নীপুরে গিয়। সুভোগে রত রছিলেন, এবং শত্রুর আগমন করিলে তিনি বৰ্দ্ধমানে আসিলেন, কিন্তু ঐসৈন্যের এক সেনাপতি আউউল্লাখ যুদ্ধ করিয়া তাহাদিগকে পরাজয় করিলেন, পূর্ব বধি কিছুকাল পর্যন্ত এক মহন্ত তাঁহাকে শুবাদার হুইবার অাশ দেওয়াতে তিনি এই বিজয়দ্বারা তাহার প্রভুকে পদচ্যুত করিতে ষড়যন্ত্র করিলেন, মীরজাফরকে বেহর দৈর্শ দিতে স্বীকার করিয়া উহার পক্ষে আনিলেন, কিন্তু ঐ সেনাপতি উত্তম বন্ধু দিগের পরামর্শ দ্বারা ঐ মানস ত্যাগ করিলেম, স্ট্রলিবন্সি এই বিশ্বাস ঘাতকতা শ্রবণমাত্রে ত্বর পূর্বক তথায় গিয়া মীরজাফa ও আটউল্লখি। উভয়কে কল্প হইতে বিদায় করিয়া দিলেন, এবং এই দুইসেনাপতি ও কিয়দংশ সৈন্য হ্রাস হইলেও তিনি যুদ্ধদ্বারা মরউদিগকে দমন করিম ১৭৪৮ শীলের বর্ষাকালের পূর্বে মুরশিদাবাদে অমিলেন । অনন্তর নতম বিশ্বাসঘাতকতা উপস্থিত হইল, ওঁtহার ভ্রাত্ত 鸣 3 گر. পুত্র বেহারের শাসনকৰ্ত্ত জৈনউদ্দিন কিঞ্চিৎ পূৰ্বে রাজধানী তে আসিয়া রাজসভার সৌন্দৰ্য্য দ্বারা মোহিত হইয়াছিলেন, তিনি ভ্রাতাদিগের অক্ষমতা ও পিতব্যের বাদ্ধক স্মরণ করিয়া যুঝিলেন, যে অস্প চেষ্টীম্বার বাঙ্গালার শুকাদার হইতে পারি। বেন, অতএব তিনি আলিবদি কৈ লিখিলেন, যে দুইসেনাপতি সমসেরখাও সর্দারখাকে তিনি বিদায় করিয়াছেন, তাহার দুর্বঙ্গেতে ক্রমিক সৈন্যবৃদ্ধি করিতেছে, অতএব তাহারদের পর। জয় অথবা রাজসরকারে নিযোগ করা উচিত,তাহাতে যদি উীহায় আজ্ঞা হয়, তবে তাহাদিগকে তাহারদের অনুগ্রত লোকের সহিন্ত সৈন্যমধ্যে নিবিষ্ট করেন, তাঙ্কার মানস ছিল, যে সৈন্যবঞ্জি করিয়াসিংহাসনের নিমিত্তে ৰিৱাৰ করেন, ইহাতে শুবাদার অনিচ্ছ পূর্বক সমস্তইইলেন জৈমউদিন ঐ সেনাপতি দিগকে, নিজকর্মে প্রবেশাখ আস্থান করিতে তিন প্রস্তুত দূত প্রেরণ
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৩৫
অবয়ব