পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩১৪
বাঙ্গালার ইতিহাস।

 সেনবংশীয় রাজগণের পূর্ব্বপুরুষ কোন্ সময়ে বাঙ্গালা দেশে আসিয়াছিলেন তাহা অদ্যাপি নির্ণীত হয় নাই। তাঁহাদিগের তাম্রশাসন ও শিলালিপিসমূহে সর্ব্বপ্রথমে সামন্তসেনের উল্লেখ দেখিতে পাওয়া যায়। সমস্ত খোদিতলিপিতেই দেখিতে পাওয়া যায় যে, তাঁহারা চন্দ্রবংশীয় কর্ণাটদেশবাসী ক্ষত্রিয় ছিলেন[১]। সেনবংশীয় রাজগণের খোদিত লিপিমালায় দেখিতে পাওয়া যায় যে, পূর্ব্বকালে চন্দ্রবংশে বীরসেন নামক একজন রাজা ছিলেন,[২] তাঁহার বংশে সামন্তসেন জন্মগ্রহণ করিয়াছিলেন। সামন্তসেনের পূর্ব্ববর্ত্তী সেনবংশীয়গণ রাঢ়দেশে বাস করিতেন। কাটোয়ার নিকটে সীতাহাটী গ্রামে আবিষ্কৃত বল্লালসেনদেবের তাম্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, “তাঁহার (সেই চন্দ্রদেবের) সমৃদ্ধ-বংশে অনেক রাজপুত্র জন্মগ্রহণ করিয়াছিলেন;—তাঁহারা বিশ্বনিবাসিগণকে নিরন্তর অভয়দান করিয়া বদান্য বলিয়া পরিচিত হইয়াছিলেন; এবং ধবল কীর্ত্তিতরঙ্গে আকাশতলকে বিধৌত করিয়াছিলেন। তাঁহারা সদাচারপালনখ্যাতিগর্ব্বে গর্ব্বান্বিত রাঢ় দেশকে অননুভূতপূর্ব্ব প্রভাবে বিভূষিত করিয়াছিলেন।”

 “তাঁহাদিগের বংশে, প্রবলপ্রতাপান্বিত, সত্যনিষ্ঠ, অকপট,

  1. পৌরাণীভিঃ কথাভিঃ প্রথিতগুণগণে বীরসেনস্য বংশে
    কর্ণ্ণাটক্ষত্রিয়াণামজনি কুলশিরোদাম সামন্তসেনঃ।
    কৃত্বা নির্ব্বীরমুর্ব্বীতলমধিকতরান্তৃপ্যতা নাকনদ্যাং
    নির্ণ্ণিক্তো যেন যুধ্যদ্রিপুরুধিরকণাকীর্ণ্ণধারঃ কৃপাণঃ॥
    —Journal and Proceedings of the Asiatic Society of Bengal, Vol. V, New Series, p. 471. 

  2. বংশে তস্যামরস্ত্রীবিততরতকলা সাক্ষিণো দাক্ষিণাত্য-
    ক্ষোণীন্দ্রৈর্ব্বীরসেনপ্রভৃতিভিরভিতঃ কীর্ত্তিমদ্ভির্ব্বভূবে।
    যচ্চারিত্রানুচিন্তাপরিচয়শুচয়ঃ সূক্তিমাধ্বীকধারাঃ।
    পারাশর্যেণ বিশ্বশ্রবণপরিসরপ্রীণনায় প্রণীতাঃ॥ ৪
    —Epigraphia Indica, Vol. I, p. 307.