পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 33 ) জামতে অতিশয় বিপত্তিতে পণ্ডিপেন, তিনি নিজ জামাত। জৈনউদিনকে উপদেশ করিলেন, যে মুস্তাফার প্রতি মনোযোগ রাখবেন, ও তাঁহার বাঙ্গালার আগমনরোধ করবেন, জুলন্তর কালবিলম্বার্থেরগুী এদেশ জুক্ৰিমণনা করেন, এতদৰ্থে দূত প্রেরণ করিলেন,তাহাতে রঘু জী অহঙ্কার পূর্বক উত্তর করিলেন, যে উহার ক্ষমাকরণের মূল ভিন কোটা টাকা দিতে হইবে, শুবাদার তাহ একেবারে অস্বীকার না করিয়া দুই মাস পর্যন্ত আশায় রাখলেন, ইতিমধ্যে জৈনউদ্দিন মুল্লাফীর সহিত যুদ্ধ কলিয়া উহাকে মারাতে তাহার সৈন্যের ছিন্ন ভিন্ন হইল । শুবাদার এই জয় শ্রবণে এক শত্র হইতে আপনাকে মুক্ত দেখিয়া মারহাট্টাদিগের নিকটে অহঙ্কার পূর্বক উত্তর পাঠাই বাতে উভয়পক্ষে বর্মাবসানে যুদ্ধ করিতে প্রস্তুত হইলেন, পরে অনেকবার যুদ্ধ হইল, তাহাতে রঘু লী ক্ষয় পাইলেন, এবং শুব দারের সেনাপতি সমসেরখা ও সরদারখা এই দুইজনের বিশ্বাস ঘাতকতান থাকিলে রঘুজ বন্দীহইতেন । কাটোয়ায় এক নিষ্পত্তিকারি যুদ্ধ হওয়াতে মারহাউরা সমূর্ণৰূপে পরাজিত হুইল,তাহীদের অনেক লোক মারা পড়িল, এবং অবশিষ্ট লোকে দু:স্বদেশে পলায়ন করিল,অন স্তর আলিবদি যে मृहे সেনাপতির। মীরহাট্টাদিগের সহিত মিল করিয়াছেন এমত বঝিলেন, ঐ বিশ্বাস ঘাতকদিগকে বিদায় করিলেন, তাহার ছয় সহসু, অনুগ্রতলোকের সহিত বেহারের অন্তঃপাতি দুর্বঙ্গনামক স্থানে গমন করিল। অতঃপর যে অস্পকাল বিরোধ শূন্য হইল, তন্মধ্যে শুবাদার তাহার দুই দৌহিত্র জৈন উদিনের পুস্ত্রদিগের বিবাহ ঘট পূর্বক সমাপ্ত করিলেন । কটক অঞ্চলে তৎকালে ও মারহাট্টাদিগের অধিকাবছিল, জলিবাঙ্গ তখ1হইতে তাহাদিগকে তাড়াইতে প্রতিজ্ঞ করিয়া ক্ষম সেনাপতি মীরজাফরকে যুদ্ধাথে পাঠাইলেন,জাফর মেদি