পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অষ্টম পরিচ্ছেদ।
২০৭

সম্ভব। দ্বিতীয় নাগভটের পুত্র রামভদ্র বোধ হয়, দেবপালদেব কর্ত্তৃক পরাজিত হইয়াছিলেন; কারণ, তাঁহার পুত্র প্রথম ভোজদেবের সাগরতাল-শিলালিপিতে তৎকর্ত্তৃক গৌড় বা অপর কোন দেশের রাজার পরাজয়ের উল্লেখ নাই[১]। দেবপালের রাজ্যকালে তাঁহার খুল্লতাত-পুত্র জয়পাল উৎকলরাজকে স্বীয় রাজধানী পরিত্যাগ করিতে বাধ্য করিয়াছিলেন[২]। ভাগলপুরে আবিষ্কৃত নারায়ণপালের তাম্রশাসনের এই উক্তির দ্বারা গুরবমিশ্রের স্তম্ভলিপির উক্তি সমর্থিত হইতেছে। নারায়ণপালের তাম্রশাসন হইতে আরও অবগত হওয়া যায় যে, জয়পাল প্রাগ্জ্যোতিষপুরের অধীশ্বরকে পরাজিত করিয়াছিলেন[৩]। শ্রীযুক্ত রমাপ্রসাদ চন্দ অনুমান

  1. তজ্জন্মা রামনামা প্রবরহরিবলন্যস্তভূভৃৎ প্রবন্ধৈ-
    রাবধ্নন্বাহিনীনাং প্রসভমধিপতীনুদ্ধতক্রূরসত্বান্।
    পাপাচারান্তরায়প্রমথনরুচিরঃ সঙ্গতঃ কীর্ত্তিদারৈ-
    স্ত্রাতা ধর্ম্মস্য তৈস্তৈস্সমুচিতচরিতৈঃ পূর্ব্ববন্নির্ব্বভাসে॥ ১২
    অনন্যসাধনাধীনপ্রতাপাক্রান্তদিঙ্মুখঃ।
    উপায়ৈস্সম্পদাং স্বামী যঃ সব্রীড়মুপাস্যত॥ ১৩
    অর্থিভির্ব্বিনিযুক্তানাং সম্পদাং জন্ম কেবলং।
    যস্যাভূৎ কৃতিণঃ প্রীত্যৈ নাত্মেচ্ছাবিনিযোগতঃ॥ ১৪
    —সাগরতালের শিলালিপি, Annual Report of the Archaeological Survey of India, 1903-4, p. 281. 

  2. তস্মাদুপেন্দ্রচরিতৈর্জ্জগতীং পুনানঃ
    পুত্রো বভূব বিজয়ী জয়পালনামা।
    ধর্মদ্বিষাং শময়িতা যুধি দেবপালে
    যঃ পূর্ব্বজে ভুবনরাজ্য-সুখান্যনৈষীৎ॥ ৫
    —গৌড়লেখমালা, পৃঃ ৫৭।

  3. যস্মিন্ ভ্রাতুর্ন্নিদেশাদ্বলবতি পরিতঃ প্রস্থিতে জেতুমাশাঃ
    সীদন্নাম্নৈব দূরান্নিজপুরমজহাদুৎকলানামধীশঃ।
    আসাঞ্চক্রে চিরায় প্রণয়ি-পরিবৃতো বিভ্রদুচ্চেন মূর্ধ্না
    রাজা প্রাগ্‌জ্যোতিষাণামুপশমিতসমিৎসংকথাং যস্য চাজ্ঞাং॥ ৬
    —গৌড়লেখমালা, পৃঃ ৫৮।