পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪২
বাঙ্গালার ইতিহাস।

যে, সমুদ্রগুপ্ত চন্দ্রবর্ম্মা নামক জনৈক আর্য্যাবর্ত্তরাজকে বিনষ্ট করিয়াছিলেন[১]। সমুদ্রগুপ্তের প্রশস্তির ও শুশুনিয়া শিলালিপির চন্দ্রবর্ম্মা এবং দিল্লী স্তম্ভলিপির চন্দ্র যে অভিন্ন, সে বিষয়ে কোন সন্দেহ নাই[২]


  1. Fleet's Corpus Inscriptionum Indicarum, Vol. III, p. 7.
  2. পূর্ব্বে স্মিথ, ভোগেল প্রভৃতি প্রত্নতত্ত্ববিদ্‌গণ অনুমান করিতেন যে, দিল্লীর লৌহপ্তম্ভলিপির চন্দ্র, সমুদ্রগুপ্তের পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কিন্তু মহামহোপাধ্যায় শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রীর প্রবন্ধ প্রকাশিত হইলে শ্রীযুক্ত ভিন্সেণ্ট স্মিথ তাঁহার মত গ্রহণ করিয়াছেন—Early History of India, 3rd Edition, p. 290. Note 1.