[ 58 | এদেশ জয়করণ অবধি এক শত চল্লিশ বৎসর পর্যন্ত বাঙ্গলাদেশ দিল্লীর অধীনে থাকিয় পরে স্বাধীন হইল এবং ১৩৪৩ শাল জুবধি ১৫৭১ শাল পর্য্যস্ত সমদায়ে দই শত ত্রয় ন্ত্রিংশত বৎসর পর্যন্ত ঐ দেশ স্বদেশীয় স্বাধীন মসলমানদিগের অধীনে ছিল পরে দিল্লীর মোগল মহারাজ যত অকবরসাতৃদ্বার। পরাজিত হইয়া দিল্লীরাজ্যের এক শব হই য়াছিল । "দ্বিতীয় অধ্যায় । বাঙ্গালার স্বাধীন রাজারদিগের ইতিহাস । সমসউদ্দিন সিংহাসনে স্থির হইয়াই ত্রিপুরার রাজার সহিত যুদ্ধার্থে যাত্র করিলেন এবং তথাহইতে অনেক ধন ও হস্তি লুঠ করিয়া আনিলেন । বাঙ্গালার পূর্বভাগস্থ শ্ৰীহট্ট, হইতে ত্রিপুরা ও চট্টগ্রাম পর্যন্ত বনেতে অনেক হস্তি পাওয়া স্বাইত । সমসউদ্দিন সোনার গ৷ হইতে গৌড়ের নিকটবত্তি পেরুয়াগ্রামে রাজধানী লইয়া গেলেন । তাহার রাজত্ব প্রীপ্তির দশ বৎসর পরে মহারাজদ্বারা নিযুক্ত বেহরিদেশীয় অধ্যক্ষের সহিত যুদ্ধ করাতে ফেরোজনামক দিল্লীর মহারাজ তাহার দণ্ড করিতে এবং বাঙ্গালী দেশ পূনর্বার জয় করিতে স্থির করিয়া এক প্রস্তুত সৈন্যের সহিত আগমন করিলেন । সমসউদ্দিন নিজপুলকে পেরুয়া রক্ষা করিতে ভার দিয়া অপনি সোনারগায় প্রত্যাগমন করিলেন, মহারাজ অনায়াসে পেরুয়৷ জয় করিয়া সোনারগার নিকটস্থ আকিদন্নানামক এক হৎগড় জয় করিতে গমন করিলেন, সেখানে বাঙ্গালার রাজ{ লুপ্তায়িত হইয়াছিলেন। মহারাজ ঐ গড় পরাজয় করিতে অসমর্থ হইয়া বর্ষারম্ভ প্রযুক্ত সন্ধি করিয়া দিল্লীতে প্রত্যাগধন করিলেন । ১৩৫৭ শালে বাঙ্গালার রাজা দিল্লীতে অনেক
পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৩৪
অবয়ব