পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ২১৬ ) ১৭১৫ শীলে নবীব রবারিকউদৌল মরিলে তাহার পুত্র না, জিদ উলমুলত পিতপদ প্রাপ্ত হইলেন, কিন্তু তৎকালে মুরসিদীবাদের নবাবনিয়োগ অতি সামান্য কৰ্ম্মছিল অতএব এই বলিলাম যেতাহীর পিতার যে মাসিক ছিল তাহাতাহার রহিল। সরজানমোর লার্ডটেনমেীথনামে পঞ্চবৎসর পর্য্যস্ত নিৰ্বিবাদে ভারতবর্ষ শাসন করিয়! স্বপদ পরিত্যাগ করিতে প্রার্থনা করি. লেন, ঐ কাল মঙ্গে লিখনে পযুক্ত কোন বৃত্তান্ত ঘটে নাই; তাহার রাজত্বের শেষাবস্থায় বিপদ উপস্থিত হইল, এবং তাহার সৈন্যের অসন্তোষের চিকু দেখাইতে লাগিল, মাইসরদেশের রাজ। টিপু সুলতান ফরাসিদিগের সহিত তৎকালে ঐকমত্য করিলেন, ফরামিদিগের তৎকালে ইংরাজদের সহিত যুদ্ধ হইতে ছিল, সুলতান নিজমহাবাথে তাহদের সৈন্য প্রার্থনা করিলেন ইংরাজের শেষ যুদ্ধে তাহার দপ খৰ্ব্ব করিয় ছিলেন, তাহ তাহার বিলক্ষণ স্মরণ ছিল, এবং প্রতিহিংস করতে ক্রোধে দগ্ধপ্রায় ছিলেন, এবং ফরাসিদিগের সাহায্যদ্বারা ভারতবর্ষ হইতে ইংরাজদেগের দূরীকরণের আশা করিয়াছিলেন, কোট অবডিরেক্টরের এই সকল অবস্থা অবগত হইয়। একজন সুবৃদ্ধি বড়সাহেব পাঠাইতে স্থির করিলেন, তাহার। লার্ডকর্ণওয়ালিসকে পুনৰ্বার রাজ্যভার লইতে বিনয়পূৰ্ব্বক নিবেদন করিলেন, তাহাতে তিনিও সম্মত হইলেন, কিন্তু তাহার আগমনের উদ্যোগকালে তিনি আইরলণ্ডের বড়সাহেব হইলেন। ডিরেক্টরের তৎক্ষণাৎ লাউমরিংটন সাহেবকে ঐ উচ্চপদপ্রদান করিলেন, তাহার নাম পরে মারকুয়িস্ ওয়ালেসলি হুইল লাউ কর্ণওয়ালিসের ভূতার নিকটে তিনি শিক্ষিত হইয়াছিলেন, এবং ভারতবর্ষীয় রাজনীতিশিক্ষায় সত্তত রত ছিলেন তিনি ১৭৯৮ শীলের ১৮ মে কলিকাতায় আসিলেম, তাহার ঐ বিপৎ