পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪৪
বাঙ্গালার ইতিহাস

হয়, মুসলমানগণকে পরাজিত করিয়া গুর্জ্জরচক্রের স্বাধীনতা রক্ষা করিয়াছিলেন। নাগভটের পরে তাঁহার ভ্রাতুষ্পুত্র ককুস্থ বা কক্কুক সিংহাসন লাভ করিয়াছিলেন। ককুস্থ বা কক্কুক সম্বন্ধে কোন কথাই অদ্যাবধি জানিতে পারা যায় নাই এবং তাঁহার পিতার নাম পর্য্যন্ত অজ্ঞাত রহিয়াছে। ককুস্থের পরে তাঁহার ভ্রাতা দেবরাজ বা দেবশক্তি ভিল্লমালের সিংহাসনারোহণ করিয়াছিলেন। দেবশক্তি সম্বন্ধে এই মাত্র জানিতে পারা গিয়াছে যে, তিনি বিষ্ণুভক্ত (পরম বৈষ্ণব) ছিলেন এবং তাঁহার পত্নীর নাম ভূয়িকাদেবী। দেবশক্তির পুত্র বৎসরাজ তাঁহার পরে ভিল্লমাল-সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। বৎসরাজই গুর্জ্জর-প্রতীহার-রাজগণের মধ্যে উত্তরাপথ-আক্রমণে অগ্রণী হইয়াছিলেন। হর্ষবর্দ্ধনের মৃত্যুর পরে বোধ হয়, তাঁহার মাতুল-পুত্র ভণ্ডির বংশ কান্যকুব্জের অধিকার লাভ করিয়াছিলেন। বৎসরাজ বলপূর্ব্বক ভণ্ডির বংশধরগণের নিকট হইতে সাম্রাজ্য অপহরণ করিয়াছিলেন[১]। ভণ্ডি-বংশজাত কোন কান্যকুব্জরাজের নাম অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। বৎসরাজ ৭০৫ শকাব্দে (অর্থাৎ ৭৮৩ খৃঃ অঃ) জীবিত ছিলেন। জৈন হরিবংশ পুরাণে দেখিতে পাওয়া যায় যে, ৭০৫ শকাব্দে ইন্দ্রায়ুধ উত্তরদিক, কৃষ্ণের পুত্র শ্রীবল্লভ দক্ষিণদিক, অবন্তীরাজ পূর্ব্বদিক এবং বৎসরাজ পশ্চিমদিক শাসন করিতেছিলেন এবং

  1. খ্যা (তাদ্) ভণ্ডিকুলান্মদোৎকটকরিপ্রাকারদুর্ল্লঙ্ঘতো
    যঃ সাম্রাজ্যমধিজ্যকার্ম্মুকসখা সংখ্যে হঠাদগ্রহীৎ।
    একঃ ক্ষত্রিয়পুঙ্গবেষু চ যশোগুর্ব্বীন্ধুরং প্রোদ্বহ-
    ন্নিক্ষ্বাকোঃ কুলমুন্নতং সুচরিতৈশ্চক্রে স্বনামাঙ্কিতং॥৭॥
    —Annual Report, Archæological Survey of India, 1903-4, pp. 280-81, verse 7.