বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( u } বেীপ করিতে পারি যে তিনি যে সকল কম কারি লোকদিগকে নিযুক্ত করিতেন, ত'হারদিগের প্রতি নিজং অধীন পেশলুঠ করিয়া সমসঞ্চয় করিতে অনুমতি থাকিত, তাহাতে কর্মকারিয়া বদ্ধিষ্ণ হইতেন ও দরিদ্র প্রজার মারাপড়িতেন । আলিবদি কিঞ্চিৎকাল বিশ্রাম করিয়া উড়িষ্ঠ হইতে মহারাষ্ট্ৰীয়দিগকে তাড়াইতে পুনৰ্বার সৈন্য লইয়া,যাত্রা করি লেন, তাছার উপস্থিতি মাত্রে তাহার। পলায়ন করিল, তিনি লক্ষ্যং যুদ্ধে তাহাদিগকে নিযুক্ত করিতে পারলেন না, কেবল পৰ্বতোপরি ও সুমমধ্যে তড়ি। তাড়ি করিয়ী রাজধানীতে প্রত}} গমন করিলেন, কিন্তু তাংরি আগমন মাত্রে মীরহবীব বন হইতে বহিভূত হইয়৷ পূৰ্ববং লুঠ আরম্ভ করিলেন, আলিবদিকে সুতরাং পুনৰ্বার সৈন্য লইয়া অগ্রসর হইতে হইল, তিনি এপর্যন্ত বর্ষাকালের পূর্বে ভাগীরথীতীরে আসতেন, কিন্তু তং কালে ঐ দফুদিগ হইতে ভদেশ উদ্ধার করিতে অত্যন্ত ইচ্ছ কা হইয়া মেদিনীপুরে বর্ষাকাল পর্যস্ত শিবির করিতে স্থির করি লেন, কিন্তু যখন এই সকল উদ্যোগ সমৃর্ণ হইল, তখন এ হত ভাগ, শুবাদার নূতন বিশ্বাসঘাতক কৰ্ম্মম্বার ভীত হইলেন । . তিনি নিজ দৌহিত্র সেরাজ উদ্দৌলাকে তাহার পিত অপেক্ষী অধিক ভালবাসিতেন, এবং ঐ বালক তাহার অতিশয় স্ট্রে দ্বারা ভুঃস্বভাব হইয়াছিলেন, কতিপয় দুৱাচারি মনুষ্য ভাইট কে বশীভূত করিয়। ঐ প্রিয় মৃতোমহের প্রতি মন বিরক্ত করিয়া দিলেন, এবং তাঁহার রাজ্য লইতে চেষ্টা করিবার উদ্যোগী করিফু দিলেন, তিনি তাঙ্গীদের পরামশে রত হইয়। আলিবদিকে হার দুষ্ট ব্যবহার নিমিত্তে তিরস্কার করিয়৷ এক পক্স লিখি লেন, এবং ঐ সকল অনুগড়খলাকের সহিত পাটনায় চলিলেন, প্তাঙ্কার ঐ স্থানের শাসনকৰ্ত্ত নামমাত্র ছিল, তিনি তখায় সৈন্য সংগ্ৰহ করিয়া মাতামহের সহিত যুদ্ধাথে গমন করতে