পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫০
বাঙ্গালার ইতিহাস।

গোবিন্দকে সিংহাসনচ্যুত করিয়া রাষ্ট্রকূট-রাজ্যের অধিকার লাভ করিয়াছিলেন[১]। তিনি দক্ষিণাপথে গঙ্গবংশীয় রাজগণকে পরাজিত করিয়া কাঞ্চী নগরের অধিপতি পল্লব-বংশীয় রাজাকে পরাজিত করিয়াছিলেন[২]। কথিত আছে যে, ধ্রুব কোশল দেশের রাজচ্ছত্র অধিকার করিয়াছিলেন[৩]। দেউলি গ্রামে আবিষ্কৃত তৃতীয় কৃষ্ণের তাম্রশাসনে দেখিতে পাওয়া যায় যে, ধ্রুবধারাবর্ষের তিনটি শ্বেতচ্ছত্র ছিল[৪]। ধ্রুবধারাবর্ষ বৎসরাজকে পরাজিত করিয়া, মরুভূমিতে পলায়ন করিতে বাধ্য করিয়া, স্বয়ং অধিক দিন

  1. জ্যেষ্ঠোল্লংঘনজাতয়াপ্যমলয়ালক্ষ্ম্যা সমেতোপি সং
    যোভূন্নির্ম্মলমণ্ডলস্থিতিযুতো দোষাকরো ন ক্বচিৎ।
    কর্ণ্ণাধস্থিতদানসন্ততিভৃতো যস্যান্যদানাধিকং
    দানং বীক্ষ্য সুলজ্জিতা ইব দিশাং প্রান্তে স্থিতা দিগ্‌গজাঃ॥৫
    Radhanpur grant of Govinda III—Epigraphia Indica, Vol. VI, p. 243.

  2. অন্যৈর্ন জাতু বিজিতং গুরুশক্তিসারমাক্রান্তভূতলমনন্য সমানমানং।
    যেনেহ বদ্ধমবলোক্য চিরায় গঙ্গং দূরম্ স্বনিগ্রহভিয়েব কলিঃ প্রয়াতঃ॥৬
    একত্রাত্মবলেন বারিনিধিনাপ্যন্যত্র রুধ্বা ঘনং
    নিষ্কৃষ্টাসিভটোদ্ধতেন বিহারদ্‌গ্রাহাতিভীমেন চ।
    মাতঙ্গান্ মদবারিনির্ঝরমুচঃ প্রাপ্যানতাৎ পল্লবাৎ
    তচ্চিত্রং মদলেশমপ্যনুদিনং য স্পৃষ্টবান্ ন ক্বচিৎ॥৭
    —Radhanpur Grant of Govinda III; Epigraphia Indica, Vol. VI, p. 243. 

  3. Bhandarkar’s Early History of the Dekkan, p. 65.
  4. শ্বেতাতপত্রত্রিতয়েন্দুবিম্বলীলোদয়াদ্রেঃ কলিবল্লভাখ্যাৎ।
    ততঃ কৃতারাতিমদেভভঙ্গো জাতো জগতুঙ্গমৃগাধিরাজঃ॥১১
    —Deoli Plates of Krishna III, Epigraphia Indica, Vol. V, p. 193.