পাতা:বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৮৮
বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী

মানুষ যখন তার বাইয়ের কোন শক্তিকে বাধা দিতে চেয়ে কিংবা নিজেরই গঠনশক্তি ধীশক্তি ইত্যাদির পরিচয় দিতে চেয়ে রচনা করলে কিছু, তখন সেই কায শক্তির পরিচয় না দিয়ে থাকতে পারে না, যেমন, চীনের প্রাচীর, ঈজিপ্টের পিরামিড, একট। যুদ্ধজাহাজ, একজোড়া গোরার বুট,—এর সব কেউ শক্ত, কেউ পোক্ত, মানুষের স্মৃতিক্ষেত্রের ফসল এর নয়, এরা শক্তির শক্ত মাটি ও পাথরের সন্তান—যদি কোন স্মৃতি এদের সঙ্গে জড়ানো থাকে তাও শক্তিমন্ত রূপের স্মৃতি। জগদ্দল পাথরের স্তুপের স্মৃতি শক্ত করে চাপা দিয়েছে ঈজিপ্টের রাজারাণীর শ্রী ও স্মৃতির সৌন্দর্য, প্রকাণ্ড বিপুলকায় শক্ত চামড়া মোড় অজগর যেন কত কালের কোন একট। যক্ষের ধনভাণ্ডারের প্রহরী,—এই তো হ’ল চীনের প্রাচীরের শক্ত রূপ ! যুদ্ধজাহাজ সব দেখি আগাগোড়া শুধু ইস্পাত আর শক্তি দিয়ে সাজানে, বৃহৎ বিরাট শক্তির প্রাচুর্য এদের কল্পনায়। তাজবিবির কবর, মন্দিরের গোপুর ও প্রাচীর সেখানেও শক্তিমান শিল্পীরা কায করছে, কিন্তু সে কায তাদের মনে ধরা নানা স্মৃতি দিয়ে গড়ে গেছে সুকুমার স্বপ্নমণ্ডিত করে । চীনের ফুলদানি–বড় কম শক্তির দরকার নয় সেট। গড়তে, কিন্তু ফুলের স্মৃতি ফলের স্মৃতি ধরে শ্ৰীমণ্ডিত হ’ল। একটি লোহার চিমটে কোন একটা পাখীর স্মৃতি ধরলে কে জানে! একখানি বাকা তলোয়ার-সে দ্বিতীয়ার চন্দ্রকলার মনোহরণ স্মৃতিচিহ্ন ছাড়া আর কি ! একটা লোহার বেড়ি—কিন্তু ফুলের ফাস কি বাহুপাশ বলে তাকে ভুল কচিৎ হয়, হাতুড়ি সেখানে শক্তি শক্ত হয়ে বসেছে, শাবল আর স্বচ একটা সবল আর একটা সবলের স্মৃতির অবশেষ ঝিকৃ ঝিক্‌ করছে শরতের জলধারার প্রায় । ঝরণা পাথর ঠেলে চলে এত শক্তি তার, কিন্তু সে আনে স্মৃতি--ফুলের মঞ্জরীর চাদের আলোর সাদ একখানি সাড়ির এমনি কত কি'র। স্মৃতির আবরু ঢাকলে গঠনশক্তি— শক্ত করে’ বাধা কঙ্কালের কথা মনে রাখে না কেউ, রাখতে চায়ও না, কঙ্কাল ঢেকে যেটুকু স্মৃতির ঘোমটা তারি কথা মনে রাখলে সবাই। গ্ৰীক শিল্পের একটা বীরমূর্তি আর একটা কুস্তিগীরের’ফটাে—তুটোর প্রথমটাকে কারিগর ভীমকান্ত রূপ দিলে অদ্ভুত কৌশলে, আর ফটোগ্রাফ সে শক্ত রূপটাই দেখিয়ে চুকলো। যেমন ভিতরের কঙ্কাল তেমনি বাইররে আকৃতির কঙ্কাল মাত্র পেলেম ফটোতে, ফটোযন্ত্রের স্মৃতিশক্তি