পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f { 込み切 ) হইল, ও তথায় উনত্রিশ বৎসর বয়সে তাঁহার প্রাণত্যাগ হইল, কেটিআরডিরেক্টরের তাহার গুণে বাধ্য হইয় তাহার স্মরণাথে এক স্তম্ভ নির্মাণ করিতে আজ্ঞা করিলেন, এবং যেস - কল পৰ্বত্বীয় দরিদ্রলোকের তিনি সভ্যতা করিয়াছিলেন তাহীরা তার গুণের স্মরণাথে এক স্তম্ভ নির্মাণ করিতে অনুমতি থনা করিল, ইউরোপীয় ব্যক্তির স্মরণার্থে এদেশীয় লোকের কেবল ঐ স্তম্ভ মাত্র কfরয় ছেন । ১৭৮৩শালে সরউলিয়ম জোনস বড় আদালতের বিচারকত্ত হইয়। এদেশে অসিলেন তিনি স্বদেশে অতি পণ্ডিতৰূপে খ্যা ঠ ছিলেন, তাহার ভারতবষে আগমনের প্রধান হেত্ত এই ছিল মে তিনি এদেশীয় প্রাচীন ইতিহাস ধৰ্ম্ম ও রীতি অনুসন্ধান ফুরিতে পারিমে তাতএব আগমনমাত্রে তিনি সংস্কৃত অভ্যাস কুরিতে আরম্ভ করিলেন, কিন্তু তাহার পণ্ডিত পাওয়া দুঘট হইল, কারণ সুস্থনের উiহণদের ধর্য্যভাষা ও ধর্মগ্রন্থ অপবিত্র লোকদিগের জামাইতে অনিচ্ছ ক ছিলেন, পরে বহুযত্নে এক উত্তম সংস্কতজ্ঞ বৈদ্য পঞ্চশত টাকা মাসিক বেতনে তাহাকে ভাষী অধ্যাপণ করিতে সম্মত হইলেন, জোনসসাহেবের সংস্ক তে এমত বুৎপত্তি হইল যে তিনি মনুসংহিতা ইংরাজি করিলেন, তিনি ভারতবর্ষীয় প্রাচীন রীতি ভাষা ও রাজকীয় নিয়মের অনুসন্ধামাথে ১৭৮৪ শালে এসিয়াটিকসোসাইটি নামে সভা কলিকাতায় স্থাপন করিলেন, যেসকল ব্যক্তিদের ঐ অনুসন্ধানে অনুরাগ স্থিল উল্লির ঐকৰ্ম্মে তাহার সহায়তা করিলেন, এবং তাছাদের অনুসন্ধামার৷ এবিষয়ে প্রথমত ইউরোপীয় সকল লোকের মানস হইল, হষ্টিংসসাহেব ঐ সভার অতিশয় উৎসাহ বৃদ্ধি করিয়া ক্রমে সর্বপ্রধান হইয়াছিলেন, যেসকল ইংরাজের ভারতবর্ষে আসিয়াছেন তাহীদের সকল অপেক্ষ সরউলিয়ম জোনস অতি প্রসিদ্ধ ছিলেন, এবং অদ্যাপি এদেশীয় উত্তম