পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( .63 ). ছিল, সেইৰূপ ছয় সহ নিজসৈন্য ছিল, এবং যেসকল মহাশয়র মীরজাফরকে সিংহ সনে স্থাপন করেন, তন্মধ্যে তিনি সর্বাপেক্ষা বুদ্ধিমান ছিলেন, সেরাজউদৌলকে পদচ্যুত কুরিতে যখন বড়যন্ত হইয়াছিল, তখন রায়দুল্লভ যড়যন্ত্রকারিদিগের নিকটে প্রস্তাব করেন, যে সেরাজউদৌলার পরিবর্তে মীরজাফরকে নবাব করা উচিত হয়, মীরজাফর তথাপি এক্ষণে র্ত হার সর্বনাশের চেষ্টা করিলেন, মীরজাফর তাহীকে এমত বিদ্বেধী বোধ কৱিলেন, যে তিনি সেরাজউদৌলার কনিষ্ঠভ্রাতার পক্ষে আছেন, এইৰূপ সন্দেহপ্রযুক্ত ঐ নিদোষী যে সেরাজউদৌলার ভ্রাত তাহার প্রাণনাশ করিলেন, দুর্লভ কেবল ইংরাজদিগের শরণাগত হইয়। প্রাণরক্ষ পাইলেন । নবাব বহু কালাৰপি বেহারের মায়েব শাসনকৰ্ত্তা রামনারায়ণের সম্পত্তি অপহরণ করিয়া তৎ • পদে নিজ ভ্রাতাকে স্থাপন করিতে স্থির করি লেন, কিন্তু কুইব সাহেব কহেন,যে তাহীর ভ্রাতা তাহ অপেক্ষীয় নিবোধ ছিলেন, মেদিনীপুরের শাসনকৰ্ত্ত রাজারামসিংহ নবাবের প্রতি ভগ্নচিত্ত হইলেন, কারণ নবাব তাহার ভ্রাতাকে কারাগারে রোধ করি । য়াছিলেন, পূরণীয়ার নায়েব শাসনকওঁ,আদলসিংহ রাজসভার কুমন্ত্রণাদ্ধার রাজবিদ্রোহী হইয়াছিলেন, এইৰূপে জাফরের রাজ্য প্রাপ্তির পর পঞ্চ মাসের মধ্যে তিন প্রদেশে তিন বিদ্রোহ উপস্থিত হইল, মীরজাফরকে সুতরাং কুইব সাহেবের সাহায্য প্রার্থনা করিতে হইল, কারণ তাঁহার প্রতি বাঙ্গালায় সকলের বিশ্বাস ছিল, তিনিও বিশ্বাসের উপযুক্ত পাত্র ছিলেন, যেহেতু তিনি যুদ্ধব্যতিরেকে ঐ তিন বিবাদ ভঙ্গ করিলেন, নববের অতিশয় বিনয়প্রযুক্ত তিনি ইংরাজিসৈন্যের সহিত পাটনীয় গমনোদ্যত হইয়। মুরসিদীবাদে উপস্থিত হইলেন, নবাব ইংরাজদিগকে যাবন্ধন দিতে স্বীকার করিয়াfছলেন, তাহার অপিক অংশ অদত্ত থাকাতে কুইব সাহেব রাজধানীতে আসিয়া