পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৯৪ ) হওয়াতে পদচ্যুত হইলেন, এবং ঐ শুব ខ្សគ বাঙ্গtলর সহিত মিলিত হইল, মৃঙ্গ উদ্দিন নিজপুত্র সফরাজ খাকে ঐ শুবায় নিযুক্ত কুরিতে ইচ্ছুক ছিলেন,কিন্তু তাঁহার পত্নী পুত্রকে বিদেশে পাঠাইতে অস্বীকার করাতে মিরজা মহাম্মদ আলি তথায় প্রেরিত কইলেন, আলিবর্থি নামে তিনি সুবিদিত ছিলেন, এবং তৎসভায় তাহার তুল্য ক্ষমতাপন্ন জন কেহ ছিলেন না, তিনি তদবধি ১৭৪০ শাল পৰ্য্যস্তু একাদশ বৎসর ক্রমিক বেকার শাসন করিলেন । প্রথমত পাটনায় আসিয়। দেখিলেন, রাজকীয় কৰ্ম্ম সকলি নিয়ম শূন্য হইয়াছে, জমিদরের অবাধ হইয়াছেন, ও চতুৰ্দিয়ে দ্যুর দেশ লুঠ করিতেছে, অতএব অতিসাহসী আবদুল কারমখার অধীনে এক প্রস্তুত পঠন সৈন্য সংগ্ৰহ করিলেন,পরে তাহীদের সাহায্য দ্বারা ও যে সৈন্য তিনি আনিয়াছিলেন, তাহদের সাহায্য দ্বারা দেশের সুনিয়ম করিলেন, তিনি জমিদার দিগের নিকট হইতে অধিক মুদ্র আদায় করিয়া সৈন্য বৃদ্ধি করলেন, পরে, যখন সমূর্ণৰূপে চেঃ। সিদ্ধি হইল,তখন আবদুল করিমখার অতিশয় অহঙ্কার হওয়াতে প্তাহার প্রাণদণ্ড করিলেন, এবং কথিত আছে, যে এই কৰ্ম্মম্বারা জবাধ্য ব্যক্তির ভীত হওয়াতে তাহার শক্তি দৃঢ়তর হইল। " প্রায় এই সময়ে আঞ্জিয়ার মধ্যস্থ নিদরলণ্ড নিবাস কতিপয় বণিক লোকেরা পূৰ্ব্বদেশে বাণিজ্য করতে ইচ্ছুক হইয়৷ জাভেদদেশে ইষ্টইণ্ডিয়া কোল্পনি স্থাপন করিতে জর্মনিস্থিত গংরাজহইভেঙ্গাঙ্গা পাইলেন, তাহারবাঙ্গালায় অনেক জাহাজ .geায়ণ করিয়া ৰছগাভজনক বাণিজ্য আরম্ভ করিলেন, কিন্তু ভাঙ্গীতে ইংরাজেরাও ওলন্দাজেয়া হিংসক হইয় এতদ্ধেশহইতে তীর্থীদের মূলোৎপাটন করিতে চেষ্টায় রত হইলেন, ঐ নুতন বণিকের চঞ্জনগরের অন্য পারে বান্ধী বাজার নদিঙ্ক এক স্থানে