বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ૨૦છે ) পণ্ডিতেরা তাহার নামে অতিশয় মৰ্য্যাদ! করিয়া থাকেন, তিনি এদেশে দশবৎসর থাকিয়! উনপঞ্চাশং বর্ষবয়সে মরিলেন। হস্টিংসসাহেব ইংলণ্ডে যাইবামাত্রে ডিরেক্টরের প্রকাশিত বাক্যে তাহার চরিত্রের গ্রাহ্যতা প্রকাশ করিলেন তাহjর ভারতবর্ষীয় অনেক কৰ্ম্মে নিন্দ ছিল, কিন্তু ইহা অবশ্য স্বীকার করিতে হয় যে তিনি সুবুদ্ধি ও দৃঢ়তাপূর্বক কৰ্ম্ম কবিয়ছিলেন এবং কুইবসাহেব હારે সামুক্তি জয় করেন তিনি ইস্তায় দৃঢ়তা করেন তাহার প্রতি যেসকল তিরস্কার হইয় ছিল, তাহ। তৎকতৃক নিযুক্ত এতদেশীয়লোকের প্রতি উপযুক্ত ছিল, তাহীর অধিকাব কালে গঙ্গা গোবিন্দ সিংহ কান্তবাব ও দেবীসিংহ এই তিনঙ্গনের প্রধান শক্তি ছিল, ও তাহার বিপুলধন সংগ্ৰহ করিয়াছিলেন, এই তিন জনের মপো দেবী সিংহ অতিদূষ্ট চরিত্র ছিলেন, তিনি জমিদার থাকিয় প্রজাদিগের অত্যন্তত্নেশ দিয়া ধনঞ্জন কৱিয় ছিলেন, ঐ নিন্দিত দরাত্মার সর্বত্র বিশেষত দিনাজপর প্রদেশে লুবত ব্যবহার যেজন পূর্বে শুনেন নাই তাহার শবণ কালে অবশ্যই ভয়ানক বোধ হয়; ইংলণ্ডে এই সকল বিষয়ে হস্টিংসসাহেবের নিন্দ হইয়াছিল কিন্তু ভারতবর্ষীয় লোকের উত্তমৰূপে জানিতেন যে প্রভুর আঞ্জাব ও ভূতাদিগের দৌরাস্মোর মধ্যে কি পয্যন্ত ভিন্নতাছিল তাহার রাজত্বের প্রথম ছয় বৎসর রাজসভাপতির শক্ত্যনুসারে তাহার অপমান ও মনস্তাপ করিয়া ব্যাঘাত করিয়াছিলেন এবং ঐ সময়ে বড়আদালতদ্বার। তাহার শক্তিপ্রায় উচ্ছন্ন হইয়াছিল কিন্তু তিনি উদারতাপূর্বক কহিলেন যে তিনি স্বপদ পরিত্যাগ করিবেন না কারণ সে অতি কঠিন ব্যাপার ছিল তাহার এমত সাহস ও শক্তি ছিল যে অত্যস্ত বিপদে ও তাহাঁকে পরাভব করিতে পারিত না রাজত্বের শেযাবস্থায় তিনি হাইদর আলির সহিত যুদ্ধে নিবিষ্ট হওয়াডে e २१