পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レbア অবশিষ্ট রক্ত বেদির মূলে ঢালিয়া দেওয়া যাইবে ; ইহা ১০ পাপাখক বলি। পরে সে বিধিমতে দ্বিতীয়ট হোমার্থে উৎসর্গ করিবে ; এইরূপে যাজক তাহার কৃত পাপের জন্ত প্রায়শ্চিত্ত কfরবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে । আর সে যদি দুই ঘুঘু কিম্বা দুই কপোতশাবক অনিতেও অসমর্থ হয়, তবে তাহার কুত পাপের জন্ত তাহার উপহার বলিয়। ঐফার দশমাংশ সুজি পাপার্থক বলিরূপে আনবে ; তাহার উপরে তৈল দিবে না, ও কুন্দুরু রাখিবে না, কেনন। তাহ পাপার্থক বলি । ১২ পরে সে তাহ। ষাজকের নিকটে আনিলে যাজক তাহার স্মরণার্থক অংশ বলিয় তাহ হইতে এক মুষ্টি লইয় সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারের রীতি অনুসারে ১৩ বেদিতে দগ্ধ করিবে ; ইহা পাপার্থক বলি। যাজক এই সকলের মধ্যে তাহার কৃত কোন পাপের জন্ত প্রায়শ্চিত্ত করবে, তাহাতে তাহার পাপের ক্ষম হইবে : এবং [ অবশিষ্ট দ্রব্য ] ভক্ষ্য-নৈবেদ্যের মত যাজকের ङ्३८द । ১৪ পরে সদাপ্রভু মেশিকে কহিলেন, যদি কেহ সদা১৫ প্রভুর পবিত্র বস্তুর বিষয়ে প্রমাদবশতঃ সত্য লজন করিয়া পাপ করে, তবে সে সদাপ্রভুর নিকটে দোষীর্থক বলি আনিবে, পবিত্র স্থানের শেকল অনুসারে তোমার নিরূপিত পরিমাণে রৌপ্য দিয়া পাল হইতে এক নির্দেষ মেষ তানিয়া দোষার্থক বলি উপস্থিত ১৬ করিবে । আর সে পবিত্র বস্তুর বিষয়ে যে পাপ করিয়াছে, তাহার পরিশোধ করিবে, তদ্ভিন্ন পাচ ংশের এক অংশও দিবে, এবং যাজকের নিকটে তাহ আনিবে ; পরে যাজক সেই দোষাখক মেঘবলি দ্বার। তাহার জন্ত প্রায়শ্চিত্ত করবে, তাহাতে তাহার পাপের ক্ষম হইবে । ১৭ আর যদি কেহ সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোন কৰ্ম্ম করিয়া পাপ করে, তবে সে তাহ না জানিলেও ১৮ দোষী, সে আপন অপরাধ বহন করিবে । সে তোমার নিরূপিত মূল্য দিয়া পাল হইতে এক নির্দোষ মেষ আনিয়া দোষার্থক বলিরূপে যাজকের নিকটে উপস্থিত করবে, এবং সে প্রমাদবশতঃ অজ্ঞাতসারে যে দোষ করিয়াছে, যাজক তাহার জন্য প্রায়শ্চত্ত করিবে, ১৯ তাহাতে তাহার পাপের ক্ষম হইবে । ইহাই দোষার্থক বলি, সে অবশ্য সদাপ্রভুর কাছে দোষী । \b আর সদাপ্রভু মেশিকে কহিলেন, কেহ যদি পাপ করিয়া সদাপ্রভুর বিরুদ্ধে সত্য লজঘন করে, যদি গচ্ছত অথবা বন্ধকরূপে দত্ত কিম্বা অপহৃত বস্তুর বিধয়ে সজাতীয়ের কাছে মিথ্যা কথা কহে, ৩ কিম্ব সজাতায়ের প্রতি অন্যায় করে, কিম্ব হারণ দ্রব্য পাহয়৷ তদ্বষয়ে মিথ। কথা কহে ও মিথ্যা দিব্য করে, ইহার যে কোন কৰ্ম্ম দ্বার কোন ব্যক্ত তদ্বিধায় ৪ পাপ কর, যদি সে এরূপ পাপ করিয়া দোষী হহয়! থাকে, তবে সে যাই। সবলে হরণ করিয়াছে, অথব। > y লেবীয় পুস্তক । [ G ; >・ーや ; >レI অদ্যায় দ্বারা পাইয়াছে, কিম্ব যে গচ্ছিত বস্তু তাহার কাছে সমৰ্পিত হইয়াছে, কিম্বাসে যে হারাণ বস্তু পাইয়৷ ৫ রাগিয়াছে, যি স্ব যে কোন বিষয়ে সে মিথ্যা দিব্য করিয়াছে, সেই বস্তু সম্পূর্ণ ফিরাইয় দিবে, এবং তাহার পাচ অংশের এক অংশ অধিক ফিরাইয়া দিবে ; তাহার দোষ প্রকাশের দিবসে সে দ্রব্যস্বামীকে তাহা দিবে। ৬ আর সে সদাপ্রভুর নিকটে আপনার দোষাধক বলি উপস্থিত করিবে, ফলতঃ তোমার নিরূপিত মূল্য দিয়া পাল হইতে এক নির্দোষ মেধবলি দোষার্থে যাজকের ৭ নিকটে আনিবে। পরে যাজক সদাও ভুর সম্মুখে তাহার নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে ; তাহাতে যে কোন কৰ্ম্ম দ্বারা সে দোষী হইয়াছে, তাহার ক্ষম পাইবে। বিবিধ বলি বিষয়ক নিয়ম। ৮.৯ পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি হারোণ ও তাহার পুত্রগণকে এই আজ্ঞা কর । হোমের এই ব্যবস্থা ; হোম বলি ও ভাত পৰ্য্যন্ত সমস্ত রাত্রি বেদির অগ্নিকুণ্ডের উপরে থাকিবে, এবং বেদির অগ্নি প্রজ্বলিত • থাকিবে । আর যাজক নিজ গাত্রীয় মদীন-বস্ত্র পরিবে, ও মসীনা-বস্ত্রের জাজিয়া শরীরে পরিধান করিবে, এবং বেদির উপরে অগ্নকৃত হোমের যে ভস্ম আছে, ১১ তাই তুলিয়া বেদির পার্শ্বে রাখিবে। পরে সে আপনার বস্ত্র ত্যাগ করিয়া অন্ত বস্ত্র পরিধানপুৰ্ব্বক শিবিরের ১২ বাহিরে কোন শুচি স্থানে ভস্ম লহয়। যাইবে । আর বেদির উপরিস্থ অগ্নি ও জ্বলিত থাকিব, নিববাণ হইবে না ; যাজক প্রতিদিন প্রাতঃকালে তাহার উপরে কান্ত দিয়া জ্বলিবে, এবং তাহার উপরে হোমবলি সাজাইয়। দিবে, ও মঙ্গলার্থক বলির মেদ তাহাতে ১৩ দগ্ধ করবে। বেদির উপরে অগ্নি সৰ্ব্বদা জ্বালিয়৷ রাখিতে হইবে ; নির্ববাণ হইবে না। আর ভক্ষ্য-নৈবেদ্যের এই ব্যবস্থা ; হারোণের পুত্রগণ বেদির অগ্ৰে সদাপ্রভুর সম্মুখ তাই আনিবে। ১৫ পরে যাজক তাহা হইতে আপন মুষ্টি পূর্ণ করিয়া, . নৈবেদ্যের কিঞ্চিৎ স্বাজ ও কিঞ্চিৎ তৈল এবং নৈবেদ্যের উপরিস্থ সমস্ত কুন্দুরু লইয় তাহার স্মরণার্থক অংশরূপে সদাপ্রভুর উদেশে সৌরভর্থে বেদিতে দগ্ধ ১৬ করবে। আর হারাণ ও তাহার পুত্ৰগণ তাহার অবশষ্ট অংশ ভোজন করিবে ; বিনা তাড়ীতে কোন পবিত্র স্থানে তাহ ভোজন করিতে হইবে ; তাহার ১৭ সমাগম তাম্বুর প্রাঙ্গণে তাহ ভোজন করিবে। তাড়ীর সহিত তাহ পাক করা হইবে না । আমি আপনার অগ্নিকৃত উপহার হইতে তাহীদের প্রাপ্য অংশ বলিয়। তাহ দিলাম ; পাপাথক বলির ও দোষার্থক ১৮ বলির দ্যায় তাহা অতি পবিত্র । হারোণের সন্তানগণের মধ্যে সমস্ত পুরুষ তাই ভোজন করবে ; সদাপ্রভুর অগ্নিকুত উপহার হইতে ইহা পুরুষানুক্রমে চিরকাল তোমাদের অধিকার ; যে কেহ তাই স্পর্শ করিবে, তাহার পবিত্র হওয়া চাই । > 8 88