পাতা:বাঙ্গলার পরিচিত পাখী.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০২
বাঙ্গলার পরিচিত পাখী

সরু দুটী কৃষ্ণবর্ণের সুচ্যগ্রভাগ পালক লেজ ছাড়াইয়া দুই ইঞ্চি বাহির হইয়া থাকে। সুতরাং এই হরিদ্বর্ণ, ক্ষিপ্র, চঞ্চল অদ্ভুত পুচ্ছবিশিষ্ট পাখীটীকে চিনিতে কাহারও অসুবিধা হইবার কথা নয়। যে রেখাছবি

বাঁশপাতি

এই পুস্তকে সন্নিবিষ্ট হইয়াছে তাহা ইহাকে চিনিয়া লওয়া, আশা করি, সহজ করিইয়া দিবে।

 খঞ্জন ভূমির উপর ছুটাছুটী করিয়া কীটপতঙ্গ পাকড়াও করে, বাঁশ-