ ভুলায় । কেননা তোমাদের আজ্ঞাবহতার কথা সকল লোকের নিকটে ব্যাপিয়াছে। অতএব তোমাদের জষ্ঠ্য আমি আনন্দ করিতেছি ; কিন্তু আমার ইচ্ছা এই যে, তোমরা উত্তম বিষয় বিজ্ঞ ও মন্দ বিষয়ে ২• অমায়িক হও । আর শাস্তির ঈশ্বর ত্বরায় শয়তানকে তোমাদের পদতলে দলিত কfরবেন। আমাদের প্রভূ যীশু খ্রষ্টের অনুগ্রহ তোমাদের সহবত্তী হউক । আমার সহকারী তমথিয় এবং আমার স্বজাতীয় লুকিয়, যাসোন ও সোর্ষিপাত্র তোমাদিগকে মঙ্গলবাদ ২২ করিতেছেন। এই পত্ৰলেখক আমি ভৰ্ত্তিয় প্রভুতে S a ス> 160