পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( *७१ ) দেরাম ও বিনাশুল্লুেবাণিজ্যস্থার দেশে অপকার বিষয়ে কটু ক্তিতে অভিযোগ করিলেন, বন শিটাট মাহেব তাঁহার মাস্তু মার্থে সচেষ্টক হইয়। প্রস্তাব করিলেন, সে এত দেশীয় লোকের। ও ইংরাজের তুলাৰূপে সকল দ্রব্যে শতকরা নয় টাক মাসূল দিবেন, এবং কহিলেন যে কলিকাতাস্থিত সভার অনুজ্ঞা ব্যতি রেকে এমত ব্যবস্থা করিতে তাহার সামর্থ নাই, কিন্তু এইৰূপ করিতে তিনি পরামর্শ দিবেন, নবাব অতিশয় অসম্মতি পূর্বক তাহাতে স্বীকার করিয়া কহিলেন, যদি এদেষ পরিহার না হয়, তবে সমুদায় মাসূল রহিত করিয়া ইউরোপীয় ও এতদেশীয় লোকের তুল্যতা করিলেন, বনশিটাট সাহেব ঐ বিষয় সভায় প্রস্তাব করিতে সত্বরে কলিকাতায় আসিলেন, মীর কম্বুসিম উহাদের অনুমতি অপেক্ষীনা করিয়া শুল গ্রাহুিদিগের প্রতি ইং বু জদিগের দ্রব্যে শতকরা লয়টক অ দায় করিতে তৎক্ষণাৎ অজ্ঞা করিলেন, ইংরাজের তাহাদিতে অস্বীকার করিয়া এতদেশীয় আমলাদিগের রুদ্ধকরিলেন, এবং নীনাদেশীয় কারখানারপ্রধান লোকের স্বস্বস্থানহইতে শীঘু কলিকাতায় আসিলেন, কেবল হষ্টিংস সাহেব ব্যতিরেকে সকলেই শতকরা নয়টাক মামূলবিষয়ে বনশিটাটাসাহেবের প্রস্তাব ঘূণাপূর্বক ত্যজ্য করিলেন, তাহার। কেবল লবণ বিষয়ে সাদ্ধ দই মদ্র দিতে সম্মত হইলেন, মীরকাসিম তৎকালে নেপালে যুদ্ধযাত্র করিয়াছিলেন, কিন্তু তথায় সুসিদ্ধ হইলেন না, তথাহইতে প্রত্যtগমন কালে শুনিলেন, যে কলিকাতার সভাপতিরা মাসুল দিতে অস্বীকার করিয়া উtহর আমলাদিগকে আটক করিয়াছেন,তিনি তৎক্ষণাৎ বাঙ্গাল ও বেহায় সমুদায় অঞ্চলে মাসূল রহিত করি লেন, সভাপতিরা তাহাতে অতিশয় ক্রোধানৃিত হইলেন,তাহ। দের ইচ্ছ। (য নবাব নিজপ্রজ৷ হইতে পূৰ্ববং মাসুল আদায় কর