পাতা:বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী.djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৩৭৮
বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী

লয়ে বিশুদ্ধ রূপের লাবণ্যটি পাই এখানে, আবার “তনু তমু অতনু অযুত শত সেবিত, লাবণী বরণি না যাই ।” চুল বাধার ছাদ ও লাবণ্য দেখাচ্ছেন কবি—“ধনি কানড় ছাদে কবরী বাধে”, কিংবা “দলিতাঞ্জন গঞ্জ কালে কবরী, ক্ষণ উঠত বৈঠে তাহে ভ্রমরী”। হাতপায়ের নখের লাবণ্য—“নখচন্দ্র ছটা ঝলকে অনুপম, হেরি গোবিন্দ দাস র্তহি পরিণাম।” লাবণ্য যেখানে তরঙ্গিত হচ্ছে মুক্তফলের কাস্তির মত তারি বর্ণন দিচ্ছেন কবি— “যাহা র্যাহ নিকশয়ে তনু তনু জ্যোতি র্তাহ তাহ বিজুরি চমকয় হোতি। র্যাহা যাহা অরুণ চরণে চল চলই র্তাহ তাহ থল-কমল-দল খলই। 攀 警 警 攀 র্যাহা যাহা ভাঙর ভাঙ বিলোল র্তাহ। তাহ উছলই কালিন্দী হিলোল। র্যাহা যাহা তরল বিলোকন পড়ই র্তাহ তাহা নীল উতপল বন ভরই। যাহা যাহা হেরিয়ে মধুরিম হাস র্তাহ তাহ কুন্দ কুমুদ পরকাশ ।” —গোবিন্দদাস লাবণ্যের ঠিক প্রতিশব্দ ইংরাজি ভাষায় নেই, Grace বল্লে সবট। বুঝায় না, Beauty তাও বলা গেল না। লাবণ্য স্বাদ পৌঁছে দেয় সেইজন্য তাকে বলতে পারি Taste, লাবণ্য চমৎকার সামঞ্জস্য দেয় ভাবে ভঙ্গিতে মানে পরিমাণে ও রূপের বিভিন্ন অংশে সেজন্য তাকে বল। চলে Unity, এই ভাবে Quality এবং Balance তাও এসে পড়ে লাবণ্যের কোঠায়। Taste সম্বন্ধে বিখ্যাত ফরাসী শিল্পী Rodin on, “It is the human soul's smile on the house and its belongings.” লাবণ্য-যোজন ছাড়া এ আর কি বোঝাচ্ছে ?— অন্তরের লাবণ্যচ্ছটা বাহিরকে লাবণ্য দিচ্ছে, “যাহা যাহা হেরিয়ে মধুরিম হাস, র্তাহ তাহা কুন্দ কুমুদ পরকাশ ” Quality বা গুণ তার বেলাতেও ইউরোপী পণ্ডিতেরা লাবণ্যের ইঙ্গিত করলেন-—“We