( - )* মুরশিদকুলি তাহদের সুসিদ্ধিতে কুদ্ধ হইলেন। ইংরাজ দিগকে যে অঃত্রিংশং গ্রামের অনুজ্ঞা দত্ত হইয়াছিল, তাহ। কলিকাতার দক্ষিণ নদীর উভয় তীরে পঞ্চক্রোশ বিস্তুত ছিল, সুতরাং ইংরাজদিগের ঐ নদীর কর্তৃত্ব ও সামূদ্রিক বাণিজ্যে প্রভুত্ব হইতে পারে, মুরশিদ ঐ সনদের অন্য বিষয়দিতে সক্ষত হইলেন, কিন্তু ভূমি বিষয়ে বাধা করিতে উদ্যত হইয়। সকল জমিদারকে লিখিলেন যে যদি তাহার এক অঙ্গুলি ভূমি ইংরাজ দিগকে প্রদান করেন তবে যথোচিত দণ্ডভাগী হইবেন, এইৰc} । সমুদায় আশ বিফল হইল, কিন্তু অন্যান্য বিষয় যাহ। প্রাপ্ত হইল, তাহাতেও বিস্তর উপকার হইল। দূতদিগের প্রত্যাগম নের পর এতদেশীয় ও ইউরোপীয় কলিকাতান্থিত লোকেরা এক প্রকার স্বাধীনতা প্রাপ্ত হইলেন, ঐ স্বাধীনতা স্থানান্ত • রস্থিত লোকের অজ্ঞাত ছিলেন,চতুৰ্থি হইতে বণিকের তথায় আসিয়া বাসগৃহ ও দপ্তরখানা নির্মাণ করিলেন,অবিলম্বে প্রায় তিন লক্ষ মোন জাহাজে বোঝাই হইল,এইৰূপে কলিকাত ভারত বর্ষের মধ্যে চমৎকৃত বাণিজ্য স্থান হইল। ১৭১৮শালে দিল্লীস্থ রাজসভ্যদ্বারা মুরমিদ কুলিখ বেহু'র বাঙ্গাল ও উড়িষ্ক এই তিন দেশের নাজিম ও দেওয়ান কত হুই লেন, আকবরের অধিকারের পর মোগল রাজ্যমধ্যে এমত শক্তি কোন ব্যক্তি প্রাপ্ত হন নাই। পরবৎসর হতভাগ্য রকসের কোন নিষ্ঠুরব্যক্তি দ্বার। মারাপড়াতে মহম্মদ সহি মহারাজ হই লেন, নূতন মহারাজের রাজ্যপ্রাপ্তিকালে মেৰূপ করিতে হয় নাজিম তদনুৰূপ উপায়ন ও বার্ষিক কর প্রেরণ করিয়। মিজ *কর্ষে দৃঢ়ীকৃত হইলেন। , ,_r তিনি অষ্টাদশ বৎসর পর্যন্ত বিনাবঞ্চ বাঙ্গাল শাসন করিয় রাজস্ব আদায় বিষয়ে উপযুক্তৰঙ্গ রীতি পরিবর্তন করিয়াছিলেন, তৎক্ষক্ষে নিযুক্ত যে সকল প্রাচীন জাইগিরদার
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১০৭
অবয়ব