( ) ده ) ಕ್ಷf করিলেন, পরে ১৭৩৩ শাল তাহারা বাঙ্গাল হইতে তাড়িত रुंहे८लम, ७द१ उँ रुय्मज्ञ मूर्शडशू इहेब्र नभञ्जूमि श्ल । সুজ উদ্দিন মুরশিদ কুলিনামক জামাতাকে ঢাকা অঞ্চলের নীয়েব নাজিম করিলেন,তিনিও মীরকবীৰ নামক একজনকে নিজ দেওয়ান করিলেন, ঐজন পারসীকের অন্তর্গত সেরাজদেশে জাত এবং হুগলিতে দালালীকৰ্ম্ম কুরিতেন, তিনি লিখিতে বা পড়িতে জানিতেন না, কিন্তু উৎকৃষ্ট বুদ্ধিজীবী ছিলেন, যখন তিনি ঢাকায় নিযুক্ত ছিলেন, তৎকালে ত্রিপুরার স্বাধীন রাজার త్తాస్త్రాత్రా পিতৃব্যের সহিত বিরোধ করিয়। একজন মুসলমান জমাদারের নিকটে আশুয় লইলেন, ঐ জমিদার উহাকে মারহীবের নিকটে সমপর্ণ করিলেন, তাঁহাতে দেওয়ান ত্রিপুরা জয় করিতে উত্তম অবসর বুঝিয়া এক প্রস্তুত সৈন্যের সহিত বুহ্মপুত্র নদ পার হুইয়া রাজা সতর্ক হুইবার পূৰ্ব্বে ঐদেশে প্রবেশ করিলেন, রাজ। সুতরাং পৰ্বত মধ্যে পলায়ন করিলেন, মীরহরীব তাঁহার ভুভূপুলকে ঐসিংহাসনে স্থাপিত করিয়া তথাকার রাজম্বের অধিকাংশ বাঙ্গালীর শুবাদারকে দিতে প্রবৃত্ত করাইলেন,ঐরাজ্য অতিপূর্বকাল্পরিধি স্বাধীন হইয়াছিল, কিন্তু তদবধি মুসলমান রাজ্যেযুক্ত হইল, পর বৎসর মুরসিদকুলি উড়িষ্যার লীয়েৰ শুবাদার হইয়। মীরজীব দেওয়ানকে সমভিব্যtহারে লইলেন, তাহার নিয়মম্বার। তজেশের ব্যয় হুস ও রাজস্ব বৃদ্ধি হইল, এড়ৎ পূর্বশুবাদারের অধিকারকালে ক্ষুর দার রাজার অপকার করতে তিনি জগন্নাথ ৱিগুহ লইয়। উড়িষ্যার সীমা চিক্ষ নদীর পারে গিয়াছিলেন, ত্বাহীতে তীর্থ ষাত্রিকের যে প্রায় ময়লক্ষ মুসা কর দিতেন, তাহ রহিত হওয়াতে রাজষের মূলত হইল, মুরসিদ্ধষ্ণুলি ও দ্রাহীর দেওয়ান প্রথমতঃ উড়িষ্যায় নিয় রাজ হইতে ঐবিগ্রন্থ আনিয়। পুরীতে স্থাপন করিলেন,তাহাতে তীর্থ যাজিকেরা পূর্ববৎ তথায় আসাতে ঐ কর উৎপন্ন হইল।
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১১৫
অবয়ব