{ తt ) 齡 o দ্বারা বেষ্টন করিয়া পঞ্চশত বর্ষাধরিলোক তাহার চতুদিগে নিযুক্ত করিয়াছিলেন, এবং তাহাদিগের প্রতি আজ্ঞা ছিল; যে যদি যুদ্ধে পরাজয় হয়, তবে তাহার। অস্ত্রাঘাতদ্বীয় তাহীকে নষ্ট করিবে;ঐ লোকের আজ্ঞাবাক শুবণ মাত্র করিয়াছিল, যখন সায়দআহাম্মদ শকট হইতে অবরোহণ করিলেন, জুন কোন জন কোন অপকার করিল না, একজন মোগল তাঁহাকে হত্যা করিতে ঐ শকটে নিযুক্ত থাকিয় স্বয়ং মারাপড়িয়াছিলেন । আলিবদি থা আনন্দাশ্রসমেত তাহাকে লইয়। কতিপয় দিবস যাপন করি লেন, পরে তাহীর মাতাপিতার আনন্দার্থে মুরসিদীবাদে পাঠ ইলেন, ভঁহি'র সহিত সৈন্যের কিয়দংশ ও পাথেয় দ্রব্যাদি অনেক পাঠাইলেন, অনন্তর এক নূতন শুবাদার তথায় স্থাপন করিয়া স্বচ্ছন্দ কপে পঞ্চসহসু অশ্বাকঢ় সৈন্য ও সেনাপতিদিগের সহিত মৃগয়া করিতেই প্রত্যাগমন করিলেন । যেসকল দূর্ঘটন বাঙ্গালীয় অনেকশত বৎসর পর্যন্ত ছিল, তাহা এই সময়ে ঘটিবার উপক্রম হইল,প্রায় শতবৎসর পূর্বে । মারহাউরা তাহারদের চতুর্দিক জয় করিয়া ভারতবর্ষের পশ্চিম প্রদেশে নৃতন সমুজ্য স্থাপন করিয়াছিলেন, যে সকল দেশ অধিকারে রাখিতে ন পারিতেন, তাহ সৰ্বদ লুঠ করিতেন, এবং কিছুকাল পূর্বে তাহার একপ লুঠ ন করেন, একারণ নিকটস্থ জমিদারের রাজস্বের চতুর্থাংশদিতে স্বীকার করিয়াছিলেন, বাঙ্গালাদেশে তদবধি তাঙ্কাদের আক্রমণ হয় নাই, কিন্তু অণস্তর উীহীর ঐৰূপ করিতে স্থির করিলেন । আলিবদি অঙ্গে সহচর লোকের সহিত যর্থন মেদিনীপুর নগরে উপস্থিত হইলেন, তৎকালে নাগপরের রাজা রঘুজীর সেনাপতি ভাস্কর পংিঃ তের অধীনে পুঞ্চবিংশতি সহসু অস্বাকচ মারহাউর সৈন; ১২ তৎস্থানে আসিল, শুবাদারের এমত দুর্ঘটনার উপযুক্ত আহরণ - {
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১২৫
অবয়ব