পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬
বাঙ্গালার ইতিহাস।

করিয়াছিলেন। মিশরে কর্ণাকের প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষে আবিষ্কৃত তৃতীয় থুতমসিসের প্রশস্তিতে এই ঘটনার উল্লেখ দেখিতে পাওয়া যায়[১]। অদ্যাবধি মিশরে ও এসিয়ায় যে সমস্ত খোদিতলিপি আবিষ্কৃত হইয়াছে, তাহা হইতে প্রত্নতত্ত্ববিদ্ হল আর্য্যবংশজাত মিতান্নিরাজগণের নিম্নলিখিত বংশপত্রিকা সংগ্রহ করিয়াছেন:—

 
সৌশ্‌শতর
 
 
 
 
 
 
 
 
প্রথম আর্ত্ততম
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
শুতর্ণ
 
 
মুতেমুয়া (কন্যা, ইহার সহিত মিশররাজ ৪র্থ থুতমসিসের বিবাহ হইয়াছিল।)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আর্ত্তশুমর  আর্ত্ততমদশরত্তগিলুখিপা (কন্যা, ইহার সহিত মিশররাজ ৩য় আমেনহেতেপের বিবাহ হইয়াছিল।)
 
 
 
 
 
শুততর
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
মত্তিউয়জতদুখিপা (কন্যা, ইহার সহিত মিশররাজ ৪র্থ আমেনহেতেপের বিবাহ হইয়াছিল।)
ইতকম

দশরত্ত বা দশরথের সময় হইতে মিতান্নিরাজ্যের অবনতি আরম্ভ হয় এবং তাঁহার পুত্র মত্তিউয়জ ১৩৬৯ খৃষ্টপূর্ব্বাব্দে খাতি (Khati বা Hittite) রাজ সুব্বিলুলিউমা কর্ত্তৃক পিতৃরাজ্যে প্রতিষ্ঠিত হইয়াছিলেন[২]। এই ঘটনার অল্পদিন পরে মিতান্নিরাজ্য খাতিরাজ্যের অন্তর্ভুক্ত হইয়া গিয়াছিল। প্রাচীন বাবিরুষে, সেমিটিকজাতির সহিত সংমিশ্রণে, আর্য্যবংশসম্ভূত কাশীয়রাজগণ ক্রমশঃ দুর্ব্বল হইয়া পড়িতেছিলেন। খৃষ্ট-

  1. Maspero, The Struggle of the Nations. p. 268.
  2. H. R. Hall’s Ancient History of the Near East, p. 263.