পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

থিষলনীকীয়দের প্রতি প্রেরিত পোলের দ্বিতীয় পত্র। মঙ্গলাচরণ। প্রভূ যীশুর দ্বিতীয় আগমনের বিষয় । S পোল, সীল ও তীমথিয়—আমাদের পিতা ঈশ্বরে ও প্রভু যীশু খ্রষ্টে স্থিত থিষলনীকীয়দের ২ মণ্ডলী সমীপে । পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্ৰীষ্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্ভুক। ৩ হে ভ্রাতৃগণ, আমরা তোমাদের নিমিত্ত সৰ্ব্বদ ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য ; আর তাহ করা উপযুক্ত, কেনন। তোমাদের বিশ্বাস আতিশয় বাড়িতেছে, এবং পরস্পরের প্রতি তোমাদের প্রত্যেক জনের প্রেম ৪ উপচিয়া পড়িতেছে। এই জন্য, তোমরা যে সকল তাড়ন ও ক্লেশ সহ করিতেছ, সেই সকলের মধ্যে তোমাদের ধৈর্য্য ও বিশ্বাস থাকায় আমরা আপনার ঈশ্বরের মণ্ডলী সকলের মধ্যে তোমাদের শ্লাঘা করি৫ তেছি । আর উহ। ঈশ্বরের ন্যায়বিচারের স্পষ্ট লক্ষণ, যাহাতে তোমরা ঈশ্বরের সেই রাজ্যের যোগ্য বলিয়া গণ্য ৬ হইবে, যাহার নিমিত্ত দুঃখভোগও করিতেছ। বাস্তবিক ঈশ্বরের কাছে ইহা ন্যায্য যে, যাহারা তোমাদিগকে ক্লেশ দেয়, তিনি তাহাদিগকে প্রতিফলরূপে ক্লেশ ৭ দিবেন, এবং ক্লেশ পাইতেছ যে তোমরা, তোমাদিগকে ৮ আমাদের সহিত বিশ্রাম দিবেন, যখন প্রভু যীশু স্বর্গ হইতে আপনার পরাক্রমের দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন, এবং যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যীশুর মুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন। ৯ তাহারা প্রভুর মুখ হইতে ও র্তাহার শক্তির প্রতাপ হইতে অনন্তকালস্থায়ী বিনাশরুপ দণ্ড ভোগ করিবে, ১০ ইহা সেই দিন ঘটিবে, যে দিন তিনি আপন পবিত্ৰগণে গৌরবান্বিত হইবার, এবং যাহারা বিশ্বাস করিয়াছে, তাহাদের সকলেতে চমৎকারের পাত্র হইবার জন্য আগমন করিবেন ; আমরা তোমাদের কাছে যে সাক্ষ্য ১১ দিয়াছি, তাহা ত বিশ্বাসে গৃহীত হইয়াছে। এই জন্য আমরা তোমাদের নিমিত্ত সৰ্ব্বদ। এই প্রার্থনাও করিতেছি, যেন আমাদের ঈশ্বর তোমাদিগকে সেই আহবানের যোগ্য বলিয়া গণ্য করেন, আর মঙ্গলভাবের সমস্ত বাসন৷ ১২ ও বিশ্বাসের কৰ্ম্ম সপরাক্রমে সম্পূর্ণ করিয়া দেন ; যেন আমাদের ঈশ্বরের ও প্রভু যীশু খ্রষ্টের অনুগ্রহ অনুসারে আমাদের প্রভূ যীশুর নাম জেমাদিগেতে গৌরবান্বিত হয়, এবং উাহাতে তামরাও গৌরবান্বিত হও। পাপ-পুরুষের প্রকাশ । २ আবার, হে ভ্রাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমন ও তাহার নিকটে আমাদের সংগৃহীত হইবার বিষয়ে তোমাদিগকে এই বিনতি করিতেছি : ২ তোমরা কোন আত্মা দ্বারা, বা কোন বাক্য দ্বারা, অথবা, আমরা লিখিয়াছি মনে করিয়া কোন পত্র দ্বারা, মনের স্থিরতা হইতে বিচলিত বা উদ্বিগ্ন হইও না, ভাবিও না যে প্রভুর দিন উপস্থিত হইল ; ৩ কেহ কোন মতে যেন তোমাদিগকে না ভুলায় ; কেননা প্রথমে সেই ধৰ্ম্ম-ভ্রষ্টত উপস্থিত হইবে, এবং সেই পাপ৪ পুরুষ, সেই বিনাশ-সন্তান, প্রকাশ পাইবে, যে প্রতিরোধী হুইবে ও ঈশ্বর’ নামে আখ্যাত বা পূজ্য সকলের হইতে আপনাকে বড় করিবে, এমন কি, ঈশ্বরের মন্দিরে বসিয়া আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে । * ৫ তোমাদের কি মনে পড়ে না, আমি পূৰ্ব্বে যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমাদিগকে এই সকল ৬ বলিয়াছিলাম ? অার সে যেন স্বসময়ে প্রকাশ পায়, এই জন্য কিসে তাহাকে বাধা দিয়া রাখিতেছে, তাহা ৭ তোমরা জান। কারণ অধৰ্ম্মের নিগুঢ়তত্ত্ব এখনই কাৰ্য্য সাধন করিতেছে ; কেবল এখন এক জন, যে পর্য্যন্ত সে ৮ দূরীভূত না হয়, বাধা দিয়া রাখিতেছে। আর তখন সেই অধৰ্ম্মী প্রকাশ পাইবে, যাহাকে প্রভু যীশু আপন মুখের নিশ্বাস দ্বারা সংহার করিবেন, ও আপন ৯ আগমনের প্রকাশ দ্বারা লোপ করিবেন। + সেই ব্যক্তির আগমন শয়তানের কার্য্য সাধন অনুসারে মিথ্যার সমস্ত পরাক্রম ও নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ সহকারে ১০ হইবে, এবং যাহারা বিনাশ পাইতেছে, তাহদের সম্বন্ধে অধাৰ্ম্মিকতার সমস্ত প্রতারণা সহকারে হইবে ; কারণ তাহারা পরিত্রাণ পাইবার নিমিত্ত সত্যের প্রেম গ্রহণ ১১ করে নাই। আর সেই জন্য ঈশ্বর তাহীদের কাছে ভ্রান্তির কার্য্যসাধন পাঠান, যাহাতে তাহারা সেই ১২ মিথ্যায় বিশ্বাস করিবে ; যেন সেই সকলের বিচার হয়, যাহারা সত্যে বিশ্বাস করিত না, কিন্তু অধাৰ্ম্মিকতার প্রীত হইত। প্রভুতে স্থির থাকিতে নিবেদন । ১৩ কিন্তু, হে ভ্রাতৃগণ, প্রভুর প্রিয়তমের, আমরা তোমাদের নিমিত্ত সৰ্ব্বদ ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য ; কেননা ঈশ্বর আদি হইতে তোমাদিগকে আত্মার পবিত্রতা-প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য ১৪ মনোনীত করিয়াছেন ; এবং সেই অভিপ্রায়ে আমাদের স্বসমাচার দ্বারা তোমাদিগকে আহবানও করিয়াছেন, যেন তোমরা আমাদের প্রভু যীশু খ্রষ্টের প্রতাপ লাভ ১৫ করিতে পার। অতএব, হে ভ্রাতৃগণ, স্থির থাক, এবং

  • যিহি ২৮ ; ২ । দণনি ১১ ; ৩৬ ।

+ যিশ ১১ ; ৪ । 200