পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
একাদশ পরিচ্ছেদ।
৩১১

কুমারপালদের বোধ হয় অতি অল্পকাল রাজত্ব করিবার পরে পরলোকগমন করিয়াছিলেন, কারণ সন্ধ্যাকরনন্দী ‘রামচরিতে’ একটিমাত্র শ্লোকে তাঁহার রাজত্বকালের বিবরণ শেষ করিয়াছেন[১] কুমারপালদেব বোধ হয় এক বা দুই বৎসর গৌড়-সিংহাসনে আসীন ছিলেন। তাঁহার মৃত্যুর পরে তৎপুত্র তৃতীয় গোপালদেব গৌড় সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। তৃতীয় গোপালদেব বোধ হয় অতি অল্পকাল সিংহাসনে আসীন ছিলেন, এবং শৈশবেই গুপ্তঘাতকের হস্তে নিধন প্রাপ্ত হইয়াছিলেন[২]। কুমারপালদেবের মহিষী অথবা অন্য কোন পুত্রের নাম অদ্যাবধি জানিতে পারা যায় নাই, এবং তাঁহার কোন শিলালিপি বা তাম্রশাসনও অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। তৃতীয় গোলাপদেবের মৃত্যুর পরে রামপালদেবের কনিষ্ঠপুত্র মদনপাল গৌড়-সিংহাসন লাভ করিয়াছিলেন[৩]। মদনপালদেব বোধ হয় শিশু ভ্রাতুষ্পুত্রকে হত্যা করিয়া সিংহাসনের পথ প্রশস্ত করিয়াছিলেন। তৃতীয় গোপালদেবের

    তমবনিপতিং জিত্বা যুদ্ধে বভূব মহীপতি
    র্ন্নিজভুজপরিষ্পন্দৈঃ সাক্ষাদ্দিবস্পতিবিক্রমঃ॥ ১৪
    —গৌড়লেখমালা, পৃঃ ১৩১।

  1. অথ রক্ষতা (?) কুমারোদিতপৃথুপরিপন্থিপার্থিবপ্রমদঃ।
    রাজ্যমুপভুজ্য ভরস্য সূনুরগমদ্দিবং তনুত্যাগাৎ॥
    —রামচরিত ৪।১১।

  2. অপি শত্রুঘ্নোপায়াদ্গোপালঃ স্বর্জগাম তৎসূনুঃ।
    হন্তুঃ কুম্ভীনস্যাস্তনয়স্যৈতস্য সাময়িকমেতৎ॥
    —রামচরিত। ৪।১২।

  3. তদনুমদনদেবীনন্দনশ্চন্দ্রগৌরৈ
    শ্চরিতভুবনগর্ভঃ প্রাংশুভিঃ কীর্ত্তিপুরৈঃ।
    ক্ষিতিমচরমতাতস্তস্য সপ্তাব্ধিদায়ী
    মৃতমদনপালো রামপালাত্মজন্মা॥ ১৮
    —গৌড়লেখমালা পৃঃ ১৫২।