বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( సి" ) ● মিরজা মহাম্মদঅলি আলমচীদ এবং নহরাঞ্জের বণিক জগৎ সেট এই কয়েক জন ছিলেন । তিনি দয়পূর্বক রাজত্ব করিতে আরম্ভ করিলেন, তাহার পূর্বগত শুবাদার যে সকল জমিদার দিগকে বাকী প্রযুক্ত বদ্ধ রাখিয়াছিলেন, তিনি তাহাদিগকে মুক্ত করিলেন,এইৰূপ নমু স্বভাব থাকিলেও তিনি প্রথম বৎসরে বাঙ্গালার ও উড়িষ্ঠার রাজস্ব হইতে এককোট অষ্টাধিক চত্বরিংশও লক্ষ মুদ্র দিল্লীতে প্রেরণ করিতে সমর্থ হইলেন কিন্তু উহার মধ্যে র্তাহার শ্বশুরের ধন অবশ্যই ছিল । * মুরসিদের মৃত্যুর এক বৎসর পরে ১৭২৬ শালে বিচারীর্থে মাদ্রীজে যে ৰূপ নগরাধ্যক্ষের বিচার স্থানছিল, সেইৰূপ কলিক। তীয় হইল, তাহাতে ইংরাজ জাতীয় একজন নগরাধ্যক্ষ ও কতি পয় মণ্ডল ছিলেন । যৎকালে ঐৰূপ ধৰ্ম্মাধিকরণ মাদ্রাজে স্থাপিও হয়,তৎকালে কোট অব ডিরেকটর দিগের ইচ্ছা ছিল, যে কতিপয় তদেশীয় ও পৌত্ত্ব গ্রিস এবং আরমেনিয়ানের তাহাতে নিযুক্ত থাকেন,কিন্তু উiহার। সকলেই ঐ কৰ্ম্ম অস্বীকার করিলেন । এবং কলিকাত স্থি ঐ অধিকরণের বিষয়ে তাহার যে২ উপদেশ করিয়াছিলেন তাহার মধ্যে আজ্ঞা করিলেন, যে উহার আড়ম্বর সহজৰূপে সংক্ষিপ্ত হইবে নতুব অধিক বিলম্ব হইলে যথার্থ বিচারে ও ঘূণ হইবে। সুজাউদ্দিন মুরদিদের ন্যায় পরিমিত্তাচার ত্যাগ করলেন. তিনি অতি আড়ম্বরীতে ও ভোথে রত ছিলেন, মুরশিদ কুলি শ্রীর পুরী অতিক্ষুদ্রবোধ কৱিয় তিনি এক নূতন উজ্জ্বল পুী নিৰ্ম্মাণ করিলেন, এবং তুল্যৰূপে অশ্বাৰূঢ় ও পদাতিক সৈন। পঞ্চ সহসু হইতে, পঞ্চ বিংশতি সহসু করিলেন; কিন্তু তথাপি তাহার শাসন প্রথমত এমত বিবেচনা পূর্বক ছিল, যে সকল লোক কহিতুেন, যে তাঁহার সৌভাগ্য উপযুক্ত বটে। তাহার পদপ্রাপ্তির বৎসর পরে রেহারের শুবাদার দোষী