পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ي ساد ) ছিল, তাঁহাকেও তাঁহাই দিতে স্বীকার হইল, কিন্তু ডিরেক্টরের; তাহ র হাস করিয়। বৎসরে ষোড়শ লক্ষ মৃদ দিতে আজ্ঞা করিলেন। q.” বাঙ্গালার ইতিহাস মধ্যে ১৭৭০ শাল অতিদুৰ্ভিক্ষ নিমিত্ত্বে চিরস্মরণীয় অাছে, ঐ দুভিক্ষদ্বারা বাঙ্গালী দেশ প্রায় মনুষ্য শূন্য হইয়াছিল, দরিদুলোকের যে দুঃখ হইয়ছিল, তাহার বর্ণনা কর। মনুষ্যস্থ্য নহে, ইহাতে তৃতীয়াংশ মনুষ্য নষ্ঠ হইয় ছিল, এই উক্তিদ্বারা পাঠকবর্গ বিবেচনা করিবেন। এ বৎসরে ডিরেকটরের মুরসিদার দে ও পাটনায় রাজস্থান এক২ সভা স্থাপন করিলেন, এবং অজ্ঞা করিলেন, যে তাঁহাতে ইংরাজদিগের সভ্য ভূত্যের নিযুক্ত থাকিয় রাজস্থ বিষয়ে অনুসন্ধান করিবেন, এবং বিধিমত কাৰ্য্য নিরীহ হয় কি না, তাহ দেখিবেন, কিন্তু তথাপি রাজস্বের নির্বাহ এতদেশীয় লোকের হস্তে রহিল, মহম্মদ রেজাখ মুরশিদাবাদে রহিলেন, এবং রাজ স্বেতাবরায় পাটনায় রছিলেন, ভূমি বিষয়ের যে কোন কাগজপত্র সকলেই তাঁহাদের মূৰু চিহ্ন ছিল। বরিলষ্ট সাহেব ১৭৬৯ শীলে এদেশের কন্তু কৰ্ম্ম পরিত্যাগ করতে কাটর সাহেব তৎপদ পাইলেন, কিন্তু কলিকাতাস্থিত রাজসভার ক্ষীণতাপ্রযুক্ত কোম্পানির সর্বনাশ হুইবার উদ্যোগ হইল, অতএব কলিকাতার পূর্ব বড় সাহেব বনু শিটাট স্কাৰ্য্যটন ও কর্ণেল ফোর্ড এই কয়েক সাহেবকে দোষোস্কার করিতে এবং ব্যয়ল’ঘবাথে পাঠাইতে স্থির "হইল, কিন্তু তাহারা ভারতবর্ষে কদাচ অসিতে পারিলেন না, তাহীর যে জাহাজে আরোহণ করিলেন, তাহ অন্তরীপ উত্তীর্ণ হইলে, পরে কি হইল, তাহার সংবাদ পাওয়া যায় না, বোধ হয়, তৎস্থিত লোকের সহিত সমুদ্রমধ্যে মারা পড়িয়াছে। -