পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ | چلا و سه - وه او د ৬ আমার আশ্চৰ্য্য বোধ হইতেছে যে, খ্রষ্টের অনুগ্রহে যিনি তোমাদিগকে আহবান করিয়াছেন, তোমরা এত শীঘ্র তাহ হইতে অদ্যবিধ সুসমাচারের দিকে ৭ ফিরিয়া যাইতেছ। তাহ আর কোন সুসমাচার নয় ; কেবল এমন কতকগুলি লোক আছে, যাহার তোমাদিগকে অস্থির করে, এবং খ্রীষ্টের মুসমাচার ৮ বিকৃত করিতে চায়। কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি, তাহ ছাড়া অন্ত সুসমাচার যদি কেহ প্রচার করে,—আমরাই করি, কিম্বা স্বর্গ হইতে আগত কোন দূতই করুক,—তবে ৯ সে শাপগ্রস্ত হউক। আমরা পূৰ্ব্বে যেরূপ বলিয়াছি, তদ্রুপ আমি এখন আবার বলিতেছি ; তোমরা যাহা গ্রহণ করিয়াছ, তাহ ছাড়া আর কোন সুসমাচার যদি কেহ তোমাদের নিকটে প্রচার করে, তবে সে শাপগ্রস্ত হউক । আমি কি এখন মানুষকে লওয়াইতেছি না ঈশ্বরকে ? অথবা আমি কি মানুষকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিতেছি ? যদি এখনও মানুষকে সন্তুষ্ট করিতাম, তবে ১১ খ্রষ্টের দাস হইতাম না। কেননা, হে ভ্রাতৃগণ, আমার দ্বারা যে সুসমাচার প্রচারিত হইয়াছে, তাহার বিষয়ে তোমাদিগকে জানাইতেছি যে, তাহ মানুষের ১২ মতানুযায়ী নয়। কেননা আমি মানুষের কাছে তাহ। গ্রহণও করি নাই, এবং শিক্ষাও পাই নাই ; কিন্তু ১৩ যীশু খ্রীষ্টের প্রত্যাদেশ দ্বারা পাইয়াছি । তোমরা ত যিহুদী-ধৰ্ম্মে আমার পূর্ববকার আচার ব্যবহারের কথা শুনিয়াছ ; আমি ঈশ্বরের মণ্ডলীকে অতিমাত্র ১৪ তাড়না করিতাম ও তাহ উৎপাটন করিতাম : আর পরম্পরাগত পৈতৃক রীতিনীতি পালনে অতিশয় উদযোগ হওয়াতে আমার স্বজাতীয় সমবয়স্ক অনেক লোক অপেক্ষ যিহূদী-ধৰ্ম্মে উত্তর উত্তর অগ্রসর ১৫ হইতেছিলাম। কিন্তু যিনি আমাকে আমার মাতার গৰ্ত্ত হইতে পৃথক করিয়াছেন, এবং আপন অনুগ্রহ ১৬ দ্বারা আহবান করিয়াছেন, তিনি যখন আপন পুত্রকে আমাতে প্রকাশ করিবার সুবাসনা করিলেন, যেন আমি পরজাতিগণের মধ্যে র্তাহার বিষয়ে সুসমাচার প্রচার করি, তখন আমি ক্ষণমাত্রও ১৭ রক্তমাংসের সহিত পরামর্শ করিলাম না, এবং যিরশালেমে আমার পূর্বববত্তী প্রেরিতগণের কাছে গেলাম না, কিন্তু আরব দেশে চলিয়া গেলাম, পরে ১৮ দম্মুেশকে ফিরিয়া আসিলাম । তার পর তিন বৎসর গত হইলে কৈফণর সহিত পরিচিত হইবার নিমিত্তে যিরশালেমে গেলাম, এবং পনের দিন তাহার কাছে ১৯ রছিলাম। কিন্তু প্রেরিতগণের মধ্যে অস্ত্য কাহাকেও দেখিলাম না, কেবল প্রভুর ভ্রাতা যাকেবিকে ২০ দেখিলাম। এই যে সকল কথা তোমাদিগকে লিখিতেছি, দেখ, ঈশ্বরের সাক্ষাতে কহিতেছি, আমি ২১ মিথ্যা বলিতেছি না । তার পর আমি হরিয়ার ও ২২ কিলিকিয়ার অঞ্চলসমূহে গেলাম। আর তখনও আমি > 0 গালাতীয় । > アペー) যিছুদিয়াস্থ খ্ৰীষ্টশ্রিত মণ্ডলীগণের চক্ষুষ পরিচিত ২৩ ছিলাম না। তাহার কেবল শুনিতে পাইয়াছিল, যে ব্যক্তি পূৰ্ব্বে আমাদিগকে তাড়না করিত, সে এখন সেই বিশ্বাস বিষয়ক সুসমাচার প্রচার করিতেছে, যাহা ২৪ পূৰ্ব্বে উৎপাটন করত ; এবং আমার উপলক্ষে তাহার। ঈশ্বরের গৌরব করিতে লাগিল । २ পরে চৌদ্দ বৎসর গত হইলে আমি বার্ণবার সহিত পুনরায় যিরশালেমে গেলাম, তীতকেও ২ সঙ্গে লইলাম। আর প্রত্যাদেশক্রমে গমন করিলাম, এবং যে সুসমাচার পরজাতিগণের মধ্যে প্রচার করিয়া থাকি, তথাকার লোকদের কাছে তাহার ব্যাখ্যা করিলাম, কিন্তু যাহারা গণ্যমান্ত, তাহদের কাছে বিরলে করিলাম, পাছে { দেখা যায় যে ] আমি বৃথা ৩ দোঁড়িতেছি বা দৌড়িয়াছি । * এমন কি, তীত, যিনি আমার সঙ্গে ছিলেন, তিনি গ্রীক হইলেও র্তাহাকে ত্বকছেদ স্বীকার করিতে বাধা করা গেল না। ৪ গুপ্তরূপে আনীত সেই কএক জন ভক্ত ভ্রাতার জষ্ঠ্য এইরূপ হইল ; খ্ৰীষ্ট যীশুতে আমাদের যে স্বাধীনতা আছে, তাহার ছিদ্রান্বেষণ করিবার জন্ত তাহারা গুপ্তরূপে প্রবেশ করিয়াছিল, যেন আমা৫ দিগকে দাস করিয়া রাখিতে পারে । আমরা এক দণ্ডমাত্রও অধীনতা স্বীকার দ্বারা তাহদের বশবৰ্ত্তী হইলাম না, যেন সুসমাচারের সত্য তোমাদের নিকটে ৬ থাকে। আর যাহারা গণ্যমান্ত বলিয় খ্যাত— তাহার। কি প্রকার লোক ছিলেন, ইহাতে আমার কিছু আইসে যায় না, ঈশ্বর মনুষ্যের মুখাপেক্ষ করেন না—বস্তুতঃ সেই গণ্যমান্ত ব্যক্তির আমাকে ৭ কিছুই দেন নাই ; বরং পক্ষান্তরে যখন দেখিলেন, ছিন্নত্বকদের মধ্যে যেমন পিতরকে, তেমনি অচ্ছিন্নত্বকদের মধ্যে আমাকে সুসমাচারের ভার দত্ত হইয়াছে— ৮ কারণ ছিন্নত্বকদের কাছে প্রেরিতত্বকৰ্ম্মের নিমিত্তে যিনি পিতরে কার্যা সাধন করিলেন, তিনি পরজাতি৯ গণের নিমিত্তে আমাতেও কার্য্যসাধন করিলেন—যখন তাহার। আমাকে প্রদত্ত সেই অনুগ্রহ জ্ঞাত হইলেন, তখন যাকেণব, কৈফ ও যোহন—যাহারা স্তন্তরূপে মাস্থ্য—আমাকে ও বার্ণবাকে সহভাগিতার দক্ষিণ হস্ত দিলেন, যেন আমরা পরজাতিগণের কাছে যাই, ১০ আর তাহার ছিন্নত্বকদের কাছে যান ; কেবল চাহিলেন যেন আমরা দরিদ্রদিগকে স্মরণ করি ; আর তাহাই করিতে আমিও যত্নবান ছিলাম । বিশ্বাস দ্বারা পরিত্রাণ লাভ । কিন্তু কৈফ যখন আন্তিয়খিয়ায় আসিলেন, তখন আমি মুখের উপরেই তাহার প্রতিরোধ করিলাম, ১২ কারণ তিনি দোষী হইয়াছিলেন । ফলতঃ যাকোবের নিকট হইতে কএক জনের আসিবার পূৰ্ব্বে তিনি

  • ( বা ) করিলাম, [ বলিলাম ] আমি কি বৃথা দোঁড়িতেছি বা দোঁড়িয়াছি ?

Y > 183