পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• ( సి. } তেন, তাহর অধ্যক্ষাতকালে চন্দ্রনগরে দুই সত্যু ইহুকালয় নির্মিত হয়, এবং বাঙ্গালায় ফরাসিদিগের অতিশয় প্রস্তুৰ বৃদ্ধি হয় । . ' ১৭৩৭ শীলের ১১ অকে্টাবর রাত্রিকালে ভাগীরথীর মুখ অঞ্চলে অতিশয় ঝড় হয়,নদীর শতক্রোশ পর্যন্ত বিলক্ষণ অনুভব হইয়।ছিল, তাহাতে কলিকাতাস্থ লোকদিগের অসম্ভব ক্লেশ ভোগ করিতে ইল, এবং তৎকালে দৃঢ়তর ভূকল্প হইবাতেই নগরের অপরিমিত হানি হইল, দুইশড় গৃহ নষ্ট হইয়াছিল, ও অতি চমৎকৃত গিরিজার চূড়া ভগ্ন না হইয়! ভূমি মধ্যে মগু হইল । জাহাজ মুলুপ ও নৌক সমুদায়ে প্রায় বিংশতি সহ নষ্ট হইল, নদীস্থিত নয়খন ইংরাজীদগের জাহাজের মধ্যে অষ্টখন নাবিক লোকের সহিত নষ্ট হইল, দুই সহসুমনি নৌকাসকল বৃক্ষেীপরি উৎক্ষিপ্ত হইল, এবং নদী হইতে একক্রোশ পর্যন্ত পূবুে ক্ষিপ্ত হইয়াছিল, প্রায় তিন লক্ষ প্রাণী নষ্ট হইল, নদীর জল স্বাভাবিক অবস্থা হইতে ষড়বিংশতি হস্ত উচ্চ হুইয়াছিল; এই দুখভোগানস্তর পরবৎসরে তদনুৰূপ দুর্ভিক্ষ হইল, তাহাতে কলিকাতাস্থিত শাসনকৰ্ত্ত অতি উদ্যুক্ত হইয়। এতদেশীয় দরিদু ব্যক্তিদিগের অনেক সাহায্য করিলেন, তাহীদের রাজস্ব ক্ষমা করিলেন, ভাবিকর্মের আশায় অগ্ৰে ধন প্রদান করিলেন, চাউলের মাসূল নিবৃত্ত করিলেন, এবং সরকারি ধন হইতে অনেক খাদ্য দ্রব্য ক্রয় করিয়া দানদিগকে বিতরণ করিলেন। সুজাউদিন চতুর্দশ বৎসর পর্যন্ত রাজত্ব করিলেন, ঐ কাল অতি সৌভাগ্যযুক্ত ছিল, তিনি যথার্থ বিচার ও দয়া ও দতৃিত্বের মূৰ্ত্তিম্বৰূপে বর্ণিত আছেন। যে সকল ব্যক্তিদিগের অপকার করিয়াছেন, এমত বুঝিলেন তিনি মৃত্যুর পূর্বে তাহাদিগাইতে ক্ষম প্রার্থনা করিলেন, তিনি নিয়মানুসারে এককোট হুইতেও অধিক মদ্র দিল্লীতে পাঠাইতেন,একারণ কৰ্ম্মে স্থিরতর ছিলেন,