পাতা:বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী.djvu/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাবণ্য ৩৭৯ say a line, a tonë, a colour, an action has quality—when the artist has succeeded in endowing it with such beauty within itself (stro-Goto) that gives an interest quite beyond its pūrpose as storytelling machinery.” এই ভাবে লাবণ্য বলতে অনেকগুলো হিসেব বোঝায় দেখতে পাচ্ছি-কালে কালে নানা গজদন্ত নানা রূপ ধরে, পিতলের জুিনিষের উপরে মৃত্ন লাবণ্য আপন হতে দেখা দেয়, পুরোনো শানের রঙে একটি চমৎকার লাবণ্য আসে যেটা নতুনে থাকে না, প্রাচীন অয়েলপেন্টিংগুলোওঁ এই ভাবে একটি স্বতন্ত্র লাবণ্যযুক্ত হয় কালবশে। কাজেই নতুনের লাবণ্য এবং "পুরাতনের লাবণ্য দুই প্রকার হ’ল। এমনি আকাশ জল স্থল এদের লাবণ্য ঋতুতে ঋতুতে বদল হচ্ছে —নবজলধরের লাবণ্য, শরতের মেঘের লাবণ্য, এমনি নানাপ্রকার ভেদ দেখি লাবণ্যে এবং এই লাবণ্য ভেদ দিয়ে বস্তু তাকেও ভিন্ন ভিন্ন ভাবে পাই আমরা । বর্ষার আকাশ এক ভাব দিচ্ছে এক স্পর্শ দিচ্ছে মনে, শীতের আকাশ অন্ত ভাব ধরছে মনে, দিনের আকাশ, রাতের আকাশ, সকালের আকাশ, সন্ধ্যার আকাশ বিচিত্র বিভিন্ন লাবণ্যে ভরে উঠছে দেখি এবং সেই সঙ্গে মনের ভাবেরও বদল হচ্ছে আমাদের l. জাপানি চিত্রকরেরা যে রেশমের পটের উপরে আঁকে অপরূপ তার একটুখানি লাবণ্য আছে। যেমন-তেমন একটা পটে তারা তাকেই না । আমাদের, দেশে মোগল শিল্পীরা যে কাগজে আঁকতো তার লাবণ্য এখনকার কোনো কাগজেই নেই। আমি অনেককে বলতে শুনেছি যে মোগল পেটিংএর মতো এখনকার ছবি হ’তেই পারে না। এইটির প্রধান কারণ হচ্ছে লাবণ্যে মাজ এক টুকরো কাগজের অভাব, আর্টিষ্টের ক্ষমতার অভাব নয়। যেমন পাটা তেমন পট”—এ তো জানা কথা, দেওয়ালে আঁকা ছবি আর গজদস্তের পাটায় আঁকা ছবিতে লাবণ্যের তফাৎ অনেকটা হ’য়ে যায়। ছাপাখানায় কিছু ছাপাতে দিলে প্রফ আসে এক কাগজে ছাপা শেষ হয় গিয়ে অন্ত কাগজে। এখন দুই কাগজের guality বা গুণ দুই রকমের লাবণ্য দেয়, প্রুফকপির আকাট লাবণ্য এবং প্রকাশিত বইটার কাটছাট লাবণ্য সুস্পষ্ট ফুটে৷ স্বাদ দেয় চোখে ও মনে । এমনি ছবির বেলাতেও আসল ছবি আর