বিষয়বস্তুতে চলুন

পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f ७ ] দেশ জয় করিয়াছিলেন, সিন্ধুনদীর ত্রিশক্রেশ পশ্চিমে গজনেম নগর আছে, তাহার রাজা মহামুদ ঐ বৎসরে অনেক সৈ স্তের সহিত হিন্দুস্থানে আগমনপূর্বক অনেক উপত্রৰ ও লুঠ ক রিয়। স্বীয় নগরীতে প্রস্তান করেন। পরে হিন্দ দিগের জয় করণ অতি সহজ দেখিয় পঞ্চবিংশতি বৎসরের মধ্যে দ্বাদশ বার ঐ দেশে আসিয়। সহসুখ তদেশবাসিদিগের প্রাণে আঘাত করত হিন্দ দিগের মন্দিরও দেবতা সকল খণ্ডং করণপূর্বক ঐ দেশ লুঠ করিয়ছিলেন, কিন্তু সিন্ধনদীর নিকটবৰ্ত্তি ভিন্ন অঙ্গ কোন দেশ অধিকার করেন নাই, এবং তাহার রাজধানী ও তদবধি সিন্ধুনদীর পশ্চিমাংশে গঞ্জনেনে ছিল । তাছার উত্তরাধিকারির ক্রমে২ দুৰ্বল হওয়াতে হিন্দ্রর প্রবল হইয়া তাহারজিত অনেক দেশ, পুনৰ্বর অধিকার করিয়াছিলেন। অবশেষে মুসলমাম জাতীয় এক প্রধান ব্যক্তি ঐ রাজত্ব বিনষ্ট কুরিয়া সিন্ধুমদার পশ্চিমাংশে এক নূতন রাজ্য স্থাপন করিলেন । ইনিই গোরীয় মহম্মদ ছিলেন; মুসলমানদিগের ২ শত বর্ষ র জ্ঞ, ভোগ নন্তর গজমন রাজ্যের উচ্ছেদে গোর রাজ্য স্থাপিত হইয়. fছল , ইংরাজী ১১৯১ শালে অতি প্রবল সৈন্তের সহিত ঐ গে;. রীয় মহম্মদ ভারতবর্ষ আক্রমণ করিতে আসিয় ছিলেন, তখফ লে উত্তরাংশের হিন্দ,রাজার ও অজমের, গুজরাট, দিল্লী, এবং কান্তকুঞ্জ দেশের রাজার পরস্পর বিবাদ করিয়। মুসল মানদগের বাধা দিতে ঐক্য ক্ষন নাই। মহম্মদ তিন বৎসরের মধ্যে ভারতবর্ষের সমুদায় উত্তরাংশ জয় করিয়া তথাকার প্রাচীন ও পরাক্রমশালী হিন্দ, রাজ্ঞ সকল একেবারে উচ্ছিন্ন করিয়াছিলে ন। ইহার পূর্বে ষষ্ঠপিও মুসলমানরা এদেশে পুনঃ২ আক্রমণ করিতেন, তথাপি দিল্লী নগরীতে হিন্দু রাজা ছিলেন মহম্মদ আপনার জিতদেশ রক্ষণার্থ প্রতিজ্ঞ করিয়৷ নিজ সৈন্তাধ্যক্ষ কুতৰউজিনকে দিল্লীর শাসনৰন্তু স্বপদে নিযুক্ত করিয় তাহাক