পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

يث لان ). করিলেন, অনস্তর সন্ধি নিয়ম স্থিৰ হইলে ত"tহার বহু সৈন্যের সহিত গঙ্গীর পর্যন্ত আসিলেন, এবং ঐ শাসনকৰ্ত্তাকে নদ। পার কষ্টয় তাহারদের সহিত সাক্ষাৎ করিতে অনুরোধ করাতে তিনি যাইলেন, ও তাহারা তাহাকে সমাদর পূর্বক গ্রহণ করিলেন, এবং তিনি তাহাদিগের ও তাহীদের সৈন্যদিগের পার হুইবার কারণ নৌকা আহরণ করতে অজ্ঞ করিলেন, অনন্তর ঐ শাসন কৰ্ত্তার নিকটে এর আর সেনাপতিদিগের সাক্ষাৎ করিতে পাই : দিমস্থির হইল, কিন্তু তাহাঁর প্রতি তাহুদি গের বিশ্বাস না থাকতে তিনি কেবল গৃহস্থিত ভূত্যের সহিত থাকিয় তাহাদিগের গ্রহণ করিতে স্বীকার করিলেন, প্রথম দিনের সাক্ষাৎকার নিবিরোধে হইল, দ্বিতীয়দিনে ক্রমে২ গুণহীয়দের সৈন্যদ্বারা রাজপুরী পরিপূর্ণ হইল, এবং শাসন কৰ্ত্তীর নিকটে যে সকল সেনাপতিরা আসিয়াড়িলেন, তাহদিগের তিনি তাম্বুল বিতরণ করিতে লাগিল্লেন, ইতিমধ্যে ত৷: হীদের একজন একাঘাতে তাহীকে মারিয়া ফেলিলেন, পুর মধ্যে তৎক্ষণাৎ রাজবিস্রোহের ঘোষণা হওয়াতে তাহীর ভূতে্যু র কৃপাণপাণি হইয়া বহির্গত হইলেন, কিন্তু ঐ বঞ্চক দিগের বিবরণ করিবার সময় উত্তীর্ণ হইয়াছিল, তাহার। তন্মধ্যে নগর অধিকার করিয় ছিলেন । “ সমসেরর্থ। পূীলুঠ করিয়া মৃতশাসন কৰ্ত্তার পিতা হাজি অহম্মদের অদৃষণার্থে লোক প্রেরণ করিলেন, ঐ বৃদ্ধের নি মিত্তে এক ক্রতথামি অশ্বপ্রস্তুত হইয়াছিল, তিনি তাঁহাছার পলায়ন করিতে পরিচান, কিন্তু ধন ও স্ত্রীলোকদিগকে পরি ত্যাগ করিতে অসমর্থ হুইয়। বিলম্ব করাতে চারিরা তাহ কে আটক কৱিল, অমস্তর সপ্তদশ দিবস পর্যস্ত ধন প্রকাশার্থে প্ত স্থার অতিশয় যন্ত্রণ করাতে তিনি অবশেষে দুঃখে প্রাণ ত্যাগ ক্ষরিপেন,পরে বিক্সোছ কারির প্রায় সপ্ততিলক্ষ টাকার স্বর্ণ