পাতা:বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৬৪
বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী

ইতিহাস ও রহস্য প্রত্যক্ষ গোচর হয় যেমন, এমন কোনদিক দিয়ে হওয় সম্ভব নয়। কেননা রূপ প্রথম থেকে মানুষের সব কম কে নিরূপিত করে ধরে গেল শুধু এই নয়, রূপের মধ্যে মানুষের অন্তর বাহির হুয়ের হাব ভাব সমস্তই অভ্রান্তভাবে আটকা পড়লো। মানুষ যখন প্রথম আরম্ভ করলে মানুষের মুখ আঁকতে—ইতিহাসের ঠিক ঠিকানার বাইরের যুগের সে কথা—সে সময়ের অনেকগুলি ছবি অল্পদিন হ’ল ইউরোপ এৱং পুথিবীর বিভিন্ন দেশেও আবিষ্কৃত হয়েছে। এর প্রত্যেক ছবি দেখাচ্ছে মানুষকে মানুষ একেছে হয় একেবারে সামনে থেকে, নয় তো পিছন থেকে,—দু এক জায়গায় দেখি মানুষের দেহটি আঁক। একপাশে থেকে কিন্তু মুখের বেলায় সামনের বা পিছনের গোলাকৃতি ছাড়া পাশের মুখ আঁকা সাধ্য হচ্ছে না। জন্তু জানোয়ার আঁকার বেলার তখনকার মানুষ কিন্তু দেখি সম্পূর্ণ পাশ থেকেই আঁকছে তাদের। কত যুগ যুগান্তর গেল এই ভাবে অঁাকতে আকতে, তারপর ঈজিপ্টের সভ্যতার সূত্রপাত হ’ল, সেই খানে প্রথম দেখি মানুষ মানুষকে অঁাকছে একেবারে পাশ থেকে । এখন সহজে মনে হয় প্রাগৈতিহাসিক আর ঐতিহাসিক যুগের মধ্যে পাশের মুখ আঁকার হিসেব সম্বন্ধে মানুষের প্রতিভা ঘুমিয়ে ছিল। কিন্তু তা নয় ; সেই ইতিহাসের যুগের পূর্বেকার মানুষের মধ্যে একজন প্রতিভাবান এল সে অভ্রান্তভাবে গুটিকতক রেখায় লিখে গেল .*it* cwt* cwt*' ®fê xtwrŵa ** ( The Chidhood of Art —Spearing. Fig. 74, Page 76) & ots oil Aurignacian যুগে স্পেন দেশের গুহাবাসী মানুষের মধ্যে ! এর পরের একটা যুগ সে সময় দেখি ঐ সব মূর্তি গড়তে মুরু করেছে ছবি আঁক রেখে । এই যুগকে Solutrian নাম দেওয়া হয়েছে। সেখানেও দেখি প্রতিভা কায করছে, থেকে থেকে মূর্তি-শিল্পকে উৎকর্ষ দিচ্ছে (The Childhood of Art, Fig. 12) sto oto (o Magdalenian যুগ। সেখানে আর একজন প্রতিভাবানের দেখা পাই। সে শুধু একট দুটো কি দশটা হরিণ পটে নিয়ে বোঝাতে চলছে না হরিণের দঙ্গল ও পাল, সে গতিমান রেখা দিয়ে অদ্ভূত কৌশলে হরিণের পাল চলেছে nềr fr: fitos ( The Childhood of Art–Spearing. Fig. 76. Page 123.).