( ১৩ } লেন, সকলেই আপন; রক্ষাচিস্ত করিয় যে মৌকা প্রথমে পাইলেন, তাহতেই উঠিলেন, শাসনকত্তা ড়েক সাহেব ও প্রধান সেনাপতি প্রথমতঃ পলায়ন করিলেন, অতি অম্পক লেয় মাধ্য সমুদায় নৌকা প্রস্থান করিল, কতিপয় জাহাজের নিকটে ও কতিপয় হাওড়ায় চলিল, কিন্তু অৰ্দ্ধেক অপেক্ষা অধিক সৈন্য ও ভঙ্গুলোকের পশ্চাৎ পড়িয়া রছিলেন, যখন শাসনকৰ্ত্তার পলায়ন বিদিত হইল, অবশিষ্টের একত্র হইয় হলেওএল সাহেবকে প্রভু করিলেন। পলায়িত লোকের যে সকল জাহtজে ছিলেন, সে সকল জাহাজ নদীর এক ক্রোশ দূরে গিয়া নেঙ্গর করিয়াছিল, ১৯ জুন বিপক্ষের পুনৰ্বর আক্রমণ করিয়া তাড়িত হইল, অতএব তথায় আদিয়া সৈন্যদিগের উদ্ধারার্থে জাহাজে ইঙ্গিত প্রেরিত হইল, এবং তাছ; অনায়াসে সল্পর হুইত, কিন্তু যে দুই দিন পর্যন্ত দূর্গ স্ববশে ছিল, তন্মধ্যে পোত স্থিত লোকের র্যাহীদের পরিত্যাগ করি য। অমিয়াছিলেন, তাহাদের রক্ষার্থে কোন চেষ্টা করিলেন মা, তাঙ্গারদের এক মাত্র আশা ছিল,যে য়ায়ল জৰ্জ্জ নামক জাহাজ চিতৃপুরে নোঙ্গর করিয়াছিল, হালওএল সাহেব ঐ জাহাঙ্গুম্বে গড়ের ধারে আসিতে অজ্ঞা করিয়া দুইজন ভদ্রলোককে পাঠাইলেন, কিন্তু ঐ জাহাজ আসিবার কালে পথিমধ্যে ভূমিতে এমত যুদ্ধ হইল, ষে পূণর্বর তাহার মোচন হইল না, 常黑 হতভাগ্য সৈন্য দিগের শেষ আশাও নষ্ট হইল, ১৯ তারিখ রীক্সকালে বিপক্ষে球 দুর্গের চতুদিগস্থ অবশিষ্ট গৃহ সকলে অগ্নিপ্রদান করিল, ২০ ভারিখ পূর্বাপেক্ষ দৃঢ়ভর আক্রমণ করিল, হালওএল সাহেব তাহারদের বাঁধার চেষ্টা বিফল দেখিয় শুবাদারের সেনাপতি মাণিকচঞ্জের নিকটে সন্ধিনিমিত্তে এক পত্র পাঠাইলেন, দুই প্রহর চতুর্থ ঘণ্টার সময়ে শত্রুদিগের একজন দাহুনিবায়ার্থে ঈঙ্গিত করাতে ইংগ্রাজের বোধ করিলেন, সে সেনাপতি रू दे८७
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৫২
অবয়ব