পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 'సి' } vভন, তাঁহাতে হেতু প্রায় ছিলনা, কেব। ক্ৰোধ মাত্র মূল ছিল, ক্যতঃ প িৈলয়ামেণ্টের દ્ધરે মতন কvপনাব{ি ১৭৮০ :*: পর্ম ও ছয় বৎসরের মধ্যে যে এই স্তন্ন মত্তাবলম্বিসভা একেধানে উচ্ছিন্ন হয় নাই, অতি আশ্চৰ্য্যর বিষয়, হষ্টিংস সাহেব মিডলটনসাহেবকে ধীতে স্থাপিত কুরিয়াছিলেন, ঐ সভা সদের স্বপক্ষে অধিক হওয়াতে প্রথম সভায় দুইদিন পরে । তাহাকে আহ্বান করিলেন, এবং হস্টিংস সাহেব নবাবের সহিত যেৰূপ নিয়ম করিয়াছিলেন, তাহ ন মানিয়া উtহাহইতে অধিক গ্ৰiথনা করিলেন, হfষ্টংসমাহেব তাহীদের একপ কম্মে নিরস্ত রাখিতে বিস্তর নিবেদন করিলেন, তিনি কহিলেন, ইহাতে অত্যন্ত অপকার হইবে, কারণ ইহাতে সর্বত্র বিদিত হইবে, যে রাজসভায় মতভেদ হইয়াছে, যেহেতু এতদেশীয় লোকের জtrন যে রাজসভার প্রধান বড় সাহেব যদি তাহাকে, শক্তিহীন দেখে তবে সহজে বুঝিবে যে রাজসভায় গোলযোগ উপস্থিত হইয়াছে, কিন্তু সভাসদের ক্রোধপ্রযুক্ত তাহা শুনিলেন না, অতএব তাহদের ব্যবহারে মূর্খতাও অবিবেচনা সৰ্বত্র বিদিত হইল । দেশস্থলোকেরা অবিলম্বে রাজসভার বিবাদ দেখিয়া বুঝিলেন যে হস্টিংস সাহেব পুর্বে প্রধান ছিলেন, কিন্তু এক্ষণে তাহার কোন সামর্থ্য নাই, অতএব যে সকল মনুষ্যের উiহার বিচারে অসন্তুষ্ট ছিলেন, তাহর ফানসিসের নিকটে ও র্তাহার অন্য বস্তুদিগের নিকটে অভিযোগ করিলেন, তাহারাও তাঁহ ইচ্ছ। পূর্বক গ্রহণ করিলেন, বদ্ধমানের মৃত রাজা তিলকচন্দ্রের পত্নী স্বীয় পুত্রের সহিত ঐ সময়ে কলিকাতায় আসিয়া নিবেদন পত্র পাঠাইলেন, যে রাজার মরণাবধি ইংরাজদিগকে ও উহাদের ভূতাদিগকে উৎকোচদানে তাহার নয়লক্ষমু ব্যয় হইয়াছে, তন্মধ্যে হষ্টিংসসাহেব পঞ্চদশ সহসমৃদু লইয়াছেন, হষ্টিংস