পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

১৷৹

২৬। ভাগলপুরে আবিষ্কৃত বজ্রতারা।

২৭। সাগরদীঘির নিকট আবিষ্কৃত নূতন প্রকারের বিষ্ণুমূর্ত্তি।

২৮। ঢাকায় আবিষ্কৃত লক্ষ্মণসেনের তৃতীয় রাজ্যাঙ্কে প্রতিষ্ঠিত চণ্ডীমূর্ত্তি।

২৯। গৌড়ে আবিষ্কৃত শ্রীকৃষ্ণের জন্মচিত্র।

৩০। গোবিন্দপালের রাজ্য বিনষ্ট হইলে ১১১৯ খৃঃ লিখিত পঞ্চাকারের শেষপত্র।

৩১। রঙ্গপুরে আবিষ্কৃত বিষ্ণুমূর্ত্তি।