পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २.९५ ) র। ক্রমে ঐদসু্যদিগের অtশ্রয় বেষ্টল করিয়া একেই সমুদায়কে নষ্ট করিল, এবং নিঃশেষৰূপে তাহীদের দল ভঙ্গ করিল, কিন্তু সৈন্যেরা যুদ্ধক্ষেত্রে পিন্দারি দিগে অন্বেষণ করিতেছে, এমত কালে পেষওয়া ও নাগপুরের রাজ ও হলকর এই কয়েক জন মিলিতযত্নদ্বার g沉育时 হইতে ইংলজি দিগকে তাড়াইবার অাশীয় ঐকমত্য পদক উদ্যত হইলেন, কিন্তু ঐ সকল প্রধান ব্যক্তির পরাভূত হইলেন, পেষওয়া ও নাগপুরের রাজ রাজ্যচুক্তি হইলেন, এবং উহাদের রাজ্যের অধিকাংশ ইংর দিগের রাজ্যসৎ হইল এইসকল ব্যাপার মারকুয়িস হুষ্টিংস মাহেবের আজ্ঞানসারে কৃত হইয়াছিল, কিন্তু তিনি দশবৎসর পূর্ধে মারকুয়িস ওয়ালেসলির ঐকপ রাজনীতি করিয়া ছিলেন তিনি যঞ্জিবম বয়স্ক হইয়াও এৰূপ বৃহৎব্যাপারের উপযুক্ত শক্তি ও বুদ্ধি প্রকাশ করিয়ছিলেন, পিন্দারিদিগের ও মহারা ষ্ট্রীয়দিগের শক্তি সমূর্ণরূপে নষ্ট হুইল,এবং ইংর জ্ঞেভার"মধ্যে সর্বপ্রধান হইলেন " " গ্রন্ডহুষ্টি থমস হেবের পূর্বে এদেশীয়লোকের শিক্ষাথে কোন উদ্যোগ হয় নাই, এদেশীয়লোকের শিক্ষা দেওঁয়। রাজনীতি মধ্যে নিন্দিত বোধ ছিল, কারণ তাঁহাদের মূখতায় এই সাযু!জ্যের এক প্রকার নিরাপদ বোধ ছিল, লার্ড হষ্টিংস সাহেব এই নিষ্ঠুর বৃদ্ধি পবিত্যাগ কৰিলেন তিনি কহিলেন যে প্রজাদিগের মঙ্গলার্থে ভারতবর্ষে ইংরাজদিগের রাজত্ব স্তীপিত হইয়াছে, অতএব তাহাদের সভ্যতাবৃদ্ধি করা ইংরািজদ্বিগের আবশ্যক কৰ্ম্ম হইয়াছে তাহার রাজ্যকালে নৃউন সময় উপস্থি&হইল, নানাস্থলে পাঠশাল। স্থাপন হইল, এবং এদেশীয় লোকুর মনের উচ্চতা করিবার চেষ্টায় ঐ প্রথম উৎসাহ হইল, ১৮১৮ শালের ২৯ মে সমাচারদপণনামক সংবাদপত্র ভারতবযমধ্যে শ্রীরামপুরের ছাপাখানাহইতে প্রথমে প্রকাশ হুইল লt - - 3 &