পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( >br8 ? । পঞ্চদশ অধ্যয় । & ১৭৭২ শীলে হটর সাহেব অধ্যক্ষতা পরিত্যাগ করিলে, ওয়ারেন হস্টিংস সাহেব তৎকৰ্ম্ম পাইলেন, ভারতবষে কোম্পানির নিযুক্ত যে সকল মনুষ্য ছিলেন, তাহদের সকল অপেক্ষ। তিনি অতি প্রধান ছিলেন, তিনি ১৭৪৯ শীলে অষ্টাদশবর্ষবয়সে সভাকক্ষে আসিয়৷ অতিপরিশুমপূর্বক এড়দেশীয় রাজনীতি ও ভীষ শিক্ষা করিতে আরম্ভ করিয়াছিলেন, ১৭৫৭ শ'লে উtহার বয়স যড়বিংশতিবর্ষ মাত্র থাকিলেও কুইব তাঁহাকে মুরশিদীবীদের দরপারে রাখিয়াছিলেন, ঐ কৰ্ম্ম তৎকালে অতি প্রধান ও কেবল বড়সাহেবের নীচে ছিল, বনশিটাট সীত্বেপ দখল কলিকাতায় সৰ্ব্বে পরি হইলেন, তখন তাহার কেবল কৃষ্টিংস সংস্থলের প্রতি বিশ্বাস ছিল, ১৭৬১ শালের ডিসেম্বর মাসে হ৪িংস সাহেব কলিকাতার সভায় আসিলেন, এবং বনশিটট মাহুেধের মতে কেবল তাহার মত ছিল, নতুবা সকল সভাপতিদের মত বিপরীত ছিল, সকলে যেৰূপ চৌর্য্য করিতেন, তিনি নেকপ ছিলেন না, তাহার সহচরেরা এক নবাব রহিত করিয়। অপর নবাব স্থাপন দ্বারা বিপল ধন সঞ্চয় করি লেন, কিন্তু তিনি কদাচিৎ কিঞ্চিৎ লইয়াছেন, এমত সন্দেহ ও হয় নাই, তিনি ১৭৬৫ শীলে তাহার বন্ধুবন শিটাট সাহেবের সন্ধিত যখন গৃহ গমন করিলেন, তখন এমত নিঃস্ব ছিলেন যে ভিন্নদেশীয় লোক হইতে অল্পধন ঋণ করিতে হুইল, তাহার অধীন খোজপেট্রুস তাহাও উহাকে দিলেন না, । ১৭৭০ শালে তিনি মাদ্রাজস্থিত সভায় দ্বিতীয় অধিপতি হুইয়। আমি লেন, এবং তথায় এমন্ত উত্তমরীতি করিলেন, যে ডিরেকটরের তাহ কে আতিশয় ধন্যবাদ দিলেন, এবং যখন কলিকাতায় বড়সাহেবের কম খালি হইল, তখন তাহার। বুঝিলেন, যে হুঃিংস সাহেব হইতে তৎকষ্মে অধিক উপযুক্ত কেইই নাই,