( $86 ) শত্রুর সহিত তিনি যুদ্ধ করিতে অমিয়াছেন,এবং তৎক্ষণাৎ Sifg ক্রোশ দূরে শিবির নাড়িয়। লইলেন, কুইক পূনৰ্বার আক্রমণ ক{ি তে উদ্যোগ করলেন, কিন্তু সেরাজউদৌল যুদ্ধে মনঃপীড়। প! ইয়। সন্ধি করিতে সম্মত হইয় ৯ ফেব্রুয়ারি সন্ধিপত্রে স্বাক্ষর করি লেন, ঐ সন্ধিদ্ধর ইংরাজের পূর্ববং সমৃদয় ক্ষমতা পাইলেন, ৫ছদের বাণিজ্য দ্রব্য এদেশে আনিতে পথিমধ্যে শুল্ক রচিত । ইল, এৱং কলিকত। সুরক্ষিত করিয়া যুদ্রালয় স্থাপন করতে অনুমতি পাইলেণ, এবং নবাব যে সকল দ্রব লইয়াছিলেন, তাহত হাঁকে প্রতিদা করিতে হইল, ও সে সকল দ্রব্য নষ্ট হইয়ছিল, তাহার মুল দিতে হইল, এই সকল সন্ধি নিয়ম নবাবের পক্ষে অতি অনুকূল ছিল, কারণ তিনি বুঝিলেন, যে ইংর জের বিজয়ী হইয়াছেন, কিন্তু কুইব সাহেব জানিতেন, যে ইউরোপে ইংরাজ দিগের ফরাসিদের সহিত যুদ্ধ অরম্ভ হইয়াছে, এবং উল্লির যাবৎ সৈন্য ছিল,চন্দ্রনগরে ফর সিদিগেরে তাবৎ ছিল, অতএব তাe; দিগকে জকেমন করিবার পূৰ্বে নবাব হইতে সমূর্ণৰূপে আপনাকে মক্ত করিতে ইচ্ছুক ছিলেন । ঐ ভূভয় জাতির মধ্যে মদ্ধের সমীচীর ফলিকাতায় অসিলে কাইব ফরাসিদের নিকটে প্রস্তাব করিলেন, মে ভারতবর্ষে উভয় জাতির পক্ষপাতশূন্য থাকেন অর্থাৎ কেহ কহ কে আক্ৰমণ ক;ি বে না,চন্দ্রনগরের শাসনকৰ্ত্ত উত্তর করিলেন যে তিনি এই প্রস্ত সে গলত হইতে নিতান্ত ইচ্ছক আছেন, কিন্তু যদি কোন ফরাসিদের অধিক সন্তান্ত সেনাপতি আইসেন, তবে তিনি এ সন্ধি ভঙ্গ করিতে পারেন, রাইব দেখিলেন, যে এমত কোন ব্যবস্থা নাই, যাহাতে নির্ভর করা যায়, ও ফরাসিদিগের এতাবৎ অধিক সৈন্য যেপর্যন্ত চন্দ্রনগরে থাকিবে, তাবৎ কলিকাতার রক্ষা কোনমতে নাই, এবং তিনি জানিতেন, সেরাজউদৌলা কেবল ভয়প্রযুক্ত সন্ধি করিয়াছেল, অতএব প্রথম অবসর হইবামাত্রে যুদ্ধাদ্যোগ করিবেন, সৰ্বদী や憂
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৬০
অবয়ব