পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪০
বাঙ্গালার ইতিহাস

করিয়াছিলেন, এবং তাঁহারা হূণগণের ন্যায় মধ্য-এশিয়ার মরুবাসী যাযাবর জাতি বিশেষ[১]। বাণভট্ট-প্রণীত “হর্ষচরিতে” সর্ব্বপ্রথমে গুর্জ্জর জাতির উল্লেখ দেখিতে পাওয়া যায়। কথিত আছে যে, হর্ষবর্দ্ধনের পিতা প্রভাকরবর্দ্ধন বা প্রতাপশীল, হূণহরিণের কেশরী, সিন্ধুরাজের জ্বর, গুর্জ্জরগণের নিদ্রাহর, গান্ধার রাজরূপী গন্ধহস্তীর কূটপাকল (সংক্রামক ব্যাধি বিশেষ), লাটদেশীয় দস্যুগণের দস্যু এবং মালব-বিজয়লক্ষ্মীর পরশু ছিলেন[২] হর্ষবর্দ্ধনের প্রতিদ্বন্দ্বী দক্ষিণাপথরাজ চালুক্যবংশীয় দ্বিতীয় পুলকেশীর একখানি শিলালিপি বোম্বাই প্রদেশে বিজাপুর জেলায়, ঐহোলী গ্রামে মেগুটি নামক মন্দিরে আবিষ্কৃত হইয়াছে। এই শিলালিপিতে উক্ত আছে যে, পুলকেশীর বিক্রমে বশীভূত হইয়া লাট, মালব ও গুর্জ্জরগণ সচ্চরিত্র হইয়াছিল[৩]। ৬৪১ বা ৬৪২ খৃষ্টাব্দে চৈনিক পরিব্রাজক ইউয়ান্-চোয়াং তৎকালের গুর্জ্জর-রাজ্যের বিবরণ লিপিবদ্ধ করিয়া

  1. Convincing, if not absolutely conclusive proof can also be given that the Gurjaras, originally, were an Asiatic horde of nomads, who forced their way into India along with or soon after the White Huns in either the 5th or 6th Century.—The Gurjaras of Rajputana and Kanauj,—Journal of the Royal Asiatic Society, 1909, p. 54.
  2. তেষু চৈবমুৎপদ্যমানেষু ক্রমেনোদপাদি হূণহরিণকেসরী সিন্ধুরাজোজ্বর গুর্জ্জরপ্রজাগরঃ গান্ধারাধিপগন্ধদ্বিপকূটপাকলঃ লাটপাটবপাটচ্চরঃ মালবলক্ষ্মীলতাপরশুঃ প্রতাপশীল ইতি প্রথিতাপরনামা প্রভাকরবর্দ্ধনোনামরাজাধিরাজঃ।—হর্ষচরিত, ৪র্থ উচ্ছ্বাস (৺ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পাদিত) পৃঃ ৯২। Cowell & Thomas, Bana’s Harsacarita, p. 101.
  3. প্রতাপোপনতা যস্য লাটমালবগূর্জ্জরাঃ।
    দণ্ডোপনতসামন্তচর্য্যা বর্য্যা ইবাভবন্॥
    —Indian Antiquary Vol. VIII, p.242.